• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত
রাঙ্গামাটির বাঘাইছড়িতে যাত্রীবাহী পিকআপ উল্টে গিয়ে এক নারী নিহত হয়েছেন। তার নাম জিকু চাকমা। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বাঘাইছড়ির কচুছড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস মোহাম্মদ। তিনি বলেন, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বিহারপাড়া এলাকা থেকে পিকআপযোগে ২০-২২ জন নারী-পুরুষ দুপুর ১টায় বাঘাইছড়ি ইউনিয়নের মিলনপুর ভাবনা কুঠির বিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে বিকাল ৫টায় অনুষ্ঠান শেষে মহালছড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সীমান্ত সড়কের কচুছড়ি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে দুর্ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি। পিকআপে থাকা প্রত্যেকেই আহত হয়েছেন। যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় জিকু চাকমা নামের একজন মারা গেছেন। তার মরদেহ খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।
১৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৮

পিকআপভ্যান উল্টে নারীর মৃত্যু
জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যান উল্টে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। রোববার (৭ এপ্রিল) মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে রোববার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান উল্টে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে গার্মেন্টস শ্রমিক রেহানা খাতুনের মৃত্যু হয়। এ সময় আহত হন নারী, শিশুসহ আরও অন্তত ১৫ জন ঘরমুখো মানুষ। উন্নত চিকিৎসার জন্য তাদের বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে কোথাও যানজট নেই। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে যে যেভাবে পারছে বাড়ি ফিরছে।
০৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৫

ফেনীতে ১৪৬ ঘনফুট আকাশমণি কাঠসহ পিকআপ জব্দ
অবৈধভাবে পাচারকালে ফেনীতে প্রায় ১৪৬ ঘনফুট আকাশমণি কাঠসহ একটি পিকআপ জব্দ করেছে সামাজিক বন বিভাগ।  সোমবার (১৮ মার্চ) দুপুরে শহরের রামপুর রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পিকআপসহ কাঠগুলো জব্দ করা হয়। স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ফেনীস্থ বিভাগীয় বন কর্মকর্তার রুহুল আমিনের নির্দেশে একটি অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রামের দিক থেকে ঢাকামুখী কাঠবাহী একটি পিকআপ মহাসড়কের রামপুর রাস্তার মাথায় আসে। পরে সেখানে টহলরত বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরীর নেতৃত্বে মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় গাড়িটি তল্লাশি করা হয়। এরপর তাদের চোখ ফাঁকি দিয়ে পিকআপটি রেখে চালক ও পাচারকারীরা পালিয়ে যায়। সামাজিক বনবিভাগ ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রকৃত মালিক না থাকায় জব্দ কাঠগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে।
১৮ মার্চ ২০২৪, ২৩:৫১

কুমিল্লায় মাছবাহী পিকআপ উল্টে নিহত ৪
কুমিল্লায় ইলিয়টগঞ্জে মাছবাহী পিকআপ উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জের বেলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতক্ষীরার সদর থানা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (২৩), ভোলার মনপুরা এলাকার মনির হোসেন (২৮), একই এলাকার হাবীবুর রহমান (৩২) এবং আক্তার হোসেন (৩৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম। ওসি মঞ্জুরুল বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় দাউদকান্দি অভিমুখে মাছ নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চান্দিনার বারেশ্বর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের নিচে পড়েই ৪ শ্রমিক নিহত হন। এ সময় আরও তিনজন আহত হন।  আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
১২ মার্চ ২০২৪, ১৪:০৫

ভারতে পিকআপ উল্টে নিহত ১৪
ভারতের মধ্যপ্রদেশে পিকআপ ভ্যান উল্টে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ২১ জন আহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, দেবরি গ্রামের এক দল মানুষ একটি অনুষ্ঠানে যোগদান শেষে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেছেন স্থানীয়রা ও পুলিশ। এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৩

বাবার মোটরসাইকেল থেকে পড়ে গেল ছেলে, চাপা দিলো পিকআপ
টাঙ্গাইলের মির্জাপুরে গরুভর্তি পিকআপের চাপায় হাফেজ রায়হান মিয়া (১৯) নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) পোষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া নায়াপাড়া গ্রামের স্কুল শিক্ষক হাবিবুর রহমানের ছেলে। সে এবছর মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিল। পুলিশ জানায়, রায়হান মিয়া সকালে তার বাবা হাবিবুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে পরীক্ষা দিতে আসছিলেন পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রায়হান ও তার বাবা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় একটি গরুভর্তি পিকআপ রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় রায়হানের বাবা আহত হন। তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে। 
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৩

টাঙ্গাইলে পিকআপ ও সিএনজি সংঘর্ষ, নিহত ৪
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর। তিনি জানান, বিকেলে সখিপুর থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে মির্জাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, সখীপুর থেকে একটি পিকআপ ভ্যান উপজেলার বাঁশতৈল তেলিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও একজন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৭

মাছবাহী পিকআপ উল্টে ২ ব্যবসায়ী নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাছবাহী পিকআপ উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের হাঁসারা এলাকায় সড়ক বিভাজনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের মো. হাফিজ (৪০) ও শহিদুল (৪২)। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাছবাহী পিকআপটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকামুখী লেনে হাঁসারা হাইওয়ে ফাঁড়ি সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে পিকআপটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন পিকআপে থাকা সাতজন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আকলিমা রৌশন জানান, আহত অবস্থায় সাতজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের মধ্যে দুজন মারা যান। বাকিদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাঁসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫২

টাঙ্গাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় ইদু মিয়া (৫৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।  শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের উপজেলার রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত ইদু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ গ্রামের মৃত সাইদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান। তিনি জানান, সন্ধ্যায় কালিহাতী থেকে নির্মাণ সামগ্রী ও কয়েকজন শ্রমিক নিয়ে একটি পিকআপ ভ্যান টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ওই পিকআপ ভ্যানটি টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার  রাজাবাড়ি নামকস্থানে পৌঁছালে অপর একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে সামনের পিকআপ ভ্যানের ওপরে বসে থাকা নির্মাণ শ্রমিক ইদু মিয়া নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৫

সেনবাগে পিকআপ চাপায় বৃদ্ধা নিহত
নোয়াখালীর সেনবাগে পিকআপ চাপায় নুর জাহান আক্তার নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।  বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে কেশারপাড় ছমিরমুন্সীর সড়কে কেশারপাড় ক্লাব ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  পুলিশ লাশ উদ্ধার করে। ঘাতক চালক পালিয়ে গেলেও গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।    নিহত বৃদ্ধা উপজেলার অজুনতলা ইউনিয়নের ইদিলপুর চারআনি বাড়ির আওয়ামী লীগ নেতা ইউনুছের স্ত্রী। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছাড়া নেমে আসে।  খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।  ঘটনা সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় পিকআপটিকে জব্দ করা হয়েছে। লাশটি পুলিশি হেফাজতে রয়েছে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়