• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাতে পাকিস্তানের নতুন প্রস্তাব
এশিয়া কাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা নিয়ে দোটানায় পড়েছে পাকিস্তান। যার মূল কারণ, দেশটিতে গিয়ে ভারতের খেলতে না চাওয়া। তবে কোহলিদের পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স খেলা নিশ্চিত করতে ভারতকে নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের সব ম্যাচ লাহোরের এক ভেন্যুতেই আয়োজন করতে চায় পিসিবি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। কয়েক দিন আগেই বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছিল এশিয়া কাপের মতো এই টুর্নামেন্টও হাইব্রিড মডেলে খেলতে চায় ভারত। আর এটি কিছুতেই হতে দিতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কয়েকদিন আগে তারা আইসিসিকে তিনটি ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা জানিয়েছিল পাকিস্তান। নিরাপত্তার স্বার্থে এবার তারা ভারতের সব ম্যাচ কেবল লাহোরেই আয়োজন করতে চায়। একই শহরে হবে টুর্নামেন্টটির ফাইনালও। ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এক শহরে ভারতের ম্যাচ আয়োজন করলে, লজিস্টিকস এবং ভ্রমণকেন্দ্রিক নিরাপত্তাজনিত মাথাব্যথা কমে যায় পিসিবির।  এ ছাড়াও লাহোর শহরের অবস্থান ভারত-পাকিস্তানে ওয়াগাহ সীমান্ত ক্রসিংয়ের কাছাকাছি জায়গায়। আর এর মাধ্যমে সহজেই ভারতীয় দর্শকরা দেশটিতে প্রবেশের সুযোগ থাকছে।    পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি চলতি সপ্তাহের শুরুতে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি খসড়া পাঠিয়েছিলেন। যেখানে তিনি  জানান, টুর্নামেন্টটি আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে আয়োজন করা হতে পারে। তবে সিদ্ধান্ত হবে প্রতিযোগী আটটি দেশের আলোচনার ভিত্তিতে।  এর মাঝে আবার ভারত সেখানে খেলবে কি খেলবে না তারও নিশ্চয়তা চেয়েছে পিসিবি। ২০০৮ এশিয়া কাপের পর থেকে আর কোনো ভারতীয় দল পাকিস্তানে সফর করেনি। ওই বছরই মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে ক্রমাগত।  গত মঙ্গলবার করাচিতে আশাবাদী হয়ে পিসিবি সভাপতি নাকভি জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আট দলের সবাই পাকিস্তানে সফর করবে। যেখানে তিনি ভারতের খেলতে না চাওয়ার কোনো নেই বলেও উল্লেখ করেন।  পাকিস্তান এই টুর্নামেন্টটি আয়োজনে খুব মরিয়া, কারণ ১৯৯৬ বিশ্বকাপের পর আর কোনো আইসিসির ইভেন্ট আয়োজন হয়নি দেশটিতে।  এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কান দলের ওপর আরেক সন্ত্রাসী হামলার ঘটনায় ২০১১ ওয়ানডে বিশ্বকাপও সরিয়ে নেওয়া হয় পাকিস্তান থেকে। এরপর দেশটিতে ৬ বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়নি।পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে বাবর আজমদের দেশে। যেখানে এরই মাঝে ভারত বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া প্রায় দেশই আলাদাভাবে সিরিজ খেলতে গিয়েছে। এর আগে সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছিল ২০১৭ সালে। যেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। 
০২ মে ২০২৪, ১০:৩৫

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি পাকিস্তানের
লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি— এই ৩ ভেন্যুতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য আইসিসির কাছে প্রাথমিকভাবে সময়সূচি জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে বৈশ্বিক এই টুর্নামেন্টের নবম আসর বসবে পাকিস্তানে। আর সবকিছু ঠিকঠাক থাকলে ৩০ বছরের মধ্যে প্রথমবার আইসিসির কোনো ইভেন্ট পাকিস্তানে আয়োজন করা হবে। এবার হাইব্রিড মডেলে না হেঁটে ভারতের সব ম্যাচ পাকিস্তানের মাটিতে রেখেই সূচি বানিয়েছে পিসিবি। তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কেননা, পাকিস্তানে দল পাঠাতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগবে বিসিসিআইয়ের। এর আগে, গত বছর ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে আয়োজক পাকিস্তানের বাইরে বেশ কিছু ম্যাচ আয়োজন করা হয়। এর মধ্যে ভারতের সবকটি ম্যাচই পাকিস্তানের বাইরে ছিল। এবার পিসিবির আয়োজনে ভারত অনীহা জানালে ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাও নানান জল্পনা-কল্পনা থাকছে।  এদিকে পিসিবি আশাবাদী, পাকিস্তানের মাটিতেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ। এভাবে পরিকল্পনা নিয়েই প্রস্তুতি নিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। সম্প্রতি করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে এসেছিল আইসিসি নিরাপত্তা দল। ভেন্যুগুলোর সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক অবস্থায় সন্তোষ প্রকাশ করে তারা। এক সংবাদ সম্মেলনে পিসিবির চেয়ারম্যান মহসিন নকভির ভাষ্য, আমরা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি পুরোপুরি চাই। ইতিমধ্যে আইসিসির কাছে সূচি জমা দিয়েছি। আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসেছিল এবং তারা ব্যবস্থাপনা নিয়ে খুব খুশি ছিল।
২৯ এপ্রিল ২০২৪, ১৭:৪২

ভারতকে খুশি করতেই ইফতার পার্টিতে হামলা : রিজভী
‘পার্শ্ববর্তী দেশকে (ভারত) খুশি করার জন্য ছাত্রলীগ ইফতার পার্টিতে হামলা করেছে’ বলে অভিযোগ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। শনিবার (১৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়ে বলানো হলো ইফতার পার্টি করা যাবে না। এরপর ছাত্রলীগকে দিয়ে হামলা চালানো হলো। রমজানে ইফতার পার্টি না দেওয়া হলেও সবাই একসঙ্গে বসে ইফতার করতে চায়, সেখানেও রক্ত ঝরিয়েছে ছাত্রলীগ। এটি সরকার করিয়েছে। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা। অথচ, আওয়ামী লীগ নেতারা শত কোটি টাকার মালিক। ওদের তো খেজুর কিনতে অসুবিধা হয় না, ওরা ফাইভ স্টারের খাবার নিয়ে বাড়ি বসে আছেন। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ বেগুনির বদলে কুমড়া খেতে বলেছিল, কাঁঠালের বার্গার খেতে বলেছিল। এখন হয়তো বলতে পারে লেবুর দাম বেশি, সবাই জলপাইয়ের জুস খান অথবা কামরাঙ্গার জুস খান। এ সময় বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের লোক আছে বলেই সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।  মানববন্ধনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেকেই উপিস্থিত ছিলেন।
১৬ মার্চ ২০২৪, ১৬:১৯

ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশের
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময় শেষেও ১-১ গোলের সমতায় ছিল ফাইনাল ম্যাচ। এরপর টাইব্রেকারে ৩-২ গোলে ভারতকে হারিয়ে শিরোপার স্বাদ নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার (১০ মার্চ) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ভারত। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে বাংলাদেশ।  পিছিয়ে থেকে বিরতিতে গেলেও ম্যাচের ৭০তম মিনিটে মৌমিতার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর আর কোনো গোল না হলে টাইব্রেকারে গড়ায় ফাইনালের ভাগ্য।  টাইব্রেকারের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। লাল-সবুজের অন্যতম ভরসা সুরভীর শট বামপাশে ঝাপিয়ে পড়ে ফিরিয়ে দেন ভারতীয় গোলরক্ষক। অন্যদিকে প্রথম শট থেকেই গোল আদায় করে নেয় ভারতীয় দল। তবে ভারতের দ্বিতীয় ও তৃতীয় শট টানা সেভ করে বাংলাদেশকে নিরাপদে রাখেন ইয়ারজান বেগম। মূলত তিনি শিরোপা জয়ের নায়ক। পাঁচটি শটের মধ্যে তিনটিই সেভ করেন তিনি। বিশেষ করে ভারতের শেষ শট রুখে দিয়ে লাল-সবুজ শিবিরকে শিরোপা উল্লাসে মাতিয়েছেন ইয়ারজান। অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে গোলরক্ষক পরিবর্তন করেন ভারতীয় কোচ। এতেই বাড়তি সুবিধা পায় দলটি। আর ভারত প্রথমে শট নেওয়ায় আরেকটু বিপাকে পড়ে বাংলার বাঘিনীরা। টাইব্রেকারে মারিয়াম ও থুইনি মারমার গোলে ২-১ ব্যবধানে লিড নেয় বাংলাদেশ। তবে চতুর্থ শটে সমতায় ফেরে ভারত। টাইটান উত্তেজনায় রূপ নেওয়া ফাইনালের ফল আসে পঞ্চম শটে। শেষ শটে সাথী মুন্ডার গোল আর গোলরক্ষকের সেভে ৩-২ স্কোরলাইনে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এর আগে, গত ফেব্রুয়ারিতে ঢাকায় কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ ও ভারত। ওই ম্যাচেও নির্ধারিত সময়ে ১-১ ছিল স্কোরলাইন। এরপর টাইব্রেকারে ১১টি করে গোল করে দুই দলই। এরপর ম্যাচ কমিশনারের নিয়ম-বর্হিভূত টস নাটকীয়তা শেষে যুগ্ম শিরোপা ঘোষণা করে সাফ।
১০ মার্চ ২০২৪, ১৮:০৬

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে নেপালের আনফা স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে সাইফুল বারী টিটুর শিষ্যরা। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লাল-সবুজেরা। সমান ম্যাচে নেপাল ও ভারতের পয়েন্ট তিন। অন্যদিকে টানা দুই হারের আসর থেকে ছিটকে গেছে ভুটান।  নেপাল ও ভারতের মধ্যকার ম্যাচে জয়ী দল আগামী ১০ মার্চ ফাইনালে বাংলাদেশের সঙ্গী হবে। তবে ড্রয়ে ভিন্ন হতে পারে হিসাব-নিকাশ। যে কারণে শুক্রবার (৮ মার্চ) আনুষ্ঠানিকতার ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাঘিনীরা। এদিন আলপি আক্তারের গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রথমার্ধে এগিয়ে থেকেই খেলা শেষ করে প্রীতি-অর্পিতারা। বিরতি থেকে ফিরে ৫৪তম মিনিটে আনুশকা কুমারীর গোলে সমতায় ফেরে ভারত। তবে ম্যাচের ৭৮তম মিনিটে ফের এগিয়ে যায় লাল-সবুজেরা। প্লেসিং শটে ভারতের গোলরক্ষক মুনি কুমারীকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন সুরভী আক্তার প্রীতি। শেষ মুহূর্তে আরও একবার জালের দেখা পায় বাঘিনীরা। ম্যাচের ৯০তম মিনিটে আলতো টোকায় বল জালে জড়িয়ে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
০৫ মার্চ ২০২৪, ১৮:০৪

ভারতকে পেঁয়াজ-চিনি রপ্তানি বাড়াতে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, রমজানের আগে বাংলাদেশে ২০ হাজার টন পেঁয়াজ এবং ১০ হাজার টন চিনি রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে ভারত। তবে এটাকে বাড়িয়ে ৫০ হাজার টন পেঁয়াজ এবং চিনি ১ লাখ টন করার জন্য দিল্লিকে অনুরোধ করেছি। সোমবার (১২ ফেব্রুয়ারি) দিল্লি সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অনেক ভোগ্যপণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল। বিশেষ করে, পেঁয়াজ, চিনি, ডাল এবং মসলা জাতীয় কিছু পণ্য। ভারতের বাণিজ্যমন্ত্রীর পীযূষ গয়ালের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। তিনি বলেন, আমি ভারতের বাণিজ্যমন্ত্রীকে বলেছি, এসব ভোগ্যপণ্যে যেন বিশেষ কোটা নির্ধারণ করে দেওয়া হয়। যাতে কমপক্ষে আমরা তাদের থেকে সঠিক মূল্যে এবং আমাদের প্রয়োজনে ইমপোর্ট করতে পারি। কমপক্ষে এটুকু সুবিধা যেন তাদের থেকে নিতে পারি। ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই মিয়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে। মিয়ানমারে যদি কোনো কিছুর উদ্রেক ঘটে, তাহলে সেটি আমাদের যেমন ক্ষতিগ্রস্ত করে, উদ্বিগ্ন করে, তাদেরও উদ্বিগ্ন করে। দুই দেশের উদ্বেগ তাদের প্রতিবেশী নিয়ে। সুতরাং, আমাদের একসঙ্গে কাজ করার অনেক বিষয় আছে। আমরা ওই বিষয়গুলো নিয়ে কাজের বিষয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, রাখাইনে সংঘাতের কারণে সীমান্তে কিছুটা নিরাপত্তা সমস্যা তৈরি হয়েছে। আমাদের অভ্যন্তরে তাদের শেল এসে পড়েছে এবং ২ জন মানুষ নিহত হয়েছে। এটি অগ্রহণযোগ্য। পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্য যারা বাংলাদেশে পালিয়ে এসেছে, তাদের সবাইকে মিয়ানমার ফিরিয়ে নিয়ে যাবে এবং এটি খুব সহজ হবে।  
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫১

ফাইনালে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ের মিশনে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রানের পুঁজি দাঁড় করিয়েছে অজিরা। তাই শিরোপা ধরে রাখতে ভারতকে ২৫৪ রান করতে হবে। রোববার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় দলটি। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার স্যাম কন্টাস। দ্বিতীয় উইকেটে অধিনায়ক হাগ ওয়েবগেনকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেন আরেক ওপেনার হ্যারি ডিক্সন। তবে ইনিংসের ২১তম ওভারে নামান তিওয়ারির আউটসাইড ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন তিনি। সেখানে সহজ ক্যাচ লুফে নেন মুশের খান। এতে ৭৮ রানে ভাঙে এই জুটি। এরপর ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরেন অধিনায়কও। ৬৬ বলে ৪৮ রানে সাজঘরে ফেরেন ওয়েবগেন। ৫৬ বলে ৪২ রানে ফেরেন ডিক্সনও। চতুর্থ উইকেটে হার্জাস সিংয়ের সঙ্গে ৬৬ রানের জুটি করেন হিক্স। উইকেট থিতু হয়ে দুর্দান্ত হাফ-সেঞ্চুরিও তুলে নেন হার্জাস। প্যাভিলিয়নে ফেরার আগে ৩ চার ও ৩ ছক্কায় খেলেন ৫৫ রানের কার্যকরী এক ইনিংস। অন্যদিকে ২৫ বলে ২০ রানে ফেরেন হিক্স। শেষ দিকে ৪৩ বলে ৪৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেন ওলিভার পিকে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৫৩ রান তুলে অস্ট্রেলিয়া।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৩

ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের
নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাদের ওপর কোনও হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। জম্মু-কাশ্মীর সীমান্তে ভারতের সেনা বাড়ানোর ঘোষণার প্রতিক্রিয়ায় এ হুমকি দেন তিনি। খবর এনডিটিভির। সোমবার (৫ ফেব্রুয়ারি) লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনে যান পাকিস্তানের সেনাপ্রধান। সেখানে সীমান্তে দায়িত্ব পালনকারী সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এবং তাদের সাহসিকতারও প্রশংসা করেন। একইসঙ্গে তার কথায় উঠে আসে ভারত প্রসঙ্গ। এ সময় নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনা সদস্যদের ওপর কোনো হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেন তিনি। জেনারেল আসিম মুনির বলেন, সীমান্তের অপর পাশ থেকে যেকোনো আঘাত ঠেকিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত আছেন তারা।   কানাডায় শিখ নেতা হত্যা এবং যুক্তরাষ্ট্রে আরেক শিখ নেতা হত্যাচেষ্টার পরিকল্পনায় ভারতের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে মুনির আরও বলেন, ভারত সমর্থিত সন্ত্রাসীরা পাকিস্তানের নাগরিকদের টার্গেট করছে। তবে পাকিস্তান সেনাবাহিনী যেকোনো নাশকতার পরিকল্পনা রুখে দিতে প্রস্তুত।   এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর সীমান্তে ভারত নিজেদের সেনা সদস্য বাড়ানোর প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাপ্রধানের এমন বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।   কাশ্মীর সীমান্তে প্রায়ই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। ইসলামাবাদের বিরুদ্ধে অঞ্চলটিকে অশান্ত করার অভিযোগ দিল্লির বেশ পুরানো। সম্প্রতি হঠাৎ করেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় বাড়তি সেনা মোতায়েন করে ভারত। এর জের ধরে আবারো উত্তপ্ত হয়ে উঠছে অঞ্চলটি। এর আগে, বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলে পাকিস্তানের সঙ্গে ডি ফ্যাক্টো সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিগুণ করে ভারত। পশ্চিম সীমান্তের ওপার থেকে যেকেনো হামলার প্রচেষ্টাকে ব্যর্থ করতে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর এমন তৎপরতা অঞ্চলটিকে আরও উত্তেজনাকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।    
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১২

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। রোববার (৪ ফেব্রুয়ারি) কমলাপুরে ইনজুরি সময়ে সাগরিকার গোলে জয় পায় বাংলাদেশ। তবে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র ছিল।  প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে দুইবার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। লিগ পর্ব ও ফাইনালের জয় ছিল ১-০ গোলে। তিন বছর পর দ্বিতীয় আসরের লিগ পর্বে একই ব্যবধানে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শুরু থেকেই ম্যাচের চেষ্টা ছিল ড্রয়ের। ম্যাচ ড্র হলে ফাইনালের জন্য অপেক্ষা করতে হতো বাংলাদেশকে। ইনজুরি সময়ে আফঈদার বাড়ানো বল ধরে সাগরিকা গোলরক্ষকের পাশ দিয়ে বল পাঠিয়ে দেন ভারতের জালে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেরও জয় এনেছিলেন সাগরিকা। নেপালের বিপক্ষে ৩ গোলের মধ্যে ২ গোলই দিয়েছিলেন তিনি। টানা দুই ম্যাচ জয়ের নায়ক এই নারী ফুটবলার। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। ভারতের ৩। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভুটানের বিপক্ষে। ভারতের প্রতিপক্ষ নেপাল। ৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭

আমদানির জন্য ভারতকে পণ্যের তালিকা দেবে সরকার
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, জরুরি মুহূর্তে পেঁয়াজ, চিনি, আদা-রসুন ইত্যাদি আমদানি করতে ভারতের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি তালিকা দেবে সরকার। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু যেকোনো সংকটে আমাদের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান তিনি।  প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-দিল্লির মধ্যকার আমদানি-রপ্তানি পরিসংখ্যান তুলে ধরে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানানো হয়েছে। এ সময় সেভেন সিস্টার্সের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত করে বাংলাদেশের হস্তশিল্প, ইলেক্ট্রনিকস, পাটজাত ও চামড়াজাত পণ্য এবং খাদ্যপণ্য পণ্য প্রবেশের সুযোগ তৈরির অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে বর্ডার হাটগুলো সক্রিয় করা হবে। মৌলভীবাজারে একটি বর্ডার হাট যৌথভাবে উদ্বোধন সম্মত হয়েছেন ভারতীয় হাইকমিশনার। এ ছাড়া নতুন বর্ডার হাট চালুর লক্ষ্যে সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। এসময় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে  যোগাযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে উভয় দেশের পণ্য বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানি বাড়াতে ভারতে বেস্ট অব বাংলাদেশ প্রোডাক্ট এবং বাংলাদেশে বেস্ট অব ইন্ডিয়া প্রোডাক্ট শো আয়োজনের পরামর্শও দেন তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে তার প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
২৫ জানুয়ারি ২০২৪, ১৬:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়