• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

বান্দরবানে চলছে ভার্টিকাল ড্রিমার ম্যারাথন দৌড়

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০০
বান্দরবানে চলছে ভার্টিকাল ড্রিমার ম্যারাথন দৌড়
ছবি : আরটিভি

ভার্টিকাল ড্রিমারের আয়োজনে বান্দরবানে চলছে ভার্টিকাল ড্রিমার আল্ট্রা ২০২৪ ম্যারাথন প্রতিযোগিতা। দুই ক্যাটাগরিতে ৫২ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪৭৫ জন দৌড়বিদ। এর মধ্যে রয়েছেন ৫৫ জন নারী দৌড়বিদ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় বান্দরবান জেলা শহরের স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হয় ৫২ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা, এতে অংশ নেন ১৬০ জন দৌড়বিদ। আর সকাল ৬টায় শুরু হয় ২৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা, এতে অংশ নেন ৩১৫ জন দৌড়বিদ।

পাহাড়ের বৈচিত্র ও সৌন্দর্য্য সারাবিশ্বের কাছে তুলে ধরতে এবারের ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। পাহাড়ি আঁকা-বাঁকা, উঁচু-নিচু সড়কের এ ম্যারাথন অনেক অ্যাডভেঞ্চারপূর্ণ বলে জানান অংশ নেওয়া দৌড়বিদরা।

এ দিকে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীরা আজ ভোর সাড়ে ৫টায় রাজার মাঠ থেকে চিম্বুক ছুঁয়ে আবার ফিরে আসার কথা রয়েছে।

এ সময় তাদের জন্য সড়কে হালকা খাবার,চিকিৎসার ব্যবস্থা ও নিরাপত্তায় সেনাবাহিনী-পুলিশের টহল টিম থাকবে।

এ ছাড়া উক্ত সময়ে এ সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়। বান্দরবান রিজিয়ন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় ম্যারাথন প্রতিযোগিতা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার
বান্দরবানের লামায় রাইফেলসহ যুবক গ্রেপ্তার
বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সদস্য নিহত
X
Fresh