• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
জালে ধরা পড়ল ৩ মণ ওজনের চারটি পাখি মাছ
বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৫৫) নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩ মণ ওজনের ৪টি পাখি মাছ।  মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে এসব মাছ পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় বড় সাইজের এ মাছগুলো একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।  উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সুমন মৃধা নামের এক মাছ ব্যবসায়ী মাছগুলো সাড়ে ৭ হাজার টাকা কিনে নেন। গত শনিবার সূর্য মাঝি ১৯ জেলেসহ আল্লাহর দোয়া-১ নামের একটি ট্রলার নিয়ে চট্রগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছ চারটি ধরা পড়ে। আল্লাহর দোয়া-১ ট্রলারের মাঝি সূর্য মিয়া বলেন, আমরা মূলত এ গোলপাতা মাছ (পাখি মাছ) ধরার জন্য সমুদ্রে জাল ফেলি না। এ মাছগুলো ইলিশ মাছের জালে জড়িয়ে ধরা পড়ে। দেশে এ মাছের চাহিদা কম থাকায় ভালো দাম পাওয়া যায় না। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি নয়। আশা করছি আরও বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে। 
০২ এপ্রিল ২০২৪, ১৯:০২

চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ অন্যান্য মাছ জব্দ
নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনকালে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার হাজার ২০৫০ কেজি (১০৬.২৫ মণ) ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (৩০ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার (২৯ মার্চ) রাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর হাইমচর ইশানবালা নামক স্থান থেকে চার হাজার ২৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করে। তিনি আরও বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা মাছগুলো চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরীব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। জব্দ ট্রলার চাঁদপুর মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩০ মার্চ ২০২৪, ১৫:১৯

মেঘনা থেকে ৭০ মণ জাটকা জব্দ 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বোরোচর এলাকা থেকে ২ হাজার ৮০০ কেজি (৭০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১৮ মার্চ) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরোচর এলাকায় ৩টি কাঠের ট্রলার থেকে এসব জাটকা জব্দ করেন। তবে জাটকার মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিক এসবি সাত্তারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব, অসহায় ও দুস্থদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।
১৮ মার্চ ২০২৪, ২০:২০

চাঁদপুরে ১২৭ মণ ইলিশসহ জাটকা জব্দ 
চাঁদপুরে কাঠের ট্রলারে পাচারকালে ৫ হাজার ১০০ কেজি (১২৭.৫ মণ) ইলিশসহ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচর চরভৈরবী এলাকা দিয়ে কাঠের ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় এসব ইলিশসহ জাটকা জব্দ করা হয়েছে।  বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে কালীগঞ্জ থেকে আসা ঢাকাগামী কাঠের ট্রলারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ট্রলারে থাকা ৪৭০০ কেজি ইলিশ ও ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে ইলিশ ও জাটকার মালিক হিসেবে কেউ দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুপুরে এসব ইলিশ ও জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এর চিফ পেটি অফিসার এম. শফিকুর রহমান ও কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।
১৪ মার্চ ২০২৪, ১১:৪২

৯০ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ 
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় খুলনা থেকে চট্টগ্রামগামী বাস থেকে তিন হাজার ৬শ’ কেজি (৯০ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। শনিবার মধ্য রাত থেকে রোববার (৩ মার্চ) ভোর পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চাঁদপুর যৌথ অভিযান পরিচালনা করে এসব চিংড়ি জব্দ করে। এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তিনি বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে হরিণা ফেরিঘাট অঞ্চলে যাত্রীবাহী বাস থেকে ৩ হাজার ৬০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। তবে চিংড়ির মালিক দাবি করা কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি। অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, ক্ষেত্র সহকারী মো. মোশারফ হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
০৩ মার্চ ২০২৪, ২২:৪৮

মুন্সিগঞ্জে ৩৫ মণ জাটকা জব্দ
মুন্সিগঞ্জের সদর উপজেলায় মাছের আড়তে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সদরের রিকাবীবাজারে বিভিন্ন মাছের দোকানে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।  মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকাগুলো বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্টরা। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন মাছের আড়তে যৌথভাবে এই অভিযান চালায় উপজেলা মৎস কার্যালয় ও নৌ পুলিশ।   সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান জানান, আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে এমন খবরে ওই বাজারে অভিযান চালান তারা। এসময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় জাটকা ব্যবসায়ীরা।  বিভিন্ন দোকান থেকে জব্দ করা ৩৫ মণ জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয়। ইলিশ রক্ষায় এই ধরনের অভিযান চলবে বলেও জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান। তিনি আরও জানান, জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। 
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩

চাঁদপুরে ১১২ মণ জাটকা জব্দ, আটক ৪০
মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১২ মণ জাটকা জব্দ করেছে চাঁদপুর নৌপুলিশ। এ সময় ৭টি অটোরিকশাসহ মোট ৪০ জনকে আটক করেছে তারা।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর নৌ-থানার মোহনপুর এলাকায় দুস্থ, অসহায়দের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয়। এ ছাড়াও একটি এতিমখানাতেও জাটকা দান করা হয়। জানা যায়, বুধবার ভোরে বরিশালের মুলাদী থেকে ঢাকায় যাওয়ার পথে মর্ডান সান লঞ্চ ও মতলবের মোহনপুর এলাকায় সাতটি অটোরিকশায় জাটকা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, জাটকা অভিযানের দ্বিতীয় ক্যাম্পিং অভিযান শেষ হয়েছে মঙ্গলবার। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর অঞ্চলে অভিযান চালিয়ে চাঁদপুর লঞ্চঘাটে ৫০ মণ ও মোহনপুরে ৬২ মণ জাটকা জব্দ করা হয়। এ ছাড়া পরিবহনে ব্যবহৃত মোহনপুরে সাত অটোরিকশা জব্দ ও সাত চালকসহ পৃথক স্থানে মোট ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জাটকা অভিযান ও জাটকা বিতরণকালে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৯

চাঁদপুরে মেঘনায় ট্রলার থেকে ৮৫ মণ জাটকা জব্দ
চাঁদপুরের হাইমচর ঈশানবালা কাঠবডি ট্রলারে থাকা ৮৫ মণ (৩৪০০ কেজি) জাটকা জব্দ করেছে জেলা টাস্কফোর্স। তবে এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কোস্টগার্ড স্টেশনে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীর উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় জব্দকৃত জাটকা মাছগুলো বিতরণ করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, চাঁদপুর জেলা টাস্কফোর্স সদস্যরা রোববার বিকেলে মেঘনা নদীতে অভিযানে বের হয়। তারমধ্যে একটি দল মেঘনা মোহনা এলাকায় অভিযান চালায়। সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার হিজলা থানা থেকে জাটকাবোঝাই ট্রলারটি হাইমচর ইশানবালার দিকে যাওয়ার সময় আটক করা হয়। পরে ট্রলারসহ জাটকাগুলো জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসা হয়। ট্রলারে থাকা জাটকার মালিক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
১৫ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯

এক জালে মিলল ৯২ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারে ধরা পড়েছে ৯২ মণ ইলিশ।  বুধবার (১০ জানুয়ারি) বিকেলে এসব মাছ মহিপুরের ঝুমুর এন্ড বাদ্রার্স নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় ২০ লাখ ২৪ হাজার টাকায়। এর আগে মঙ্গলবার পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার দূরে মাছগুলো ধরা পড়ে। শীত মৌসুমে দীর্ঘদিন পর এই জেলের জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় খুশি জেলে ও ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আসা ‘এফবি মা জননী’ নামের ট্রলারের জেলে ফরিদ মাঝি বলেন, আটদিন আগে আমরা ১৭ জন জেলে মাছ ধরতে সাগরে যাই। প্রথম দিকে তেমন একটা মাছ পাচ্ছিলাম না, অনেকটা হতাশা নিয়েই সাগরে জাল ফেলছিলাম। এইভাবে আরও গভীর সাগরে পায়রা বন্দর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে যাই। সেখানে আমরা অল্পকিছু মাছ পাই। পরের দিন আরও একটু গভীরে গিয়ে জাল ফেলার পর সেখানে আমাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরে। ট্রলার বোঝাই হয়ে গেলে তখন আমরা ঘাটের দিকে ফিরে আসি। এফবি মা জননী ট্রলারের মালিক শহীদ কোম্পানী বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুণতে হচ্ছিল। তার মধ্যে এই শীত মৌসুমে এতো পরিমাণে ইলিশ ধরা পড়বে সেটা কল্পনাও করতে পারি নি। এই মাছ বিক্রি করে আগের সব লোকসান কাটিয়ে উঠতে পারবো। ৯২ মণ ইলিশ আমি ২২ হাজার টাকা মণ দরে বিক্রি করেছি। শীত মৌসুমে এর আগে আর কখনো এত ইলিশ আমরা পাই নি।  মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, শীতের মৌসুমে এমনিতেই আমাদের তেমন একটা মাছের দেখা মিলেনা। এরমধ্যে হঠাৎ এতগুলো মাছ নিয়ে ঘাটে আসায় অন্য জেলেরাও উৎসাহ পেয়েছে। জেলেদের এই উৎসাহ সারা বছর থাকলে আমরা ব্যবসায়ীরাও লাভবান হব। আশা করি সমুদ্রে থাকা সব জেলারাই ভালো মাছ পাবেন। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সাগরে যদি জেলেরা জাল ফেলেন তাহলে আরও বেশি মাছ ধরা পড়বে। এছাড়া ফেরুয়ারি এবং মার্চ মাসে জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তে পারে। জেলের জালে এত ইলিশই বলে দিচ্ছে সমুদ্রে মা ইলিশ রক্ষায় বছরে দুই বার নিষেধাজ্ঞা সফলভাবে সম্পন্ন হয়েছে।  
১১ জানুয়ারি ২০২৪, ০১:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়