smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

চলতি মৌসুমে হচ্ছে না বাংলাদেশ-পাকিস্তান একমাত্র টেস্ট

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:১১ | আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪০
This is not the only Test between Bangladesh and Pakistan this season
ছবি- সংগৃহীত
ক্রিকেট ফিরতে শুরু করেছে পাকিস্তানে। ২০০৯ সালে দেশটিতে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘ সময় ধরে কোনো দল সফর করেনি দেশটিতে।

এই অচল অবস্থার সচল করতে প্রথমেই সফর করে পাকিস্তান। এরপর বাংলাদেশকে নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি ও এপ্রিলে ২ দফা পাকিস্তান সফর করে বাংলাদেশ। সফরে ছিল ৩টি টি-টোয়েন্টি, ১টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ। দুই দফা সফরে ৩টি টি-টোয়েন্টি ও ১টি টেস্ট ম্যাচ শেষ করা গেলেও করোনা মহামারিতে বাকি রয়ে গেছে ১টি ওয়ানডে ও ১টি টেস্ট ম্যাচ।

এই দুই ম্যাচের ভাগ্যে কী আছে সেটাই আজ জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির গণমাধ্যম জানিয়েছে, চলতি মৌসুমের ব্যস্ত সূচির কারণে বাংলাদেশ-পাকিস্তানের একটি ওয়ানডে ও একটি টেস্ট সিরিজ আয়োজন করা সম্ভব না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

পিসিবি থেকে জানায়, ‘চলতি মৌসুমের ব্যস্ততার কারণে ২০২১-২২ মৌসুমে স্থগিত হওয়া সিরিজটি আয়োজন করার চেষ্টা করবে পিসিবি।’

আগামী অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফর করবে জিম্বাবুয়ে। এরপর রয়েছে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের ৫টি ম্যাচ। পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। জানুয়ারিতে দেশটিতে সফর করতে পারে দক্ষিণ আফ্রিকা।

২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে রয়েছে পিএসএল-৬, এরপর রয়েছে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজ নিশ্চিত করল বিসিবি

এমআর/

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়