• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ধনী শহর হয়েও দুবাই কেন পানিতে তলিয়ে গেল
ভারী বৃষ্টি ও তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত বিশ্বের অন্যতম অত্যাধুনিক শহর দুবাই। যে শহর কৃত্রিম বৃষ্টি ঝরায়, সে শহরে আচমকা এমন বৃষ্টিতে স্তব্ধ বিশ্ববাসী। শহরটির বাসিন্দারা কখনও ভাবেনি প্রকৃতির এমন খেলায় নিজেদের হার মানতে হবে। দামি দামি সব গাড়ি এখন খেলনা গাড়ির মতো অথৈই জলে ভাসছে। থইথই পানিতেই প্লাস্টিকের নৌকা দিয়ে যাতায়াত করতে দেখা যায় শহরের বাসিন্দাদের। ভয়াবহ বন্যায় শহরটি বিদ্যুৎ, ইন্টারনেট ও পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনকি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে খ্যাত দুবাই বিমানবন্দরের শতশত ফ্লাইট বাতিল করা হয়। ৭৫ বছরে এমন বৃষ্টি দেখেনি আরব আমিরাতের মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্বের এই ধনী দেশটির জন্য এ বৃষ্টিপাত ঠিক কতটা অস্বাভাবিক ছিল বা এর কারণগুলো আসলে কী? এমন পরিস্থিতিতে নেটিজেনরা দাবি করছেন, কৃত্রিম বৃষ্টি ঝরাতে গিয়েই হয়তো এমন ভয়াবহ বন্যা ঘটিয়েছে দুবাই। বছরে গড়ে ১০০ মিলিমিটারের চেয়ে কম বৃষ্টিপাতের শহর দুবাই সাধারণত শুষ্ক থাকে। আর তাই পানির সংকট কমাতে প্রযুক্তির সাহায্যে কৃত্রিম বৃষ্টি ঝরানো হয়। এটি মূলত আকাশে মেঘ দেখা গেলে উড়োজাহাজ দিয়ে মেঘের উপর ছড়িয়ে দেওয়া হয় সিলভার আয়োডাইডের মতো ছোট ছোট কণা। এর ফলে খুব সহজেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তা বৃষ্টিতে পরিণত হয়। নেটিজেনরা কৃত্রিম বৃষ্টিকে দায়ী করলেও দেশটির আবহাওয়াবিদদের বড় অংশই এসব গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের দাবি, কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে বাতাসের সমস্ত জলীয় বাষ্পকে কাজে লাগানো হয়। এই প্রযুক্তি দিয়ে সারা বছরে ১০ থেকে ১৩ সেন্টিমিটার বৃষ্টি মেলে। কিন্তু সেখানে ২৪ ঘণ্টার কম সময়ে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। এদিকে ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে কৃত্রিম বৃষ্টি নামানোর বিমানগুলো মঙ্গলবার নয়, রোববার এবং সোমবার মোতায়েন করা হয়েছিল।  তবে জলে থৈ থৈ দুবাইকে ফের শুকনো করাও কঠিন। কারণ অত্যাধুনিক এ শহরে বিশাল বিশাল অট্টালিকা, পাঁচ তারকা হোটেলসহ বিলাসবহুল নানা স্থাপনা থাকলেও নেই  যথেষ্ট সংখ্যক নর্দমা।  শহরের কেন্দ্রে যেসব নর্দমা আছে তাতেও অল্প বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। আবার শহরের কোথাও সবুজের ছোঁয়া না থাকায় মাটি জল শুষে নেবে, তেমন পরিস্থিতিও নেই।  
২১ এপ্রিল ২০২৪, ১৪:২৪

কলকাতা শহর নিয়ে পরীমণির আবেগঘন পোস্ট
বর্তমানে কাজে নিয়মিত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। আর তাই ছেলেকে নিয়ে এখন কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।  কাজের পাশাপাশি নেটমাধ্যমেও বেশ সক্রিয় থাকেন পরীমণি। প্রায় সময়ই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। সেই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা শহর নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন পরীমণি।        শুক্রবার (২৯ মার্চ) রাতে ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন পরীমণি। ক্যাপশনে কলকাতা শহরে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছুতিএই নায়িকা। পাঠকদের সুবিধার জন্য পরীমণির পোস্টটি হুবহু তুলে ধরা হলো—  ‘এই তো আর কিছুদিন বাদেই নস্টালজিয়া হবো কলকাতা শহরে হলুদ ট্যাক্সি ছিল বলে। মনে হতো এগুলো এই শহরের গয়না। এত এত বছরের এই ট্রাম আর হলুদ ট্যাক্সি এভাবে দেয়ালেই ঝুলবে!’ পোস্টটি করা মাত্রই ২৭ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীমণির কমেন্টসবক্সে।     প্রসঙ্গত, স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণির দুনিয়া এখন রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সব। ছেলের সব দায়িত্বও পালন করছেন তিনি। কাজের বাইরে পুরো সময়টা ছেলেকেই দেন এই নায়িকা। রাজ্যর বাবা-মা বলতে এখন পরীমণিই। সংসার ভাঙার পর থেকে ছেলের দেখাশুনা একাই করছেন তিনি। 
৩০ মার্চ ২০২৪, ১১:৩৮

বিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা
বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা।  ঢাকার বায়ুদূষণের মাত্রাও বেড়েছে। শনিবার (৩০ মার্চ) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বলছে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থাতেই রয়েছে। তবে সবচেয়ে বেশি দূষণ থাইল্যাণ্ডের চিয়াং মাই শহরের বাতাসে। সকাল সাড়ে ৯টার দিকে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৭৩ স্কোর নিয়ে বায়ু দূষণের র্শীষে অবস্থান করছে থাইল্যাণ্ডের চিয়াং মাই শহর। ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। ১৪৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা অস্বাস্থ্যকর হিসেবেই বিবেচিত। প্রসঙ্গত, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই বিবেচিত হয় ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে সাধারণত একিউআই নির্ধারণ করা হয়। যেমন : বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
৩০ মার্চ ২০২৪, ১০:৩২

ইফতার করতে গিয়ে পরিচ্ছন্ন শহর নোংরা করল রাজশাহী জেলা আ.লীগ
পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহীর সুনাম দেশ-বিদেশে। সেই শহরের অলোকার মোড়ে ইফতারের আয়োজন করে স্থানটিকে রীতিমতো ভাগাড়ে পরিণত করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ।  রোববার (১৭ মার্চ) এ ইফতার অনুষ্ঠানের পর ওই এলাকার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। উঠেছে প্রতিবাদ আর নিন্দার ঝড়। ক্ষুব্ধ নগরবাসী জেলা আওয়ামী লীগের নেতাদের সমালোচনাও করছেন। এ দিকে রোজা শুরুর আগেই গত ফেব্রুয়ারি মাসে ইফতার পার্টি না করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা মাথায় রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এবার ইফতার পার্টি করছে না। তবে রাজশাহী জেলা আওয়ামী লীগ করেছে এর ব্যতিক্রম। রোববার বিকেলে নগরীর অলোকার মোড়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারা। ইফতার শেষে খাবারের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে পুরো অলোকার মোড় ও আশপাশের এলাকা নোংরা করা হয়েছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে ওই এলাকাজুড়ে। জেলা আওয়ামী লীগের এই কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নগরবাসী।   নগরবাসী বলছেন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি রাজশাহী নগরী। পরিচ্ছন্নতায় রাজশাহী নগরীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। শহর পরিচ্ছন্ন রাখতে রাজশাহী মহানগরবাসীও এখন অনেক সচেতন। নগরবাসী কেউ যত্রতত্র ময়লা-আবর্জনা ও কোন খাবারের প্যাকেট ফেলেন না। কিন্তু আজ নগরীর বাইরে থেকে এসে ইফতার মাহফিল আয়োজন করে শহর নোংরা করে যাওয়া হলো। ইফতারের প্যাকেট ও উচ্ছিষ্ট এভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে যাওয়া কোন সভ্য মানুষের কাজ হতে পারে না। এটি বহিরাগতদের পক্ষেই সম্ভব হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে, কারণ এই শহরের প্রতি তাদের কোনো ভালোবাসা ও দায়িত্ব নেই। বিশিষ্টজনরা আরও বলছেন, ইফতার আয়োজন যারা করেছেন, তাদের উচিত ছিল এলাকাটি পরিষ্কার করা। কিন্তু তারা তা না করে পুরো এলাকাটি নোংরা করে গেছেন। যিনি প্রধান অতিথি ছিলেন, তিনিও কিছু বলেননি। এখন ওই এলাকা দিয়ে চলাফেরা করা কষ্ট হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা দিনরাত পরিশ্রম করেন শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে। সেখানে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহরে এভাবে অপরিচ্ছন্ন ও নোংরা করে যাবে, এটি কাম্য হতে পারে না। শহর নোংরা করে তারা নিজেদের রুচি ও মানসিকতার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে ইফতারের আয়োজন এবং শহরকে এভাবে নোংরা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন। সেখানে তার দলের নেতাকর্মীরা ইফতারের আয়োজন করলেন। এটা গরিব মানুষের সঙ্গে তামাশা। জেলা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখাল। তারা যেভাবে শহর নোংরা করে গেলেন তা দুঃখজনক। অন্য কেউ করলে অপরাধ, এমপি-মন্ত্রীরা করলে অপরাধ নয় এটা তো হতে পারে না।’ জানতে চাইলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু বলেন, ‘প্রধানমন্ত্রী ইফতার পার্টি না করতে নির্দেশনা দিয়েছেন। আমাদের এটা ইফতার পার্টি ছিল না। আমাদের আলোচনা সভা ছিল। এর সঙ্গে নিজেরা ইফতার করেছি, কিছু বিতরণ করা হয়েছে।’ শহর নোংরা করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা নিজেরা লোক লাগিয়ে দিয়েছি। রাতের মধ্যেই আমরা পরিষ্কার করে ফেলব।’
১৮ মার্চ ২০২৪, ০১:৪৬

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী ঢাকার বাতাসের মান আজ ‘খুবই অস্বাস্থ্যকর’।  রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার পর ১৯০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। একইসময়ে ২২৫ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৪ ও ১৯০ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ও কলকাতা। এরপর যথাক্রমে ১৭১ স্কোর নিয়ে পাঁচ নম্বরে নেপালের কাঠমান্ডু ও একই স্কোর নিয়ে ভারতের কলকাতা ছয় নম্বরে আছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।  
১০ মার্চ ২০২৪, ০৯:৩৭

ধুলামুক্ত শহর গড়তে সড়কে হিলিবাসী
অসমাপ্ত রাস্তার কাজ দ্রুত বাস্তবায়ন ও ধুলামুক্ত হিলি চাই এ প্রতিপাদ্যে দিনাজপুরের হিলি বন্দর শহরকে ধুলামুক্ত শহর গড়তে সড়কে নেমেছে স্থানীয়রা। হাতে ঝাড়ু নিয়ে সড়কের ধুলা পরিষ্কার করছেন তারা। বায়ুদূষণ রোধ করতে তাদের এ অভিযান। শনিবার (২ মার্চ) সকাল ১০ টায় হিলি সিপি হতে একটি বিশাল র‍্যালি বের করে স্থানীয় সর্বস্তরের জনসাধারণ। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষীণ করে। এ সময় শহরকে ধুলামুক্ত করতে ঝাড়ু দিয়ে সড়কে থাকা ধুলাবালি পরিষ্কার করেন তারা।  ধুলামুক্ত অভিযানকারীরা বলেন, আমরা হিলিবাসী, আজ আমরা অসহায়, আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত। হিলিতে রয়েছে স্থলবন্দর, ইমিগ্রেশন চেকপোস্ট। বছরে কোটি কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে সরকার। কিন্তু আমাদের ভাগ্যের কোন উন্নয়ন নেই। সড়কের বেহাল দশা, অল্প বৃষ্টিতে কাঁদা আর হাঁটু পানি হয়। একটু রোদ হলে ধুলায় শহর অন্ধকারে ঢেকে যায়। লোকজন রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। স্কুল কলেজ শিক্ষার্থীদের ধুলা আর ময়লায় চলাচলে কষ্ট হয়।  তারা আরও বলেন, দীর্ঘদিন হিলির ফোরলেন সড়কের চলমান নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এই সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে আছে। খানাখন্দে ভরা রাস্তা আর ধুলায় রোগীরা হাসপাতালে যেতে পারে না। আমরা দেশের নাগরিক, সরকারের নিকট আমাদের দাবি দ্রুত সড়ক নির্মাণ কাজ শেষ করে, সুন্দর একটি শহর উপহার দিবেন। স্থানীয় রাসেল আহমেদ বলেন, হিলি স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর। এ বন্দর থেকে সরকার বছরে কয়েকশো কোটি টাকা রাজস্ব পেয়ে থাকেন। অথচ এই বন্দর সড়কের কোনো উন্নয়ন হচ্ছে না। ধুলাবালির শহর হিলি। আজ আমরা নিরুপায় হয়ে উপজেলার সকল জনগণ একত্রে হয়েছি, শহরকে ধুলামুক্ত করার জন্য। যতদিন শহরকে ধুলামুক্ত করতে না পারবো ততদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে।  
০২ মার্চ ২০২৪, ১৩:১৭

‘স্বাস্থ্যসেবা শুধু শহর কেন্দ্রিক নয়, গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে’
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্যসেবা শুধু শহর কেন্দ্রিক নয়, এর পরিধি একেবারে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেটাই চান। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা ইউনাইটেড কনভেনশন সেন্টারে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) গ্লোবাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ নিয়ে কাজ শুরু করেছি। আমাদের স্বাস্থ্যসেবার মান নিয়ে কাজ করতে হলে চিকিৎসকদের সুযোগ সুবিধাগুলোও ভাবতে হবে। নার্সদের নিয়ে আমাদের আরও পরিকল্পনা করতে হবে। আজকের এই আয়োজন প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া সরকারের কাজকে এগিয়ে নিতে সাহায্য করবে। ডা. সামন্ত লাল বলেন, চিকিৎসা প্রশিক্ষণার্থী বিনিময় কর্মসূচির মতো উদ্যোগগুলো শুধু আন্তঃসাংস্কৃতিক শিক্ষাকে উৎসাহিত করবে না বরং দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সম্মিলিত অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করবে। দেশে এবং দেশের বাইরে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য এ ধরনের কর্মকাণ্ড সত্যিই অনুপ্রেরণাদায়ক। এ ধরণের প্রোগ্রামে তৃণমূলের চিকিৎসকদের যুক্ত করতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে নার্সদের গুরুত্ব অপরিসীম। চিকিৎসকদের পাশাপাশি তাদের নিয়েও এ ধরনের প্রোগ্রাম আয়োজন করা যায়।  এ সময় আরও বক্তব্য দেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান, বিসিপিএস সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ডা. মোহাম্মদ ফয়জুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ।   অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার (পিএইচএ) ট্রাস্টি ডা. নাসির খান। এ ছাড়া রয়েল কলেজ অব ফিজিশিয়ানস লন্ডন, রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস এডিনবার্গ, রয়েল কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এর প্রেসিডেন্টরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সামিট-২০২৪ এ দুই হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও মেডিকেল শিক্ষার্থী অংশ নিচ্ছেন। স্পিকার হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৫০ জন চিকিৎসা বিজ্ঞানী এবং দেশের ১০০ জনেরও বেশি খ্যাতিমান চিকিৎসা বিশেষজ্ঞ। নয় দিনের সম্মেলনে থাকছে ৩০টির বেশি কোর্স এবং সাইন্টিফিক সেশন। দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত এই সম্মেলন শুধু বাংলাদেশেই নয়; দক্ষিণ এশিয়ায় প্রথম।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৯

যে কারণে বিশ্বের নবম ধীরগতির শহর ময়মনসিংহ নগরী
ময়মনসিংহ শহরকে তীব্র যানজটের নগরী বললে হয়তো ভুল বলা হবে না। ঘর থেকে বের হলেই চোখে পড়বে তীব্র যানজটে নাকাল শহরটির বাসিন্দারা। বিশেষ করে শহরের পাটগুদাম ব্রিজ মোড়, চরপাড়া মোড়, ত্রিশাল বাসস্ট্যান্ড, নতুনবাজার লেভেলক্রসিং, নতুনবাজার ট্রাফিক মোড়, সি কে ঘোষ রোড, মিন্টু কলেজ লেভেলক্রসিং, জিলা স্কুল মোড়, কাচারিপুকুর, দুর্গাবাড়ি মোড়, জুবিলি ঘাট ও কালীবাড়ি এলাকায় নিয়মিত তীব্র যানজটের দেখা পান এখানকার বাসিন্দারা। এই যানজটের কারণেই শহরটি বিশ্বের ধীরগতির শহরের তালিকায় রয়েছে নবম স্থানে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এমন তথ্য উঠে এসেছে।  জানা যায়, ১৫২টি দেশের ১ হাজার ২০০টির বেশি শহরে যান চলাচলের গতি বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি।  শহরের সচেতন নাগরিকরা বলছেন, রাস্তার তুলনায় অতিরিক্ত যানবাহনের চাপ, সেই সঙ্গে ট্রাফিক অব্যবস্থাপনার জন্যই ময়মনসিংহ নগরীর যানজট পরিস্থিতির সৃষ্টি হয়। এর জন্য সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন নাগরিকরা। তবে ট্রাফিক বিভাগ বলছে, ময়মনসিংহ সিটি করপোরেশনে অতিরিক্ত যানবাহনের চাপের জন্যই সৃষ্টি হচ্ছে এ যানজট। ট্রাফিক বিভাগের তথ্যমতে, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় প্রায় ১২ হাজার বৈধ রিকশা-অটোরিকশা চলাচল করছে। এ ছাড়াও অবৈধভাবে চলাচল করছে আরও কয়েক হাজার। এ বিষয়ে ময়মনসিংহ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, শহরের যানজট নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। বিশ্বের যেকোনো দেশে ট্রাফিক ব্যবস্থা সচল রাখার জন্য রাস্তার ৮০ ভাগ ফাঁকা থাকে এবং মাত্র ২০ ভাগ রাস্তায় যান চলাচল করে। আর ময়মনসিংহ নগরীর চিত্রটা ঠিক উল্টো। এখানে ৮০ ভাগ রাস্তায় যান চলাচল করছে আর মাত্র ২০ ভাগ রাস্তা ফাঁকা রয়েছে। রাস্তার তুলনায় এতো যানবাহন থাকায় যানজট পরিস্থির অবনতি ঘটছে বলে জানান ট্রাফিক ইন্সপেক্টর। যদিও ময়মনসিংহ সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র ইকরামুল হক টিটু বলেন, অনেক রিকশা-অটোরিকশাই অবৈধভাবে চলছে। যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাস্তার অবৈধ যান চলাচল বন্ধ করতে পারলে কিছুটা হলেও যানজট নিরসন করা সম্ভব। এ বিষয়ে জেলা নাগরিক আন্দোলনের নেতারা বলছেন, ময়মনসিংহ নগরীকে যানজট মুক্ত করতে হলে পরিকল্পিত নগরায়ন করতে হবে। এ ছাড়াও রাস্তাঘাট সম্প্রসারণের দিকেও সিটি করপোরেশনকে নজর দেয়ার জোর দেন নাগরিক আন্দোলনের নেতারা।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫১

১৫ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে
আজ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক  ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়। ঘটনাবলি: ৫৯০ – দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন। ৭০৬ – বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন। ১৭৬৪ – স্প্যানিশ লুসিয়ানায় (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়। ১৭৯৮ – রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়। ১৮৩৫ – আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহীত হয়। ১৮৬২ – আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে জেনারেল উলিসেস এস গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডেনেলসন আক্রমণ করেন। ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন ঘটে। জাপানের আক্রমণে ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এসময় প্রায় ৮০ হাজার ভারতীয়, ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান সেনা যুদ্ধবন্দি হয়। ১৯৮৯ – সোভিয়েত-আফগান যুদ্ধের পর আফগানিস্তান থেকে সব সৈনিক ফেরত এসেছে এই মর্মে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করে। জন্ম: ১৫৬৪ – গ্যালিলিও গ্যালিলি, ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী। ১৭১০ – পঞ্চদশ লুইস, ফ্রান্সের রাজা। ১৭৫৯ – ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক। ১৮২০ – সুসান বি. অ্যান্থনি, মার্কিন সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার আন্দোলন ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী। ১৮২৫ – কার্টার হ্যারিসন সিনিয়র, মার্কিন রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র। ১৮৬১ – আলফ্রেড নর্থ হোয়াইডহেড, ব্রিটিশ গণিতবিদ ও দার্শনিক। ১৮৭৪ – আর্নেস্ট শেকলটন, আইরিশ অভিযাত্রী। ১৯১৬ – শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল শিল্পী। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার ধলআশ্রম গ্রামে জন্ম নেন তিনি। ১৯২১ – রাধা কৃষ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক। ১৯৩৫ – সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা, নারীবাদী তাত্ত্বিক। ১৯৪০ – হামজা হাজ, ইন্দোনেশিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার নবম উপরাষ্ট্রপতি। মৃত্যু: ৭০৬ – লেওন্টিওস, বাইজেন্টাইন সম্রাট। ৭০৬ – তৃতীয় টাইবেরিয়াস, বাইজেন্টাইন সম্রাট। ১১৪৫ – দ্বিতীয় লুসিয়াস, পোপ। ১৮৪২ – আলফ্রেড মেনজিস, স্কটিশ শল্যচিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী। ১৮৬৯ – মির্জা গালিব, ভারতীয় কবি। ১৯৪৮ – সুভদ্রা কুমারি চৌহান, ভারতীয় কবি। ১৯৫৯ – ওয়েন উইলান্স রিচার্ডসন, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী। ১৯৮৮ – রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। ১৯৯৯ – হেনরি ওয়ে কেন্ডাল, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। ২০০২ – হাওয়ার্ড‌কে স্মিথ, মার্কিন সাংবাদিক ও অভিনেতা।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫১

বিশ্বে সবচেয়ে দূষিত শহর কলকাতা, দ্বিতীয় ঢাকা
বিশ্বে জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দিনদিন বেড়েই চলছে বায়ুদূষণ। ঢাকা বিশ্বের অন্যতম দূষিত বাতাসের শহর। অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে মেগাসিটি ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা ভারতের কলকাতা শহরের বাতাসের অবস্থা আরও ভয়াবহ। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ২৪১ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা, যা খুব অস্বাস্থ্যকার হিসেবে বিবেচিত। এ ছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৬৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে কলকাতা শহর। আর ২৪০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই, ২০৮ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে দেশটির রাজধানী দিল্লি এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৯৮। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়