• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘ক্যাপ্টেন অব দ্য ইয়ার’ কোহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভারতের ভরাডুবি বেশ হতাশ করেছে বিরাট কোহলিকে। তবে এরই মধ্যে সুখের বার্তা পেলেন তিনি। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর দশম ‘ক্যাপ্টেন অব দ্য ইয়ার’র পুরস্কার জিতেছেন ভারতের সব ফরম্যাটের অধিনায়ক।

ইএসপিএন ক্রিকইনফোর ‘ক্যাপ্টেন অব দ্য ইয়ার’র পুরস্কারের দৌড়ে এবার কোহলির সঙ্গে ছিলেন পাকিস্তানের মিসবাহ উল হক ও দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসিস। তাদের পেছনে ফেলে এ পুরস্কার জেতেন মাস্টার ব্যাটসম্যান।

২০১৬ সালে বিরাট কোহলির নেতৃত্ব ১২ টেস্ট খেলে ৯টিতেই জিতেছে ভারত। ড্র করেছে ৩টিতে আর হার শূন্য। সেই সুবাদেই এ পুরস্কার জেতেন বিশ্বের ‘নাম্বার ওয়ান’ ব্যাটসম্যান।

ওই বছর মিসবাহ উল হকের নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে তাদের সঙ্গে টেস্ট সিরিজে ঐতিহাসিক ড্র করে পাকিস্তান। হোম সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর ডু প্লেসিসের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা। এছাড়া তার নেতৃত্বেই দেশের মাটিতে অজিদের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা।

তবুও তাদের পেছনে ফেলে ইএসপিএন ক্রিকইনফোর ‘ক্যাপ্টেন অব দ্য ইয়ার’র পুরস্কার বগলদাবা করলেন বিরাট কোহলি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh