• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের আবহাওয়া নিয়ে চিন্তিত নন কাজী তারিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২০, ২৩:১৫
Kazi Tariq is not worried about the weather in Bangladesh
কাজী তারিক রায়হান

শীত মৌসুমের আগে তাপমাত্রা বেশ ভোগাচ্ছে। চৈত্রের গরমের মতনই বলা যায়। এই অবস্থায় শীতপ্রধান ফিনল্যান্ডের কেউ বাংলাদেশে আসলে তার অবস্থাটা কেমন হতে পারে ভাবুন।

তেমনই একজন কাজী তারিক রায়হান। বাবা-মা বাংলাদেশী হলেও তার জন্ম, বেড়ে ওঠা শীত প্রধান দেশ ফিনল্যান্ডে। সেখানকার তাপমাত্রা বাংলাদেশের তাপমাত্রার পার্থক্য অনেক।

স্বাভাবিকভাবেই রায়হানের জন্য এদেশের আবহাওয়া মানিয়ে নেয়াটা বেশ কষ্টের। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য প্রাথমিক দলে জায়গা হয়েছে তারিকের। তাই কড়া রোদ মাথায় নিয়ে অনুশীলন করে যাচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা।

তবে তারিক জানালেন, দ্রুতই মানিয়ে নিতে পারবেন তিনি। তার লক্ষ্য শুধুই জাতীয় দলে জায়গা করে নেয়া।

‘ওখানকার (ফিনল্যান্ড) তাপমাত্রা মাইনাস ২ বা ৩ থাকে আর এখানে এখন ৩০ ডিগ্রির উপরে। আগামী কয়েকদিনে এসব ঠিক হয়ে যাবে আশা করি। আমার আসল লক্ষ্য বাংলাদেশ দলে জায়গা করে নেয়া।

আমার কাছে এটা অবশ্যই স্বপ্ন পূরণের মতো। দুইদিন আগে বাংলাদেশে এসেছি। সবমিলে দারুণ লাগছে। সবার সঙ্গে অনুশীলন করেছি, জেনেছি সবাইকে।’

দলে জায়গা করে নেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও জানান তারিক।

‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। বাকিটা দেখা যাক। নেপাল ম্যাচে জায়গা পাব কী না সেটা তো আর এখন বলতে পারব না।’

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh