• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রিয়াল-বার্সার হারের রাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২০, ১১:২২
ramos real madrid messi barcelona
ছবি- সংগৃহীত

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় হেরেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

শনিবার গেটাফের মাঠ থেকে ১-০ গোলে হেরে এসেছে বার্সা। এই ম্যাচের আগে নিজেদের নাম পরিবর্তন করে ‘ফেইথ ফুটবল ক্লাব’ রাখে গেটাফে। এই দলটার বিপক্ষেই মৌসুমের প্রথম হারের মুখ দেখলো রোনাল্দ কোম্যানের দল।

শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ৫৬ মিনিটে জাইম মাতার পেনাল্টি গোলে এগিয়ে যায় গেটাফে।

শেষ পর্যন্ত এই গোল আর শোধ দিতে পারেনি বার্সেলোনা। ২০১১ সালের পর বার্সার বিপক্ষে জয়ের আনন্দে মাঠ ছাড়ে গেটাফে।

আগের ম্যাচে অ্যান্থনি লোসানোর একমাত্র গোলে রিয়াল মাদ্রিদকে প্রায় ৩০ বছর পর হারিয়েছে কাদিজ।

চলতি মৌসুমে এটাই রিয়াল-বার্সার প্রথম হার। পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জয় ও একটিতে ড্র করেছে জিদানের শিষ্যরা। ১০ পয়েন্ট নিয়ে রয়েছে সবার উপরে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে গেটাফে রয়েছে দ্বিতীয় স্থানে।

এদিকে ছয় ম্যাচে অংশ নিয়েছে কাদিজ। তিনটিতে জয় ও ১ ম্যাচে ড্র করছে ১৪ বছর পর লা লিগায় ফেরা কাদিজ রয়েছে তৃতীয় স্থানে।

অন্যদিকে চার ম্যাচে ২ জয় ও একটিতে ড্র ও একটি হেরেছে বার্সা। সাত পয়েন্ট তুলে নবম স্থানে রয়েছে লিওনেল মেসিরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্সেলোনায় থাকছেন জাভি!
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
X
Fresh