• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

সুইসদের বিপক্ষে এগিয়ে গিয়েও জার্মানির ড্র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২০, ১১:২৩
germany vs switzerland
ছবি- সংগৃহীত

উয়েফা নেশন্স লিগে জয় যেনো সোনার হরিণের মতো জার্মানির কাছে। টুর্নামেন্টর দুই আসর মিলিয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে একটিও জয় নেই চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে উভয় দল।

ব্যাসেলের সেন্ট জাকোব পার্কে ম্যাচের ১৪ মিনিটে ইলকাই গিনদোয়ানের গোলে এগিয়ে যায় জার্মানি।

যদিও ৫৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে জোরালো শটে গোল করে দলকে সমতায় ফেরান সিলভান উইডমার।

বাকি সময় আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

দিনের অপর ম্যাচে ইউক্রেনকে ৪-০ ব্যবধানে হারিয়েছে স্পেন। অ্যানডোরার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ফারাও আইসল্যান্ড। আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ফিনল্যান্ড। মাল্টা-লাটভিয়ার ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

এদিকে হাঙ্গেরির বিরুদ্ধে ৩-২ গোলে জয় তুলে নিয়েছে রাশিয়া। মলডোভার বিপক্ষে স্লোভেনিয়ে জয় পেয়েছে ১-০ গোলে। ওয়েলেসের কাছে বুলগেরিয়ার হেরেছে ১-০ গোলে। ২-১ গোলে কসোভোর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রিস। সার্ভিয়া-তুরুস্ক ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জার্মানিতে ৬ বছরের এক শিশুর সন্ধানে ১২০০ জন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
X
Fresh