• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নারী নির্যাতন দমনে ঐক্যবদ্ধ হতে তামিম-মুশফিকদের আহ্বান (ভিডিও)

আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০২০, ১২:৩৩
BCB, tamim, musfiqur rahim soumya sharker, mahmudullah, mominul haque
ছবি- সংগৃহীত

দেশের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন টাইগাররা।

শুক্রবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এক ভিডিও বার্তায় কথা বলেছেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক ও সৌম্য সরকার।

নারীদের যথাথথ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন অভিজ্ঞ উইকেট-রক্ষক ব্যাটসম্যান মুশফিক।

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন। সত্যিকারের মানুষ হোন।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নারী নির্যাতনকারীদের পরিচয় সবার সামনে আনতে বলেছেন।

ভিডিওতে মাহমুদুল্লাহ বলেন, ‘এখন সময় এসেছে। আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দেই।’ বলেন

টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘চলুন আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি। এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।’

ওয়ানডে দলপতি তামিম, নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার তাগিদ দিয়েছেন।

তিনি বলেন, নিজ নিজ পরিবারের নারীদের কথাটা ভাবুন। দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে আসুন।

বাম-হাতি ব্যাটসম্যাস সৌম্য সরকার বলেছেন, ‘নারীকে সম্মান করুন। সত্যিকারের মানুষ হোন।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh