• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
নিউইয়র্কে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’। সিনেমাটি নির্মাণ করেছেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার ইভান মনোয়ার।  কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন স্মরণে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ২০-২১ এপ্রিল আয়োজন করা হয়েছে এই চলচ্চিত্র উৎসব। প্যাসেঞ্জার প্রদর্শিত হবে ২১ এপ্রিল রবিবার স্থানীয় সময় সকাল ১১ টা ১০ মিনিটে। এই উৎসবে ঢাকা ও কলকাতায় শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল। এর মধ্যে থেকে নির্বাচিত সিনেমাগুলো প্রদর্শিত হবে। ঢাকা শহরে শাহাদাত-বিলকিসের প্রেম-বিশ্বাসঘাতকা এই শর্ট ফিল্মের মূল উপজীব্য। শর্ট ফিল্মটি প্রযোজনা করেছে প্যান্টাগন ফিল্মস। এতে শাহাদাত চরিত্রে অভিনয় করেছে মীর রাব্বি এবং বিলকিস চরিত্রে অভিনয় করেছে সাদিয়া মাহি। ‘প্যাসেঞ্জার’ ইতিমধ্যে ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নিয়েছে বেস্ট স্টোরি অ্যাওয়ার্ড এবং ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টে প্রদর্শিত হবার পর এটি দর্শক পপুলার চয়েজে ছিলো।  এছাড়াও আগামী ২ জুন থেকে লন্ডনে শুরু হওয়া ২৫তম রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টে প্রদর্শিত হতে যাচ্ছে 'প্যাসেঞ্জার'।
১৫ এপ্রিল ২০২৪, ১৪:০৫

সিনেভেসচার ফিল্ম ফেস্টিভ্যালে ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’
ভারতের চণ্ডীগড়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেভেসটার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নামের উৎসবটি শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে, চলবে ৩১ মার্চ পর্যন্ত। ভারতের সিনেভেসচার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (সিআইএফএফ) প্রথম সংস্করণের মোট ২০ টি প্রজেক্টের নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর রোমান্টিক চলচ্চিত্র 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি'।  সিনেমাটির নাম থেকে অনেক দর্শক প্রথমেই মনে করেছিলেন যে, এটি আত্মজীবনীমূলক কোনো সিনেমা। কিন্তু এটি আসলে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি নয়, প্রকৃতপক্ষে এটি হলো একটি স্মৃতিকথা বা মেমোয়্যার। সিআইএফএফ-এর তালিকায় রইয়েছে ১৭ টি ফিচার ও তিনটি সিরিজ। এদের মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিকভাবে ও দক্ষিণ এশিয়ায় প্রশংসা কুড়িয়েছে। তালিকায় আরও রয়েছে 'লিপস্টিক আন্ডার মাই বুরখা', 'দ্য ফোর্থ ডিরেকশন ইত্যাদি। আর সিরিজের মধ্যে অন্যতম হিস্টোরিক্যাল থ্রিলার 'দ্য ট্রায়াল'।  ফারুকীর সিনেমার নামটি আমাদের দেশে নতুন হলেও বিশ্বচলচ্চিত্রে এই নাম নতুন নয়। প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক,'সেভেন সামুরাই'–এর নির্মাতা অস্কারজয়ী আকিরা কুরোসাওয়ার আত্মজীবনীমূলক বই 'জিদেন নো অও মোনো'–এর ইংরেজি নাম হলো 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। ফারুকী সাহেবের সিনেমার নামের সঙ্গে আকিরার বইয়ের নামে হুবহু মিল লক্ষ করা যায়। হতে পারে, ফারুকী চলচ্চিত্রকার আকিরার আত্মজীবনীর নাম থেকে অনুপ্রাণিত হয়েই সিনেমার নাম 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি' রেখেছেন।
১৯ মার্চ ২০২৪, ২২:০৬

মৃত্যুর সংবাদ ছড়ানোর পর অভিনেত্রী বললেন ‘বেঁচে আছি’
সড়ক দুর্ঘটনায় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’র দ্বিতীয় সিজনের অভিনেত্রী আঁচল তিওয়ারিসহ নয়জনের প্রাণহানি ঘটেছে— এমন একটি খবর মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশ হয় ভারতীয় গণমাধ্যমগুলোতে। কিন্তু এক দিন পরই আঁচল নিজেই বললেন, ‘আমি বেঁচে আছি!’ সংবাদে জানানো হয়, বিহারের কাইমুরে সড়ক দুর্ঘটনায় গায়ক ছোটু পান্ডে এবং সিমরান শ্রীবাস্তব ও আঁচল তিওয়ারিসহ নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উঠে এলো নতুন তথ্য।  ভারতীয় গণমাধ্যমে মৃত্যুর খবরটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন আঁচল। নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন— ‘বেঁচে আছি’। ভুয়া মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছিল। জানা গেছে, ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একই নামে দুই মুখ। একজন অভিনেত্রী এবং অপরজন সংগীতশিল্পী ও অভিনেত্রী। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সড়ক দুর্ঘটনায় গায়িকা আঁচল তিওয়ারির মৃত্যু হয়। অন্যদিকে অভিনেত্রীর নামও আঁচল তিওয়ারি। দুজনের নাম এক হওয়ার কারণেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৩

মালয়েশিয়ায় বসতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
শতাধিক দেশের অংশগ্রহণে মালয়েশিয়ায় বসতে যাচ্ছে ‘কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড-২০২৪’। গত ২৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন কেএল আইফা'র চেয়ারম্যান টুংকু আজলান ইবনি সুলতান আবু বকর। উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে ৯৮টি দেশের ৩ হাজার ১৩৫ টি। চলতি বছরের ৭ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।   এবারের উৎসবে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া মিলেছে বলে জানান আয়োজকরা। তারা প্রত্যাশা করছেন সময়ের অন্যতম জনপ্রিয় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিণত হবে এই আয়োজন। প্রাথমিকভাবে ৯৮ টি দেশ অংশ নিলেও আরও অনেক দেশ অংশ নেবে বলেও প্রত্যাশা করেন আয়োজকরা। এ আয়োজনে সারা বিশ্বের তারকারাও উপস্থিত থাকবেন বলে জানান তারা। জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশসহ ১৬ টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর জি এম রাসেল রানা। তিনি বলেন, এটি একটি অসাধারণ আয়োজন যেখানে বাংলাদেশকে কান্ট্রি অব অনার হিসাবে সম্মানিত করা হয়েছে। এই আয়োজনে সম্পৃক্ত হয়ে বাংলাদেশ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে বার্তা পৌঁছানোর সুযোগ পাবে। বাংলাদেশকে কান্ট্রি অব অনার ঘোষণায় আয়োজকদের ধন্যবাদ জানান এ কূটনীতিক।       কেএল আইফা'র চেয়ারম্যান বলেন, সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতা ও তারকাদের ভালো কাজে উৎসাহিত করতে আমাদের এই আয়োজন। কুয়ালালামপুরকে আন্তর্জাতিক চলচ্চিত্রের নতুন ঠিকানা হিসাবে আমরা পরিচিত করাতে চাই বলে মন্তব্য করেন তিনি।   এবারের উৎসবে ফিচার ফিল্ম, টেলিভিশন নাটক, ডকুমেন্টরিস, শর্ট ফিল্ম এন্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে এসব ক্যাটাগরিতে আগ্রহীরা আগামী ৩১ মে ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। 
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০২

জয় পেয়ে যা বললেন চিত্রনায়িকা পলি
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা রিয়ানা রহমান পলি। ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। বর্তমানে অভিনয় থেকে দূরেই রয়েছেন পলি। রুপালি পর্দায় তাকে এখন দেখা না গেলেও চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে দেখা মেলে তার।  এদিকে সম্প্রতি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে অংশগ্রহণ করেছেন পলি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিএফডিসিতে অনুষ্ঠিতব্য এই সমিতির নির্বাচনে ২৪৬ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন তিনি। সভাপতি প্রার্থী কামাল মো. কিবরিয়া লিপুর প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন এই নায়িকা।   জানা গেছে, দেশের চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে ২৬৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সামসুল আলম। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী কামাল মো. কিবরিয়া লিপু পেয়েছেন ২০৪ ভোট। এদিকে জয়ে পেয়েই দেশের এক গণমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পলি। উচ্ছ্বসিত হয়ে চিত্রনায়িকা বলেন, এই অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারব না। টানটান উত্তেজনায় নির্বাচনটি হয়েছে। ভেবেছিলাম এমন হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় জয় পাব না। আমায় দোয়া এবং ভালোবাসায় রেখেছে ভোটাররা। এ জয়ে আমি অনেক খুশি। ভোটারদের প্রতি অফুরান্ত ভালোবাসা। এই এক বছর ভালো কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে। ভোটের আগে পলি বলেছিলেন, নির্বাচনে জয়ী হলে ক্লাবটির আরও উন্নয়ন করবেন। নিকেতন থেকে ক্লাব গুলশান-বনানীর মতো জায়গায় নেওয়ার পরিকল্পনার কথাও জানান। সেখানে আরও সুন্দর পরিবেশ এবং একটি বাড়ি নিয়ে পুরো ক্লাব সাজানোর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার স্থান এবং বড়দের জন্যও বিলিয়ার্ড খেলার স্থানও থাকবে।    এ ছাড়া বড় কনফারেন্স রুম এবং রেস্টুরেন্ট তো থাকবেই। সুযোগ পেলে রাতারাতি ক্লাবের পরিবর্তন আনতে চান পলি। নির্বাচনের আগে তার দেওয়া প্রতিশ্রুতিগুলো পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা। পলি বলেন, আমি লিপু ভাইয়ের প্যানেল থেকে নির্বাচন করেছি। কিন্তু সামসুল আলম ভাইয়ের প্রথম প্রযোজিত ও পরিচালিত সিনেমার নায়িকা আমি। তাদের দুজনেরই সিনেমা করেছি। মালাবদলের নির্বাচনে জয় পরাজয় থাকবেই। আলম ভাইয়ের প্রতি সম্মান ছিল, আছে ও থাকবে। আমরা একসঙ্গে মিলেমিশে ক্লাবটি আরও এগিয়ে নেব। আশা করছি, তারাও আমাকে সহযোগিতা করবেন। প্রসঙ্গত, শুক্রবার বিএফডিসিতে বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয় প্রযোজক সমিতির এই নির্বাচন।    
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫২

সাগর-রুনি হত্যাকাণ্ডের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’!
বর্তমান সময়ের অন্যতম দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফি।  এ পর্যন্ত তিনি যতগুলো সিনেমা বানিয়েছেন বলা যায় সবগুলোই হয়েছে আলোচিত। আবার তার সিনেমাগুলোর মধ্যে একটি কমন ফ্যাক্টরও আছে; তা হলো- সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ। যদিও মুক্তির আগে বরাবরই সেই বিষয়টি অস্বীকার করেন এই নির্মাতা। কিন্তু সিনেমা মুক্তির পর কারও আর বুঝতে বাকি থাকে না। তবে নির্মাণের মুন্সিয়ানায় পুরো বিষয়টি নিজের আয়ত্তে রেখে দেন, প্রশংসা কুড়িয়ে থাকেন ফুরফুরে মেজাজে। চলতি মাসেই আসছে রাফির নির্মাণে নতুন সিনেমা ‘অমীমাংসিত’। সোমবার (১২ ফেব্রুয়ারি) টিজার ছাড়া হয় অন্তর্জালে। দর্শক বলছে, এটিও সত্য ঘটনা অবলম্বনে বানিয়েছেন রাফি। কী সেই সত্য?  সোশ্যাল মিডিয়ায় দর্শকের কিছু মন্তব্য থেকে আঁচ করা যায়, তারা আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করছেন। একযুগ পেরিয়ে গেলেও সেই ঘটনার রহস্য এখনও উন্মোচিত হয়নি। তবে কি সেই অমীমাংসিত ঘটনাই পর্দায় তুলে আনছেন ‘পরাণ’ নির্মাতা? জবাব দিলেন না। বরাবরের মতো অপেক্ষা করতে বললেন দর্শককে; অর্থাৎ সিনেমাটি দেখলেই সব বোঝা যাবে। প্রকাশ্যে আসা ৪০ সেকেন্ডের টিজারে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়েছে। সেগুলো এরকম, খুনগুলো হয়েছে আনুমানিক রাত দেড়টা থেকে দুইটার মধ্যে। ধারণা করছি, এটা কোনো চুরি ডাকাতি কেস..., সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করেছে। আমার করার কী ছিল?, ওদের কেউ মারেনি। ওরা নিজেরাই নিজেদের খুন করেছে, এটা নিশ্চিত পরকীয়া কেস! না হলে সেদিন...। ওয়েব ফিল্মটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। তবে তাদের পেছনে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন; যাদের মুখে কালো কাপড় বাঁধা! তারা কারা? উত্তর মিলবে মূল সিনেমাতে। জানা গেছে, আগামী ২৯ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৪

নিয়ম ভেঙে চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশকে নিষেধাজ্ঞা
সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মনীতি অমান্য করে জুরি বোর্ড গঠন ও এক আয়োজকের চলচ্চিত্র পুরস্কার জেতার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফিপ্রেসি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস)। এবারের উৎসবে জুরি বোর্ড গঠন ও পুরস্কারে অনিয়ম প্রমাণিত হওয়ায় শনিবার (১০ ফেব্রুয়ারি)  এক চিঠির মাধ্যমে বাংলাদেশের ফিপ্রেসি চ্যাপটার আইএফসিএবিকে (ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংস্থা ফিপ্রেসি। অভ্যন্তরীণ তদন্তে তারা বিধিমালা, আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন খুঁজে পেয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ফিপ্রেসি বাংলাদেশের সভাপতি মফিদুল হক এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সভাপতি আহমেদ মুজতবা জামালকে পাঠানো ওই চিঠিতে সংস্থাটির সভাপতি আহমেদ শাওকি জানিয়েছেন, উৎসব আয়োজনে জড়িত এমন একজন পরিচালকের সিনেমা প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচন করা হয়েছে। উৎসব কর্তৃপক্ষের অবশ্যই নিজস্ব লাইনআপ তৈরির পূর্ণ অধিকার রয়েছে, তবে ফিপ্রেসি অ্যাওয়ার্ডের তালিকা থেকে সিনেমাটিকে বাদ দেওয়া উচিত ছিল। এছাড়া জুরি বোর্ডে এমন সদস্য ছিলেন যিনি উৎসব আয়োজনের সঙ্গেও যুক্ত। চিঠিতে এ ধরনের কাজ ভবিষ্যতে হবে না মর্মে বাংলাদেশ বিভাগ ও উৎসব কর্তৃপক্ষকে লিখিত অঙ্গীকারনামা দিতে বলেছে ফ্রিপেসি। বাংলাদেশ প্যানোরামা বিভাগের তিনজন জুরি সদস্যের একজন ছিলেন মফিদুল হক। যিনি এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একজন নির্বাহী সদস্য ও আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির উপদেষ্টা। ফিপ্রেসির বিধিমালার ১০ নম্বর ধারায় বলা আছে, সংশ্লিষ্ট উৎসবের সঙ্গে যুক্ত কেউ জুরি কমিটিতে থাকতে পারবেন না। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মফিদুল হক বলেন‌, আয়োজকরা এই ভুলটি করেছে। এ ধরনের ভুল করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেতন থাকব। অন্যদিকে, ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে ফিপ্রেসি পুরস্কার জিতেছে ‘লায়লা’। এর নির্মাতা বৈশাখী সমাদ্দার ঢাকা চলচ্চিত্র উৎসবের আয়োজক সংস্থা রেইনবো ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটিরও নির্বাহী সদস্য। অর্থাৎ একই সঙ্গে আয়োজক, আবার চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগেও তিনি ছিলেন- যা ফিপ্রেসি নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২

অস্কার কোয়ালিফাইংয়ে বাংলাদেশের ছবি
হলিউডের অস্কার কোয়ালিফাইং উৎসব ‘সিনেকুয়েস্ট ফিল্ম অ্যান্ড ভিআর ফেস্টিভ্যাল’এ একমাত্র বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য হিসেবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে শাহনেওয়াজ খান সিজু নির্মিত ওয়ান শট ফিল্ম ‘নট আ ফিকশন’। এটি বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে প্রতিনিধিত্ব করবে মর্যাদাপূর্ণ উৎসবটিতে। এর আগে হ্যামিল্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং সিলভার ওয়েভ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। গুগল, মেটা, নেটফ্লিক্সসহ দুনিয়ার বাঘা বাঘা সব টেকপ্রতিষ্ঠানের আঁতুড়ঘর খ্যাত ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে ৭ থেকে ১৭ মার্চ বসতে যাচ্ছে ৩৩তম এ আসর। উৎসবের বেস্ট ড্রামাটিক শর্টস বিভাগে সিলেকশন পেয়েছে ‘নট আ ফিকশন’। এর মধ্য দিয়ে মার্কিন প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটির। নির্মাতা সিজু জানান, ৮ মার্চ স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে হ্যামার থিয়েটার সেন্টার, স্যান জোস, ক্যালিফোর্নিয়ায় ছবিটির প্রিমিয়ারের পর দর্শক ও বিচারকদের সঙ্গে সরাসরি একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রযোজক-পরিচালকসহ টিমের অন্যদের। এ ছাড়া এ উৎসবের অংশ হিসেবে ২১ থেকে ৩১ মার্চ অনুষ্ঠেয় সিনেজয় ভার্চুয়াল ফিল্ম ফেস্টিভ্যাল এবং পিকচার দ্য পসিবিলিটিস ইভেন্টেও অংশ নেবে নট আ ফিকশন। সিজুর সঙ্গে নট আ ফিকশনের সহপ্রযোজক হিসেবে কাজ করেছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি। এ ছাড়া এ সিনেমায় অভিনেতা হিসেবে কাজ করেছেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ ও মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্মরণ ও সৈয়দ তামুর হাসান। 
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০

বেঙ্গল মাল্টিমিডিয়ার ফিল্ম ডিস্ট্রিবিউশন ম্যানেজার মনজুর রহমান মারা গেছেন
মারা গেছেন বেঙ্গল মাল্টিমিডিয়ার ফিল্ম ডিস্ট্রিবিউশন ম্যানেজার মনজুর রহমান। শনিবার (৬ জানুয়ারি) ভোর ৪টায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। জানা গেছে, ঢাকা থেকে রাত ১১টায় চেয়ারম্যান পরিবহনে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন মনজুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার (৭ জানুয়ারি)। তিনি ভোট দিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।  যাওয়ার সময় লেবুখালী সেতুতে ওঠার আগে চাকা খুলে গাড়ি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান মনজুর রহমান। আজ বাদ আছর দশমিনা বেতগী বাজার হাটখোলায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুর আগে ব্যক্তিগত জীবনে দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন তিনি।  
০৬ জানুয়ারি ২০২৪, ১৫:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়