• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের সঙ্গে সিরিজ স্থগিত হওয়ায় হতাশ মিকি আর্থার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:১০
Mickey Arthur is disappointed with the postponement of the series with Bangladesh
মিকি আর্থার

স্থগিত হওয়া সিরিজ আবারও স্থগিত হয়েছে। বাংলাদেশ-শ্রীলঙ্কার ৩ ম্যাচের টেস্ট সিরিজটি আয়োজনের সব কিছুই প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের চাওয়া এক না হওয়ায় শেষ পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হতে হলো।

এই সিরিজকে সামনে রেখে দুই দেশের ক্রিকেটাররা অনুশীলনও করে আসছিল গত কয়েক মাস। লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) প্রথম শ্রেণীর ক্রিকেটও আয়োজন করে।

বাংলাদেশ সেটি না পারলেও একক অনুশীলন থেকে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে এনে শুরু করে দলীয় অনুশীলন। কিন্তু শেষ পর্যন্ত সিরিজ স্থগিতের সিদ্ধান্তে জৈব সুরক্ষা বলয় ছাড়ে প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা।

এদিকে সিরিজ স্থগিতের খবর বেশ হতাশ করেছে শ্রীলঙ্কা দলের প্রধান কোচ মিকি আর্থার। আর্থার টুইট করেন, ‘খুব হতাশাজনক খবর।’

গত জুলাই-আগস্টে অনুষ্ঠিত হবার কথা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ৩টি টেস্ট ম্যাচ। তবে করোনা মহামারীর কারণে স্থগিত হয়ে যাওয়া সিরিজটি আবারও আয়োজনের চেষ্টা শুরু হলে লঙ্কান ক্রিকেট জানায়, বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। যা বিসিবি উপেক্ষা করে। আর এই কারণেই সিরিজটি স্থগিত হয়ে গেছে আবারও।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh