smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭

বিদায়ের সিদ্ধান্ত নিলেন রাকিটিচ

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ২১ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৪ | আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২১:০২
Ivan Rakitic
ইভার রাকিটিচ
কয়েকদিন আগেই বার্সেলোনা ছেড়ে ইভান রাকিটিচ যোগ দিয়েছেন স্প্যানিশ লা লিগার আরেক দল সেভিয়ায়। এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রোয়েশিয়ান তারকা।

সোমবার ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির ফুটবলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার অন্যতম কারিগর রাকিটিচ। লাল-সাদা জার্সিতে ১০৬ ম্যাচে ১৫ গোল করেছেন।

ক্রোয়েট বাবা-মার ঘরে সুইজারল্যান্ডে জন্ম নিয়েছেন ১৯৮৮ সালে। সুইসদের বয়স ভিত্তিক দলে খেলেছেন। যদিও ২০০৭ সালে ক্রোয়েশিয়া জাতীয় দলে অভিষেক হয় রাকিটিচের।

২০০৮, ২০১২ ও ২০১৬ ইউরোতে খেলেছেন এই মিডফিল্ডার। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপেও দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। রাশিয়া বিশ্বকাপে ফাইনালে গিয়েও শিরোপা ছোঁয়া সম্ভব হয়নি।  

কোচ জ্লাতকো দালিচ, ফেডারেশন প্রধান ডেভর সুকের ও অধিনায়ক লুকা মদ্রিচের সঙ্গে কথা বলেই বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন রাকিচিট।

বিদায় বার্তায় তিনি বলেন, ‘জাতীয় দলকে বিদায় বলাটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিনতম কাজ। তবে আমি মনে করি, এটাই সঠিক মুহূর্ত। যখন আমি খেলা থেকে দূরে ছিলাম তখনই সিদ্ধান্ত নিয়েছি। দলের হয়ে খেলা প্রতিটা ম্যাচই আমি উপভোগ করেছি। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সবসময় আমার মনে থাকবে।’ 

ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৯৪৮২৭ ৩১০৫৩২ ৫৭৪৭
বিশ্ব ৪,১৫,৭০,৮৩১ ৩,০৯,৫৮,৫৪৬ ১১,৩৭,৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়