smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭

দিল্লিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ চেন্নাইয়ের

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৭
গত ম্যাচে রাজস্থান রয়ালসের কাছে হেরে বেশ সমালোচনা মুখে পড়তে হয় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আজ নিজেদের ফিরে পাবার ম্যাচ। দিল্লি ক্যাপিটালস অবশ্য নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভাবের হারিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবকে।

আজ সন্ধ্যায় টসে জিতে দিল্লিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। টসে হেরে দিল্লির অধিনায়ক শ্রেয়াস আইয়ারও জানান টস জিতলেও বোলিং নিতেন বলে জানান টস পরবর্তী।

দুই দলে মোট ৩টি পরিবর্তন এসেছে। চেন্নাই লুঙ্গি এনগিদিকে বসিয়ে একাদশে নিয়েছে জস হ্যাজেলউড়কে। দিল্লি রবি চন্দ্রন অশ্বিনের বদলে অমিত মিশ্রা ও মোহিত শর্মার বদলে নিয়েছে আভেশ খানকে।

দিল্লির ক্যাপিটালস: পৃথ্বী শ্ব, শিখর ধাওয়ান, শিমরন হেটমেয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিষভ পান্থ (উইকেট-রক্ষক), মার্কাস স্টোয়নিস, আক্সার প্যাটেল, কাগিসো রাবাদা, অমিত মিশ্র, এনরিচ নর্তজে ও আভেশ খান।

চেন্নাই সুপার কিংস: মুরালি বিজয়, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, ঋতুরাজ গায়কওয়াদ, কেদার যাদব, এমএস ধোনি (অধিনায়ক / উইকেট-রক্ষক), স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, জস হ্যাজলউড, দীপক চাহার ও পীযূষ চাওলা।

এমআর/

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৯৪৮২৭ ৩১০৫৩২ ৫৭৪৭
বিশ্ব ৪,১৫,৭০,৮৩১ ৩,০৯,৫৮,৫৪৬ ১১,৩৭,৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়