• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে থাকছেন না মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৬
ronald koeman leo messi El-Clasico
রোনাল্দ কোম্যানের সঙ্গে লিওনেল মেসি

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। অন্তত ২০২০/২১ মৌসুম পর্যন্ত কাতালানদের হয়েই মাঠে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে। প্রাক মৌসুমের দুটি ম্যাচেও দলের হয়ে অংশ নিয়েছেন মেসি। তবে নতুন মৌসুম শুরুর আগে আবারও আলোচনায় তিনি। কারণ প্রথম এল ক্লাসিকোতেই না থাকার সম্ভাবনা রয়েছে বার্সা অধিনায়কের।

শনিবার জোয়ান গাম্পার ট্রফির ফাইনালে এলচের বিরুদ্ধে মাঠে নামবে কাতালানরা। ২৭ সেপ্টেম্বর ভিয়া রিয়ালের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে লা লিগার লড়াই। তবে অক্টোবরের ৮ তারিখ ইকুয়েডর ও ১৩ তারিখ বলিভিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে সার্ভিস দিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে হবে মেসিকে। তাই আসন্ন এল ক্লাসিকো তথা বার্সেলোনার চীরপ্রতিদন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধের ম্যাচে দেখা যাবে না ছয়বারের ব্যালন ডি অ’র জয়ীকে।

ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টালে বসবে। কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ দুটি গেল মার্চে হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে দেয়া হয়।

দ্য স্পোর্তের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, আর্জেন্টিনার জার্সিতে খেলতে সম্মতি প্রকাশ করেছেন দলটির সবচেয়ে বড় তারকা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও বাছাই পর্ব খেলতে ক্লাবগুলোকে খেলোয়াড়দের ছাড় দিতে আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ আমেরিকা থেকে স্পেনে ফিরে আসার পর নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ৩৩ বছর মেসিকে। তাইতো মৌসুমের প্রথম রিয়াল-বার্সার লড়াইয়ে লিও মেসিকে পাচ্ছেন না নতুন কোচ রোনাল্দ কোম্যান। এসময় অক্টোবরের ১৮ তারিখ গেটাফে, ২৫ তারিখ রিয়াল মাদ্রিদ ও ১ নভেম্বর আলাভাসের বিপক্ষে মেসির মাঠে থাকার সম্ভাবনা কম।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্সেলোনায় থাকছেন জাভি!
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
X
Fresh