• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বার্সার অনুশীলনে যোগ দিচ্ছেন না মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২০, ১০:১৩
lionel-messi barcelona mancity
লিওনেল মেসি

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে মৌসুম শেষ হয়েছিল বার্সেলোনার। গেল মঙ্গলবার বার্সা ত্যাগ করার সিদ্ধান্ত নেন লিওনেল মেসি। ২০২০/২১ মৌসুম শুরুর আগে রোববার ক্যাম্প ন্যুতে যোগ দেয়ার কথা খেলোয়াড়দের। করোনা টেস্টের পর সোমবার থেকে অনুশীলন শুরু করার কথা সবার। যদিও অধিনায়ক মেসি জানিয়ে দিয়েছেন যোগ দিচ্ছেন না তিনি।

কাতালান দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয়ার পর থেকে এই পর্যন্ত মুখ খুলেননি লিও মেসি। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো নিজস্ব সূত্রের সাহায্যে আর্জেন্টাইন মহাতারকার সব শেষ আপডেট সামনে আনছে।

বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, শনিবার মেসির পক্ষ থেকে বার্সেলোনা কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অনুশীলনে যোগ দিবেন না তিনি।

লা ভ্যানগার্দিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউর কাছে মেসি যে সিদ্ধান্ত জানিয়েছেন, সেগুলো বাবা জর্জ মেসির স্বাক্ষর করা আরেকটি ব্যুরোফ্যাক্সের মাধ্যমে পাঠানো হচ্ছে। গেল সপ্তাহে ক্লাব কর্তৃপক্ষের কাছে পাঠানো এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমেই দলের হয়ে আর খেলতে না চাওয়ার সিদ্ধান্ত জানিয়ে ছিলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

যদিও বার্সা আগেই স্পষ্ট করেছে, এই মুহূর্তে নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে বিক্রি করার কোনওই ইচ্ছা নেই তাদের। মেসিকে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তারা। তবে ছয় বারের ব্যালন ডি অ’র জয়ীর সব শেষ কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে দল পরিবর্তন করতে খুব সচেতনতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছেন তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্সেলোনায় থাকছেন জাভি!
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
X
Fresh