• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অভিষেকটা রঙিন হলো না মরগ্যানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২০, ২৩:২২
Morgan's debut was not colorful
ছবি- আইপিএল

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিককে সরিয়ে হঠাতই এউইন মর্গ্যানের কাঁধে দায়িত্ব তুলে দেয়া হয় দলের। শুক্রবার এই বিশ্বকাপ জয়ী অধিনায়কের নেতৃত্বেই খেলতে নামে কলকাতা। এই ম্যাচ দিয়েই আইপিএলে অধিনায়কত্বের অভিষেক হয়েছে মরগ্যানের।

সাত ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে অবস্থান কলকাতার। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে আজকের ম্যাচটা তাই গুরুত্বপূর্ণ দলটির জন্য।

সন্ধ্যায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মরগ্যান। ব্যাট করতে নেমে টপ, মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা তবে সাত নম্বরে ব্যাট করতে নেমে প্যাট কামিন্সের অপরাজিত অর্ধশতক (৫৩) আর মরগ্যানের ৩৯ রানে ভর করে ৫ উইকেটে ১৪৮ রান তোলে কলকাতা।

মুম্বাইয়ের হয়ে ২ উইকেট নেন রাহুল চাহার ও ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, কুল্টার নীল ও জসপ্রিত ভুমরাহ।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি ককের জুটিতেই ম্যাচ নিজেদের করে নেয় মুম্বাই। এই জুটি ভাঙে দলীয় ৯৪ রানের মাথায়।

রোহিত ফেরেন ৩৬ বলে ৩৫ রান করে। তার বিদায়ের পর সূর্যকুমার যাদব ১০ রানে ফিরলেও বাকি পথ পাড়ি দেন ডি কক ও হার্দিক পান্ডিয়া।

ককের ৪৪ বলে অপরাজিত ৭৮ আর পান্ডিয়ার ১১ রানে ভর করে ৩ ওভার এক বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ানস।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাইয়ের জয়
মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত!
X
Fresh