• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লায়নের হিংস্র থাবায় ১৮৯ রানেই শেষ ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মার্চ ২০১৭, ১৬:২০

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ফের ব্যাটিং বির্পযয়ে পড়লো স্বাগতিক ভারত। অজি স্পিনার ন্যাথান লায়নের ঘূর্ণিতে ১৮৯ রানে অলআউট হয়েছে কোহলিবাহিনী। লায়ন একাই শিকার করেছেন ৮ উইকেট।

শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে দলীয় ১১ রানে অভিনব মুকুন্দকে প্যাভিলিয়নে ফেরান পেসার মিশেল স্টার্ক। পরে লোকেশ রাহুল ও চেতেশ্বর পূজারা ৭১ রানের পার্টনারশিপ গড়লেও ব্যক্তিগত ১৭ রানে ন্যাথান লায়নের প্রথম শিকার হন পূজারা। পরে তারই বলে মাত্র ১২ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন অধিনায়ক বিরাট কোহলি।

পরে আরো ত্রাস হয়ে ওঠেন লায়ন। তার মায়াবি ঘূর্ণির জালে আটকে সাজঘরে ফেরেন অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মা। মাঝখানে করুন নায়ারের উইকেটটি নেন স্টিভ ও'ক্যাফে।

ভারতের হয়ে লোকেশ রাহুল ছাড়া কেউই সুবিধাজনক স্কোর গড়তে পারেননি। রাহুল করেন ৯০ রান। দিনের সেরা ব্যাটসম্যানও শিকার হন লায়নের।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh