• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও সতর্ক হওয়ার আহ্বান’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মাসুদ উদ্দীন চৌধুরী। তিনি বলেন, এমন কোনো জায়গা নেই যেখানে দ্রব্যমূল্য নিয়ে আলোচনা হচ্ছে না। সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।  মাসুদ উদ্দীন চৌধুরী বলেন, কয়েকদিন আগেও বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, মূল্য নিয়ন্ত্রণে অনেকগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বাজারে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। রেজাল্ট না পেলে এ সব পরিকল্পনার কি মূল্য আছে? সিন্ডিকেটের মাধ্যমে যে ক্ষতি হচ্ছে তা থেকে পরিত্রাণ পেতে হবে।  তিনি বলেন, ব্যাংক খাতে অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি এবং দায়বদ্ধতার অভাব বাংলাদেশের অর্থনীতির সমার্থক হয়ে দাঁড়িয়েছে। হলমার্ক, বেসিক ব্যাংক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত হয়নি। হওয়ার কোনো লক্ষণও নেই। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষ কীভাবে ব্যাংকিং খাতের ওপর আস্থা রাখবে? পিপলস লিজিংয়ে হাজার হাজার মানুষ সরকার ও বাংলাদেশ ব্যাংকে বিশ্বাস করে টাকা রেখেছে। গত কয়েকবছর ধরে তারা টাকা ফেরত দিতে পারছে না। মানুষ যদি সরকারি ব্যাংকে বিশ্বাস রাখতে না পারে তাহলে কোথায় যাবে?  তিনি আরও বলেন, এখন অনেক ব্যাংক আছে চেক নিয়ে গেলে বলে দুই ঘণ্টা পর আসেন, কাল-পরশু আসেন। তারা টাকা দিতে পারে না। এই অবস্থা কতদিন বিরাজ করবে? এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করছি।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৪

মাসুদ রানা হয়ে আসছেন অনন্ত জলিল
এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার বড় পর্দায় মাসুদ রানা হয়ে আসছেন এই অভিনেতা। সিনেমার নাম অপারেশন চিতা।  জানা গেছে, দেশ বরেণ্য লেখক প্রয়াত কাজি আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের ‘অপারেশন চিতা’ এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ নিজেই।  বুধবার (৩১ জানুয়ারি) রাতে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে ‘অপারেশন চিতা’র আনুষ্ঠানিক মহরত। বরাবরের মতোই এই সিনেমাতেও জুটি বাঁধছেন অনন্ত-বর্ষা। মহরতের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিনেমার প্রধান এই দুই অভিনয়শিল্পী। মূলত মিয়ানমারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটিতে শুটিং করা সম্ভব নয়। তাই শুটিংয়ের জন্য থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামকে বেছে নেওয়া হয়েছে। আগামী মে থেকে শুরু হবে সিনেমার শুটিং। ৩০ টিরও বেশি দেশে বাংলা এবং ইংরেজি ভাষায় মুক্তি পাবে অনন্ত-বর্ষার ‘অপারেশন চিতা’। 
৩১ জানুয়ারি ২০২৪, ২০:০৩

মাশরাফীর নির্বাচনী প্রচারণায় গিনেজ রেকর্ডধারী মাসুদ
মাথার ওপর ফুটবল রেখে বিভিন্ন অঙ্গভঙ্গিতে মোটরসাইকেল চালিয়ে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার প্রচারণা চালাচ্ছেন মাসুদ রানা। ম্যাশকে ভালোবেসে ঢাকা থেকে তার (মাশরাফী) নির্বাচনী প্রচারণার জন্য নড়াইলে ছুটে এসেছেন তিনি। ফুটবল মানবখ্যাত মাসুদ রানা খুলনার ডুমুরিয়া উপজেলার বরুরা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। ফুটবল মাথায় রেখে গিনেজ বুকে নাম তুলেছেন মাসুদ। ১৯৮৬ সালে ম্যারাডোনার খেলা দেখেই ফুটবল নিয়ে চর্চা শুরু করেন তিনি।  ফুটবল মাথায় রেখে ৫০ মিটার সাঁতার কেটে ৯০ সেকেন্ডে রেকর্ড সৃষ্টি করে গিনেজ বুকে নাম তুলেন তিনি। ৪৪ সেকেন্ড ৯৫ পয়েন্টে নির্ধারিত স্থানে পৌঁছান তিনি।  সোমবার (১ জানুয়ারি) মাশরাফীর প্রচারণার জন্যে ঢাকা থেকে নড়াইলে এসেছেন মাসুদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তাকে (মাশরাফী) ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।  নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রগুনাথপুর গ্রামে মাশরাফীর ভোটের প্রচারণায় মাসুদের দেখা মেলে। হঠাৎ করেই মাথার উপর ফুটবল রেখে মোটরসাইকেল চালিয়ে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় উৎসুক জনতা মাসুদ রানাকে ঘিরে ধরে। সেখানে উপস্থিত জনতার কাছে নৌকায় ভোট চেয়ে সবাইকে নেচে গেয়ে আনন্দ দেন তিনি।
০২ জানুয়ারি ২০২৪, ২৩:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়