• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইউরোপা লিগ

ফাইনালে উঠার লড়াইয়ে ম্যানইউর প্রতিপক্ষ সেভিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ আগস্ট ২০২০, ১২:৫৩
sevilla manchester united,
ছবি- সংগৃহীত

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াই দেখেছে ফুটবল বিশ্ব। শুরুর দিকে পেনাল্টি মিস করা উলভারহাম্পটনের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে সেভিয়া। সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে নামবে স্প্যানিশ দলটি।

মঙ্গলবার ম্যাচের ১২ মিনিটের মাথায় পেনাল্টি পায় উলভস। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষে স্পটকিক নেন রাউল জিমিনেজ। যদিও তা ফিরিয়ে দেন সেভিয়ার মরোক্কান গোলরকক্ষক ইয়াসিন বৌনৌ।

প্রথমার্ধে কোনও পক্ষ গোল করতে পারেনি। ম্যাচের ৮৮ মিনিটে লুকাস ওকামপোসের একমাত্র গোলটিই ব্যবধান করে দেয়। এতে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়া। ১৬ আগস্ট সেমিফাইনালে সেভিয়ার প্রতিপক্ষ ম্যান ইউ।

এদিকে দিনের অপর ম্যাচে এফসি বাসেলের বিরুদ্ধে ৪-১ গোলের বড় জয় তুলে সেমিতে জায়গা করে নিয়েছে শাখতার দোনেৎস্ক। ১৭ আগস্ট ফাইনালে ওঠার লড়াইয়ে সিরি আ’র দল ইন্টার মিলানের বিরুদ্ধে মাঠে নামবে ইউক্রেনের দল শাখতার।

আগামী ২১ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে শেষচারের সেরা দুই দল। সবকটি ম্যাচ বসবে জার্মানির ভিন্ন ভেন্যুতে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
ডার্বি জিতে ৫ ম্যাচ আগেই চ্যাম্পিয়ন ইন্টার মিলান
আটালান্টার কাছে বিধ্বস্ত লিভারপুল
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
X
Fresh