• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ফেনীতে ১৪৬ ঘনফুট আকাশমণি কাঠসহ পিকআপ জব্দ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ মার্চ ২০২৪, ২৩:৫০
বন বিভাগ

অবৈধভাবে পাচারকালে ফেনীতে প্রায় ১৪৬ ঘনফুট আকাশমণি কাঠসহ একটি পিকআপ জব্দ করেছে সামাজিক বন বিভাগ।

সোমবার (১৮ মার্চ) দুপুরে শহরের রামপুর রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পিকআপসহ কাঠগুলো জব্দ করা হয়।

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ফেনীস্থ বিভাগীয় বন কর্মকর্তার রুহুল আমিনের নির্দেশে একটি অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রামের দিক থেকে ঢাকামুখী কাঠবাহী একটি পিকআপ মহাসড়কের রামপুর রাস্তার মাথায় আসে। পরে সেখানে টহলরত বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরীর নেতৃত্বে মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় গাড়িটি তল্লাশি করা হয়। এরপর তাদের চোখ ফাঁকি দিয়ে পিকআপটি রেখে চালক ও পাচারকারীরা পালিয়ে যায়।

সামাজিক বনবিভাগ ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রকৃত মালিক না থাকায় জব্দ কাঠগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নদীতে গোসলে নেমে নিখোঁজ নৌ সৈনিক, মরদেহ উদ্ধার
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, প্রাণ গেল কলেজছাত্রের
১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার
ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ : গেটম্যান সাইফুল গ্রেপ্তার
X
Fresh