• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

প্রার্থিতা ধরে রাখাই ছিল চ্যালেঞ্জ, এখন পরিকল্পনামন্ত্রী

আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬
পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পেলেন ময়মনসিংহ-৯ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম। অথচ, নির্বাচনে প্রার্থীতা ধরে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তার জন্য।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে সব সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রীদের দফতর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত এই সংসদ সদস্যকে নির্বাচনে দিতে হয় কঠিন পরীক্ষা। বিশেষ করে তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন নির্বাচন কমিশনে আপিল করলে ঋণ খেলাপি দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করে কমিশন। পরে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম উচ্চ আদালতে আপিল করলে তাকে বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন। তবে, চেম্বার আদালতে শুনানি হলে হাইকোর্টের আদেশ বহাল রেখে নির্বাচনে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

নিজের প্রার্থিতার বৈধতা প্রমাণ করে নির্বাচনে টিকে থাকার লড়াই করতে নির্বাচন কমিশন ও আদালতের বারান্দায় বারবার দৌড়াতে হয় আব্দুস সালামকে। শেষ পর্যন্ত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের চেয়ে ১৯ হাজার ২৭১ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম। এতো লড়াইয়ের পর তার বিজয়ে এবং মন্ত্রিত্ব পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত তার কর্মী সমর্থকরা।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতার বিজয় ও মন্ত্রিত্ব পাওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে আনন্দের জোয়ার।

মেজর জেনারেল (অব) আব্দুস সালাম আওয়ামী লীগ থেকে ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি যোগাযোগ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া এর আগে আব্দুস সালাম ব্রাজিলের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন। ১৯৪২ সালের ২৮ ফেব্রুয়ারি ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজস্থানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল লখনৌ
হায়দ্রাবাদকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বেঙ্গালুরু
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার
X
Fresh