• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
জয়পুরহাটে মাদকের বিরুদ্ধে ম্যারাথন দৌড় 
মাদকের বিরুদ্ধে জয়পুরহাটে পুলিশ সুপার কাপ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ক্ষেতলাল উপজেলার বটতলি ব্রিজ থেকে দৌড় শুরু হয়ে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর ও অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি। জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কিং কুইন জিম এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে।   দৌড় শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এড সামছুল আলম দুদু। অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতির সভাপতিত্বে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মাহবুব মোরশেদ লেবু প্রমুখ। পাবনা জেলার ইমরান হোসেন, জয়পুরহাটের আহসান হাবিব ও নীলফামারী জেলার শ্যামল চন্দ্র রায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। খেলায় দেশের বিভিন্ন জেলার মোট ১৫০ জন দৌড়বিদ অংশ নেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৩

বান্দরবানে চলছে ভার্টিকাল ড্রিমার ম্যারাথন দৌড়
ভার্টিকাল ড্রিমারের আয়োজনে বান্দরবানে চলছে ভার্টিকাল ড্রিমার আল্ট্রা ২০২৪ ম্যারাথন প্রতিযোগিতা। দুই ক্যাটাগরিতে ৫২ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪৭৫ জন দৌড়বিদ। এর মধ্যে রয়েছেন ৫৫ জন নারী দৌড়বিদ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় বান্দরবান জেলা শহরের স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হয় ৫২ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা, এতে অংশ নেন ১৬০ জন দৌড়বিদ। আর সকাল ৬টায় শুরু হয় ২৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা, এতে অংশ নেন ৩১৫ জন দৌড়বিদ।  পাহাড়ের বৈচিত্র ও সৌন্দর্য্য সারাবিশ্বের কাছে তুলে ধরতে এবারের ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। পাহাড়ি আঁকা-বাঁকা, উঁচু-নিচু সড়কের এ ম্যারাথন অনেক অ্যাডভেঞ্চারপূর্ণ বলে জানান অংশ নেওয়া দৌড়বিদরা।       এ দিকে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীরা আজ ভোর সাড়ে ৫টায় রাজার মাঠ থেকে চিম্বুক ছুঁয়ে আবার ফিরে আসার কথা রয়েছে। এ সময় তাদের জন্য সড়কে হালকা খাবার,চিকিৎসার ব্যবস্থা ও নিরাপত্তায় সেনাবাহিনী-পুলিশের টহল টিম থাকবে। এ ছাড়া উক্ত সময়ে এ সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়। বান্দরবান রিজিয়ন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় ম্যারাথন প্রতিযোগিতা।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়