• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

না খেলেই জু্ভেন্টাসের ঝুলিতে তিন পয়েন্ট 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২০, ১২:২২
উপস্থিত ছিলেন ক্রিশ্চিয়ানো রোনলদোরা, মাঠে গড়ায়নি বল...
মাঠে উপস্থিত ছিলেন ক্রিশ্চিয়ানো রোনলদোরা

ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে নির্ধারিত সময়ই উপস্থিত জুভেন্টাস। তবে প্রতিপক্ষ দল নাপোলির কোনও হদিস নেই। নির্ধারিত ৪৫ ওভার শেষ হওয়ার পর যখন সফরকারীদের আসার আর কোনও সম্ভাবনা দেখা যায়নি তখনই দায়িত্বরত ম্যাচ অফিসিয়ালরা বাইয়ানকোনেরিদের বিজয়ী ঘোষণা করে। সিরি আ’য় তিন পয়েন্ট পেয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

মূল বিষয়টি হচ্ছে, নাপোলির দুই জন খেলোয়াড় করোনায় আক্রান্ত। তাই পুরো দলই এখন বায়ো সিকিউর বা জৈব বলয়ের মধ্যে রয়েছে। ম্যাচে খেলতে আসবে কি না এই বিষয়ে কোনও স্পষ্ট ধারণাও দেয়া হয়নি তাদের পক্ষ থেকে।

অন্যদিকে জুভেন্টাসের দুই জন সাপোর্টিং স্টাফও করোনা আক্রান্ত। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। ইতালিয়ান সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনেই মাঠে উপস্থিত হয়েছিল তারা। মাঠে নামার আগে মূল একাদশও ঘোষণা করে ওল্ডলেডিরা।

সবাই অপেক্ষায় ছিল জুভিদের নতুন কোচ আন্দ্রে পিরলো ও তার বন্ধু নাপোলির কোচ জেনারো গাট্টুসের লড়াই দেখার। শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি খেলা।

রোববার রাতে এই ঘটনার পর সংবাদ সম্মেলন করেন জুভেন্টাসের প্রেসিডেন্ট আন্দেরিয়া আগনেলি। ম্যাচ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন, সূচি অনুযায়ী ম্যাচ খেলতে না আসা ইতালিয়ান ফুটবলের জন্য ভালো কোনও বার্তা নয়।

ধারণা করা হচ্ছে নিয়ম মানায় শাস্তির মুখে পড়তে পারে দ্য পারদেনোপিয়েনস খ্যাত নাপোলি দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরি আ’তে ইতিহাস, প্রথমবার এক ম্যাচে সব নারী রেফারি
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
রোনালদোর মাইলফলকের রাতে আল-নাসরের জয়
X
Fresh