smc
logo
  • ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২০, ৪ কার্তিক ১৪২৭

আবারও দেখা হবে, ভিদালকে বিদায়ী বার্তায় মেসি

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ২১ সেপ্টেম্বর ২০২০, ১৬:২০ | আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৫
Messi say goodbye to Arturo Vidal
ছবি- সংগৃহীত
বার্সেলোনা থেকে বিদায় নিয়েছেন আর্তুরো ভিদাল। বার্সার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির কাছ থেকে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা পেয়েছেন তিনি। নতুন মৌসুমে ইন্টার মিলানে যোগ দিচ্ছেন এই চিলিয়ান মিডফিল্ডার।  

দুই মৌসুমের জন্য মেসির সঙ্গে খেলেছিলেন ভিদাল। ২০১৮ সালে যোগ দিয়ে ৬৬ ম্যাচে ১১ গোল তুলেছিলেন তিনি। ২০২০/২১ মৌসুমে সিরি আ’য় দেখা যাবে ৩৩ বছর বয়সী এই তারকাকে।

ভিদালের বিদায়ে ইনস্টাগ্রামে লিও মেসি লিখেছেন, ‘আমরা শুধু প্রতিপক্ষ হিসেবে একে অপরকে চিনতাম। সবসময়ই তোমাকে একজন ফেনোমেনন হিসেবে দেখেছি। আমি সৌভাগ্যবান যে তোমাকে ব্যক্তিগতভাবে জানার সুযোগ পেয়েছি। তোমাকে জানার পর আরও অবাক হয়েছি।’

নতুন ক্লাবে পাড়ি জমানো বন্ধু ভিদালকে শুভ কামনা জানিয়ে আর্জেন্টাইন মহাতারকা বলেন, ‘দুই বছর এক সঙ্গে থেকেছি। এর মধ্যে তোমার অনেক কাজ ছিল নজর কাড়া। ড্রেসিং রুম তোমাকে মিস করবে, আর্তুরো। নতুন ক্লাব ও নতুন অভিজ্ঞতার শুরুতে তোমাকে শুভ কামনা জানাই। অবশ্যই আবারও আমাদের দেখা হবে।’

মেসির উত্তরে ভিদাল বলেছেন, ‘ধন্যবাদ, অ্যালিয়েন। আমি সম্মানিত  ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে মাঠে নামতে পেরে। তোমার বন্ধুত্বের জন্য ধন্যবাদ। এরইমধ্যেই তোমাকে মিস করা শুরু করে দিয়েছি। শীগগিরই আমাদের দেখা হবে।’

ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়