• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ফেসবুককে জুয়ার প্রচারণা বন্ধের আহ্বান বিটিআরসির
ফেসবুক ব্যবহার করে যেন জুয়ার প্রচারণা করতে না পারে সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে যেন অপরাধীরা প্রতারণামূলক কার্যক্রম, বেটিং বা জুয়ার প্রচারণা করতে না পারে সে বিষয়ে কর্তৃপক্ষকে অধিক গুরুত্ব দেওয়া দরকার। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে এ ধরনের কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের লক্ষ্যে কারিগরি ব্যবস্থা প্রবর্তনের ওপর জোর দিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি কার্যালয়ে মহিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে এলে মেটার প্রতিনিধি দলকে আহ্বান জানান তিনি। সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেটার পাবলিক পলিসি প্রধান রুজান সারওয়ার, প্রাইভেসি ও এআই ম্যাটার এক্সপার্ট আরিয়ান জিমেনেজ, কনটেন্ট বিষয় বিশেষজ্ঞ নয়নতারা নারায়ণ, কনটেন্ট পলিসি বিশেষজ্ঞ জনাথন লুইস এবং পলিসি প্রোগ্রাম ম্যানেজার রুসি টিও। প্রতিনিধিদল বাংলাদেশে তাদের কার্যক্রম এবং বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগসহ ফেসবুকের নানাবিধ সমসাময়িক বিষয়ে জানান।
২২ মার্চ ২০২৪, ১৬:০১

‘রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই প্রচারণা চালিয়েছেন শেখ হাসিনা’
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো রাষ্ট্রীয় প্রটোকল নেননি। শুক্রবার (৫ জানুয়ারি) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষ সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গত ২০ ডিসেম্বর শেখ হাসিনা সিলেটে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহ পরান (রা.)-এর মাজার জিয়ারতের পর আওয়ামী লীগের প্রথম বিভাগীয় জনসভায় সরাসরি অংশগ্রহণ করেন। এরপর তিনি রংপুর, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ফরিদপুর ও নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় সরাসরি অংশ নেন। পাশাপাশি তিনি ২৩ জেলায় ভার্চুয়াল নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। ওবায়দুল কাদের বলেন, এসব নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা কোনো রাষ্ট্রীয় প্রটোকল গ্রহণ করেননি। তিনি প্রধানমন্ত্রীর ফ্ল্যাগ ব্যবহার না করে ব্যক্তিগত গাড়িতে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন। উল্লেখ্য, সংবিধান অনুযায়ী দলীয় সরকার থাকা অবস্থায় আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। তবে বিএনপি ও সমমনা বেশকয়েকটি দল নির্বাচন বর্জন করে ‘ভোটবিরোধী’ নানান কর্মসূচি পালন করছে।
০৫ জানুয়ারি ২০২৪, ১৮:১৩

বকশীগঞ্জে লগি-বৈঠা নিয়ে নৌকার প্রচারণা
জামালপুরের বকশীগঞ্জে শেষ মুহূর্তে প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জামালপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদের পক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ব্যতিক্রমী প্রচারণা চালানো হয়। ওই প্রচারণায় ভিন্ন মাত্রা আনা হয়। গান-বাজনার তালে তালে ভোট চাওয়া হয় নৌকা প্রতীকের পক্ষে। একই সঙ্গে নৌকা বাইচের মতো লগি বৈঠা নিয়ে ঢোল সানাই বাজিয়ে নৌকার প্রচারণা চালানো হয়। লগি বৈঠার মিছিলটি নিলাখিয়া ইউনিয়নের চৌরাস্তা থেকে শুরু করে বকশীগঞ্জ পৌর শহর প্রদিক্ষণ করে। এ সময় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগান মুখরিত করে তুলে পুরো এলাকা। এমন ব্যতিক্রমী প্রচারণা দেখতে রাস্তার দুপাশের উৎসুক মানুষ ভিড় করতে দেখা যায়।
০৫ জানুয়ারি ২০২৪, ০১:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়