• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

রায়নার আইপিএল ছাড়ার কারণ 'বেলকনি' !

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫১
suresh rayna, hotel, IPL, rtvnews
ছবি- সংগৃহীত

হোটেল রুমের পাশে একটা 'বেলকনি' না থাকায় নাকি দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়েছেন সুরেশ রায়না।

খানিকটা হুট করেই গণমাধ্যমে সংবাদ, আইপিএল ছেড়েছেন সুরেশ রায়না। এরপর অনেক সংবাদ হয়েছে ভারতীয় গণমাধ্যমে। কোথাও বলছে, দলের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় ভয়ে দল ছেড়েছে। আবার কোথাও বলা হচ্ছে, তার পরিবারের সদস্য খুন হওয়ায় দেশে ফিরেছেন আবার কোথাও বলা হচ্ছে, দুই সন্তানের জন্য আইপিএল ছেড়েছেন রায়না।

তবে দিন গড়ানোর সঙ্গে আরও একটি খবর বেরিয়েছে সেটি, হোটেলে রুমের সঙ্গে বেলকনি না থাকায় অভিমানে দল ছেড়েছেন রায়না।

এমন খবর একেবারে ফেলে দেয়ার মতোও নয়। কেন না, রায়নার দল ছেড়ে যাওয়ায় ক্ষুব্ধ দলের অন্যতম উদ্যোক্তা এন শ্রীনিবাসন।

'শুধু রায়না নয়, অভিমানী স্বভাবটা ক্রিকেটারদের মধ্যে থাকেই। চেন্নাই সুপার কিংস একটা পরিবারের মতো। এখানে সিনিয়র খেলোয়াড়েরা জুনিয়রদের সাহায্য করে থাকে সব সময়।'

তার দল ছাড়ায় চেন্নাই কর্তৃপক্ষ যে বেশ বিরক্ত সেটা তার ঘণিষ্ঠ সূত্রও জানিয়েছে ভারতীয় গণমাধ্যমকে। এমনকি রায়নাকে আগামী আসরে নিলামের মাধ্যমেই দল পেতে হবে।

রায়নার এমন আচরণের আরও একটা কারণ বলা হচ্ছে সেটা অহংকারী হয়ে ওঠা। রায়না প্রায় সব আসরেই দলের জন্য অনেক রান করেন। যা তাকে অহংকারী করে তুলতে পারে বলেও মনে করছেন অনেকে।

তবে রায়না হয়তো এতটাই অভিমানী হয়ে গিয়েছিলেন রুমের পাশে বারান্দার জন্য যার কাছে ১১ কোটি রুপিও তুচ্ছ মনে হয়েছে!

আরও পড়ুন: ডিসেম্বরে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh