• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

কোম্যানকে ছাড়াই নেদারল্যান্ডসের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২০, ১১:২৯
netherland
ছবি- সংগৃহীত

নেদারল্যান্ডসকে মাঝ পথেই বিদায় জানিয়েছিলেন রোনাল্দ কোম্যান। যোগ দিয়েছেন বার্সেলোনায়। তবে তার দল উয়েফা নেশন্স লিগে ঠিকই জয় তুলে নিয়েছে। পোল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ডাচরা।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে সাড়ে চার বছরের জন্য জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কোম্যান। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের পর বার্সা কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করা। নতুন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় কোম্যানকে। এমন অবস্থায় নেদারল্যান্ডসের হাল ধরেন ডোয়াইট লডেওয়েজেস।

সহকারী কোচের অধীনে শুক্রবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছিল ভার্জিল ফন ডাইক- ফ্র্যাংকি ডি ইয়ংরা।

ঘরের মাঠ আমস্টারডাম অ্যারিনায় টটেনহ্যাম হটসপারের উইঙ্গার স্টিভেন বার্গওয়াইনের এক মাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।

এদিকে অপর ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে ইতালি।স্লোভাকিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে চেক প্রজাতন্ত্র। বেলারুশের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে আলবানিয়া। নরওয়ের বিরুদ্ধে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রিয়া। ১-১ গোলে ড্র হয়েছে রোমানিয়া-নর্দান আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড-ইসরায়েলের ম্যাচ।

আরও পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক বাড়ি দুই দেশে (ভিডিও)
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
দারুণ জয়ে টেবিলের শীর্ষে লিভারপুল
X
Fresh