• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেছেন, জাতির কাছে বর্তমান সরকারের প্রতিশ্রুতি ছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের ধারা অনুযায়ী একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন অনেকটা চ্যালেঞ্জিং ছিল। নির্বাচন পরিচ্ছন্ন হয়েছে বলে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। নির্বাচন নিয়ে বিদেশি কোনো মিডিয়াতে নেতিবাচক সংবাদ পরিবেশিত হয়নি। এটি তুমুল প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কর্তব্য ও নিষ্ঠার সহিত নিজ নিজ দপ্তরের কাজ পরিচালনা করবেন। পরিকল্পনা মাফিক কর্মপন্থার মাধ্যমে পরিচ্ছন্নভাবে কাজ সম্পন্ন করবেন। আমরা জনগণের সরকার, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের দোরগোড়ায় সরকারকে নিয়ে যাওয়ার চেষ্টা থাকতে হবে। গ্রামীণ অবকাঠামো, সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা খাতসহ অন্যান্য খাতে মানোন্নয়নের চেষ্টা করতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি কোনভাবেই চলবে না। এসব নির্মূল করতে আপনাদের রুখে দাঁড়াতে হবে। প্রশাসনকে জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে। জনগণের প্রয়োজন বুঝে সর্বদা সেবা দিতে হবে। জনগণের জন্য একটি স্বস্থিপূর্ণ পরিবেশ তৈরি করে দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী সম্পদের সুষ্ঠু ও সমবন্টনে কাজ করতে হবে। এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল। এতে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সারোয়ার হাসান জিটু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অর্ধশতাধিক কর্মকর্তা।  
১৮ জানুয়ারি ২০২৪, ২০:১৪

প্রার্থিতা ধরে রাখাই ছিল চ্যালেঞ্জ, এখন পরিকল্পনামন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পেলেন ময়মনসিংহ-৯ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম। অথচ, নির্বাচনে প্রার্থীতা ধরে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তার জন্য।  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে সব সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রীদের দফতর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত এই সংসদ সদস্যকে নির্বাচনে দিতে হয় কঠিন পরীক্ষা। বিশেষ করে তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন নির্বাচন কমিশনে আপিল করলে ঋণ খেলাপি দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করে কমিশন। পরে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম উচ্চ আদালতে আপিল করলে তাকে বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন। তবে, চেম্বার আদালতে শুনানি হলে হাইকোর্টের আদেশ বহাল রেখে নির্বাচনে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। নিজের প্রার্থিতার বৈধতা প্রমাণ করে নির্বাচনে টিকে থাকার লড়াই করতে নির্বাচন কমিশন ও আদালতের বারান্দায় বারবার দৌড়াতে হয় আব্দুস সালামকে। শেষ পর্যন্ত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের চেয়ে ১৯ হাজার ২৭১ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম। এতো লড়াইয়ের পর তার বিজয়ে এবং মন্ত্রিত্ব পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত তার কর্মী সমর্থকরা। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার বিজয় ও মন্ত্রিত্ব পাওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে আনন্দের জোয়ার।  মেজর জেনারেল (অব) আব্দুস সালাম আওয়ামী লীগ থেকে  ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি  যোগাযোগ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া এর আগে আব্দুস সালাম ব্রাজিলের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন। ১৯৪২ সালের ২৮ ফেব্রুয়ারি ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।  
১১ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়