• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ম্যানচেস্টারের টুইটে কীসের ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২০, ১৮:১৭

গত রাতে বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছেন লিওনেল মেসি। এরপর থেকেই সমর্থকদের হতাশা। জানার আগ্রহ, তবে নতুন ঠিকানা কোথায় হতে যাচ্ছে ভিনগ্রহের ফুটবলার খ্যাত মেসির?

আর্জেন্টাইন মহাতারকার নতুন গন্তব্য হিসেবে গুঞ্জন আছে তিনটি ক্লাবের নাম, যেসব ক্লাবে যেতে পারেন মেসি। তবে সব ছাপিয়ে এগিয়ে ম্যানচেস্টার সিটি। নানা গুঞ্জন ঠিক এমন পরিস্থিতিতে ইংলিশ দলটি টুইট করেছে, নতুন খেলোয়াড়ের চুক্তি ব্যপারে।

'আমাদের নতুন চুক্তিসই হতে যাচ্ছে ভিনগ্রহের কারও সঙ্গে।'

এদিন এক টুইট পোস্টের মাধ্যমে সিটিজেনদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা) সিটিজেনদের নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করবে তারা। যদিও কার নাম সামনে আনছে এ বিষয়টি নিয়ে কোনও ধারণা দেয়া হয়নি।

মেসি ও ইংলিশ দলটির বর্তমান কোচ পেপ গার্দিওলার জুটি বিশ্বসেরা। দুইজন মিলে বার্সেলোনার হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন। প্রথমবারের মতো বার্সাকে ট্রেবল এনে দিয়েছিলেন তারা্।

ম্যানসিটির মালিকানা আরব আমিরাতের ব্যবসায়ী শেখ মনসুর বিন জায়েদ আল নায়হানের। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনকুবের ছয় বারের ব্যালন ডি’অরকে নিজেদের করে নিতে সর্বোচ্চ চেষ্টা করতে তা ইউরোপের গণমাধ্যমগুলোতে স্পষ্ট।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মায়োর্কাকে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে বার্সেলোনা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh