• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত হয়ে বাদ পড়লেন পগবা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২০, ০৯:৪৫
Paul Pogba
পল পগবা

করোনাভাইরাসে আক্রান্ত হলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা। ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার এখন ১৪ দিনের সেলফ-আইসোলেশনে থাকবেন। ফ্রান্স জাতীয় দলের জন্য যা বড় এক ধাক্কা বলা যায়।

৫ সেপ্টেম্বর ক্রোয়েশিয়া ও ৮ সেপ্টেম্বর সুইডেনের বিপক্ষে নেশনস লিগের দুই ম্যাচে দলে নাম ছিল পগবার। কিন্তু করোনার কারণে ২৭ বছর বয়সী এই তারকার দল থেকেই ছিটকে গেলেন।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, শেষ মুহূর্তে এসে দলে পরিবর্তন করতে হচ্ছে। পল পগবা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই এডুয়ার্ডো কামাভিঙ্গাকে দলে ডাক দেয়া হয়েছে।

১৭ বছর বয়সী মিডফিল্ডার এডুয়ার্ডো ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলের রেনের হয়ে খেলছেন।

এদিকে ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে আলাদাভাবে পগবার জন্য সুস্থতা কামনা করা হয়েছে।

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচের আগেই সেরে ওঠার সম্ভাবনা রয়েছে পগবার। ১৯ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচে নামবে ইউনাইটেড।

আরও পড়ুন: টিভিতে শুক্রবারের খেলার সূচি দেখে নিন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
ব্রেন্টফোর্ডের সঙ্গে কোনোমতে ড্র ম্যান ইউ’র
X
Fresh