• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফ্রেঞ্চ ওপেনের মাঝপথেই সরে দাঁড়ালেন সেরেনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৮
Serena Williams
সেরেনা উইলিয়ামস

চোটের জন্য ফ্রেঞ্চ ওপেনের মাঝপথেই সরে দাঁড়ালেন সেরেনা উইলিয়ামস। সেতানা পিরঙ্কোভার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ঠিক আগে লড়াই থেকে টুর্নামেন্টে থেকে নিজের নাম প্রত্যাহার করলের যুক্তরাষ্ট্রের তারকা।

বুধবার রোলাঁ গারো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ক্যারিয়ারের রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে কোর্টে নেমেছিলেন সেরেনা। আপাতত সেই স্বপ্ন ত্যাগ করতে হলো তাকে। চলতি বছরে আর সেই সুযোগ পাবেন না তিনি।

সাংবাদ সম্মেলনে সেরেনা বলেন, ‘ঠিকমতো হাঁটতেই পারছি না। মনে হচ্ছে এবার খোঁড়াতে হবে।’

গেল সোমবার ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে স্বদেশীয় ক্রিশ্চি আনকে ৭-৬ (৭/২), ৬-০ সেটে পরাজিত করেন সেরেনা।

যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিরুদ্ধে লড়াইয়ের সময়েই চোট পেয়েছিলেন সেরেনা। ফরাসি ওপেনের আগে চোট সারিয়ে ওঠার মতো পর্যাপ্ত সময় হাতে ছিল না তাঁর। তিনি সেটা জানিয়েওছিলেন।

ফ্রেঞ্চ ওপেনের আগে তিনি স্পষ্ট জানান যে, শারীরিকভাবে শতভাগ ফিট নন তিনি। তবে কোর্টে নামার মতো অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর
তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা রেকর্ড ৪২.২
X
Fresh