• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কায় টাইগারদের প্রথম দুই টেস্টের ভেন্যু পরিবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৫
BANGLADESH VS SRI LANKA 2020
ফাইল ছবি

টেস্ট ক্রিকেট দিয়ে করোনা পরবর্তী ক্রিকেটে ফিরতে চলেছে বাংলাদেশ। শ্রীলংকা সফরে সাদা পোশাকে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। প্রতিটি ম্যাচই হওয়ার কথা ছিল দেশটির রাজধানী কলম্বোতে। তবে সফরের প্রথম দুটি টেস্টের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম বসবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। শেষ ম্যাচটি সূচি অনুযায়ী কলম্বোতেই বসবে।

শ্রীলঙ্কান ক্রিকেটের বোর্ড (এসএলসি) সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম দ্য আইল্যান্ড।

ভেন্যু পরিবর্তন হলেও তিনটি ম্যাচের এই সিরিজের জন্য এখনও তারিখ নির্ধারণ করে দেয়া হয়নি।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পক্ষ থেকে আগেই জানিয়েছিল, প্রথম টেস্ট ২৪ অক্টোবর শুরুর সম্ভবানা রয়েছে।

চলতি মাসের শেষ দিকে লঙ্কা দ্বীপে পৌঁছবে মুমিনুল হক নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
X
Fresh