logo
  • ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪ আশ্বিন ১৪২৭

করোনা মুক্ত লি, অপেক্ষা সাইফের

  ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

|  ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৯ | আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৬
BCB, Corona, Saif Hasan, Nik Lee, rtvnews
সাইফ হাসান
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রথমবার করোনা পরীক্ষা হয় জাতীয় দলের খেলোয়াড়দের। তাতে ভয় ধরিয়ে দেন ব্যাটসম্যান সাইফ হাসান ও ট্রেনার নিক লি। সাইফ প্রথমবার আক্রান্ত হলেও নিক লি দ্বিতীয়বার করোনা পজিটিভ হন।

গত ৬ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করা হয় তাদের। ৮ তারিখে ফলাফল পাওয়ার পর আজ রোববার জানা যায় নিক লি করোনা মুক্ত হয়েছেন। লি মুক্ত হলেও সাইফের শরীরে এখনও ভাইরাসের অস্তিত্ব রয়ে গেছে।

রোববার বিসিবির চিকিৎসক দেবাশিষ জানান, ‘গতকাল শনিবার করোনা পরীক্ষা করা হয় নিক লি’র। তাতে তার ফল নেগেটিভ আসে। এছাড়া সাইফ হাসানের পরীক্ষা এখনো করা হয়নি। পরীক্ষা করার মতো সময় হলে রিপোর্ট। জানা যাবে।’

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘নিক লিসহ কোচিং স্টাফদের মোট পাঁচ জনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’

করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা এরিমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে গত ৯ সেপ্টেম্বর থেকে।

এমআর/ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়