• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ফরিদপুরের দুর্ঘটনার কারণ জানাল তদন্ত কমিটি
ফরিদপুর শহরতলীর কানাইপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি।  সোমবার (২২ এপ্রিল) দুপুরে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আলী সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (২১ এপ্রিল) রাতে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে চারটি কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। তা হলো- ঈদের পরে বাসচালকের দীর্ঘ সময় গাড়ি পরিচালনায় ক্লান্তি আর চোখে ঘুম; দুটি যানের অধিক গতি; মহাসড়কে নিজস্ব লেনে ব্রেক করা ও মহাসড়কে অটোরিকশা-ভ্যানের উপস্থিতি। হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার মো. শাহীনুর আলম খান সোমবার বলেন, গাড়িচালককে র‍্যাব আটক করেছে, তা জানতে পেরেছি। তবে চালককে এখনও হাইওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। হাইওয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার পর চালককে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা দিকনগর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী উত্তরা ইউনিক পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  নারী, পুরুষ, শিশুসহ ১৫ জন নিহত হন।
২২ এপ্রিল ২০২৪, ২২:১১

দুর্ঘটনার কবলে চবি ভর্তি পরীক্ষার প্রশ্ন বহনকারী বাস
রাজশাহী যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রতিনিধি ও প্রশ্নপত্র বহনকারী বাস। তবে এ ঘটনায় প্রশ্নপত্র সুরক্ষিত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৩টায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুর্ঘটনার শিকার হয় বাসটি। এরপর গাড়ি পরিবর্তন করে আবারও রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন প্রতিনিধিরা। চবি ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, রাজশাহী যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। তবে এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষিত আছে। প্রসঙ্গত, শনিবার (১৬ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে চবির আইন অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা।
১৫ মার্চ ২০২৪, ১৯:২০

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সাবেক লঙ্কান অধিনায়ক
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। বর্তমানে অনুরাধাপুরা টিচিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্রীলঙ্কার উত্তর-মধ্য শহর অনুরাধাপুরে এ দুর্ঘটনা ঘটে। সকালে প্রাইভেটকারে করে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন থিরিমান্নে। বিপরীত পাশ থেকে হঠাৎই একটি ট্রাক এসে ধাক্কা মারলে মুহূর্তেই চুরমার হয়ে পড়ে তার গাড়ি। এরপর ৩৪ বছর বয়সী থিরিমান্নেকে দ্রুতই অনুরাধাপুরা টিচিং হাসপাতালে নেওয়া হয়। তার সঙ্গে গাড়িতে থাকা আরও একজন ব্যক্তিও একই হাসপাতালে ভর্তি আছেন। গত বছর অবসরের ঘোষণা দেন থিরিমান্নে। তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালে। শ্রীলঙ্কার হয়ে ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। এ ছাড়াও পাঁচটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন দেশকে। শ্রীলঙ্কার ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। আরও দুটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তার।
১৪ মার্চ ২০২৪, ১৭:১৪

দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস
ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব শেষে চট্টগ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে সীতাকুন্ডে পৌঁছালে চট্টগ্রামের টিম বাসের সঙ্গে একটি ট্রাকের (লরি) সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছে দলটির একটি সূত্র। জানা গেছে, ঢাকা পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে ক্রিকেটারদের সরঞ্জাম নিয়ে টিম বাসটি চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। তবে বাসটিতে কোনো ক্রিকেটার ছিলেন না। চট্টগ্রাম দলের টিম বয়রা বাসটিতে ছিলেন। তবে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছেন। ঘরোয়া এই টুর্নামেন্টের চলতি আসরে বেশ দাপট দেখাচ্ছে বন্দরনগরীর দলটি। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্টে টেবিলের তিনে তারা। তাই প্লে-অফের দৌড়ে ভালোভাবেই আছে দলটি।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪১

শুটিংয়ে দুর্ঘটনার শিকার ভিকি কৌশল
শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। এতে তার বাঁ হাতে আঘাত পেয়েছেন তিনি। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই নাকি আহত হয়েছেন তিনি।  ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, ভিকির নতুন সিনেমা ‘ছবা’র শুটিং চলছিল। আর সেখানেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হয়েছেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ভিকির।  ওই ভিডিওতে দেখা যায়, বাঁ হাতে প্লাস্টার বাঁধা অবস্থায় গাড়ি থেকে নামছেন ভিকি। ফটোগ্রাফারদের দিকে একবার ডান হাত তুলে বাড়ির ভিতরে চলে গেলেন এই অভিনেতা।  এদিকে ভিকির এমন ভিডিও দেখে চিন্তিত হয়ে পড়েছেন তার ভক্তরা। প্রিয় তারকার আঘাত পাওয়ার বিষয়টি যেন তারা মেনেই নিতে পারছে না।  তবে একটি সূত্র জানায়, ভিকির এই আঘাত তেমন গুরুতর নয়। আপাতত কয়েক দিনের জন্য শুটিং থেকে বিরতি নিয়েছেন তিনি। কিছু দিনের মধ্যে সুস্থ হয়েই আবার শুটিংয়ে ফিরবেন এই অভিনেতা।    ভিকি অভিনীত ‘ছবা’ সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক লক্ষণ উতরেকর। সিনেমায় অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন করছেন রাশমিকা মান্দানা। এছাড়া এতে আরও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে রয়েছেন আশুতোষ রানা এবং অক্ষয় খান্না। শুটিং সেটে ভিকির দুর্ঘটনার খবর জানার পর তার দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা। পাশাপাশি সবাই অভিনেতার জন্য শুভ কামনা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।  সূত্র : আনন্দবাজার    
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪

আর সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করবে না নিসচা
নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, এখন থেকে আর ‘সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান’ প্রকাশ করবে না নিসচা। সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১২ সাল থেকে ২০২২ সাল নিসচা ‘সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান’ জাতির সামনে তুলে ধরেছে। কিন্তু যখন দেখলাম আমাদের দেখাদেখি অনেকে এ পরিসংখ্যান উপস্থাপন করছেন এবং তা নানা বিতর্ক তৈরি হচ্ছে। তাই এ বছর আমরা ২০২৩ সালের পরিসংখ্যান প্রকাশ না ধরার সিদ্ধান্ত নিয়েছি।  তিনি বলেন, ২০১২ সাল থেকে নিশচা দেশে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করে আসছে। তখন থেকেই সরকার ও দেশবাসীকে আমরা আমাদের সীমিত ক্ষমতার কথা জানিয়ে আসছি। সারাদেশে আমাদের শাখাগুলোর দেওয়া তথ্য এবং বিভিন্ন পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালের সংবাদ ও বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে আমরা এই তথ্য সংগ্রহ করতাম। যা যথেষ্ট নয়। আমরা সেকেন্ডারি তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে আসছি। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত ‘গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি ২০২৩’ এ বলা হয়েছে, ২০১৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৩১৬ জনের। তবে পুলিশের রিপোর্টে বলা হয়েছে মৃত্যু হয়েছে মাত্র ২ হাজার ৩৭৬ জনের। একইভাবে ২০১৮ সালে সংস্থাটির রিপোর্টে ২৪ হাজার ৯৪৪ জনের মৃত্যুর কথা বলা হলেও পুলিশের রিপোর্টে বলা হয়েছে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৩৫ জনের।   ইলিয়াস কাঞ্চন বলেন, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এর তথ্যমতে, ২০২৩ সালে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় সারা দেশে ৫ হাজার ২৪ জন প্রাণ হারিয়েছেন। পুলিশের রিপোর্টে বলা হয়েছে ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৪৭৫ জন। আরও দুই একটি সংগঠনের তথ্যও এর চেয়ে অনেক বেশি। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটিও কোনো রিপোর্টের সঙ্গে মিলছে না। এতে দেখা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সরকার, পুলিশ ও বিভিন্ন রিপোর্টে ভিন্নতা রয়েছে। আমরা মনে করি এতে করে জাতি বিভ্রান্ত হচ্ছে। কারণ সরকারের বিভিন্ন মহল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বেসরকারি বিভিন্ন সংগঠনের সকল তথ্যকে অগ্রহণযোগ্য বলে তীব্র প্রতিবাদ জানায়। বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে।
২৯ জানুয়ারি ২০২৪, ১৪:০৭

ঝুঁকিপূর্ণ রাস্তায় দুর্ঘটনার কবলে নোবিপ্রবির বাস
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির নয়নতারা নামের একটি লাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইজদী থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিআরটিসি নয়নতারা বাসাটি সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসে। পথে সোনাপুর এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের অর্ধেক অংশ রাস্তার বাইরে চলে যায়। এসময় বাসটিতে থাকা পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হন। এ ছাড়া ভয়ে অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন। গাড়িতে থাকা নোবিপ্রবি শিক্ষার্থী শহীদুর রহমান বলেন, আমাদের নিয়ে গাড়িটি মুহূর্তে রাস্তার বাইরের দিকে কাত হয়ে যায়। তবে অল্পের জন্য আমরা সবাই প্রাণে বেঁচে যাই। গাড়িটি পুরোপুরি পানিতে পড়তে পারেনি। নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আমাদের শিক্ষার্থীরা বেঁচে ফিরেছে। আমরা লোক পাঠিয়েছি। সার্বিক দিক বিবেচনায় পরবর্তী ব্যবস্থা নেব। নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এখানে ড্রাইভারের ভুল ছিল সে অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার বাইরে নামিয়ে দেয়। ড্রাইভারকে শোকজ করা হবে এবং পরবর্তীতে তার অপরাধ প্রমাণিত হলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, বিষয়টি পর্যালোচনা করে বিআরটিসি বাসের বিষয়ে আমরা অতিদ্রুত একটি সিদ্ধান্ত নেব এবং রাস্তাটি সংস্কার করতে আমরা কর্তৃপক্ষকে অবহিত করব।
২৮ জানুয়ারি ২০২৪, ১৬:০৪

তদন্ত ছাড়া ফেরি দুর্ঘটনার কারণ বলা যাবে না : নৌ-প্রতিমন্ত্রী
ঘন কুয়াশার কারণে নোঙর করে রাখা রজনীগন্ধা নামে ফেরিতে বাল্কহেডের ধাক্কায় ফেরি ডুবে যাওয়ার বিষয়ে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তদন্ত প্রতিবেদন ছাড়া এ দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে বলা যাবে না। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার পর সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আমাকে বলা হয়েছে, ওখানে ফেরি নোঙর করা ছিল, বাল্কহেড ধাক্কা দিয়েছে। আমি এই মুহূর্তে বলতে পারব না আসলে কোনটা সত্য। তদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাবে না কোনটা সত্য। এখানে অন্য কোনো দুর্বলতা বা অন্য কোনো ঘটনা আছে কি না, এর মধ্যে বলতে পারি না। ফেরিটি ছিল ঘাটের খুব কাছাকাছি।  তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনা পর্যবেক্ষণে নৌ মন্ত্রণালয়ের সচিব, টিসি ও টিএ’র চেয়ারম্যান সেখানে অবস্থান করছেন। তিনি আরও বলেন,  বাংলাদেশের আবহাওয়ার কুয়াশা ভেদ করে এমন ফগলাইট দেশে নেই। আগে কেনা ফগলাইটগুলো সার্ভে করে কেনা হয়নি। আমরা নিবন্ধন ছাড়া চলতে থাকা বাল্কহেডগুলোর বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ফেরি ‘রজনীগন্ধা’ ঘন কুয়াশার কারণে পাটুয়ারিয়ার ৫ নম্বর ঘাটের কাছে আটকে পড়ে নদীতে নোঙর করে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে একটি বাল্কহেড ফেরিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর ডুবতে থাকে ফেরি।
১৭ জানুয়ারি ২০২৪, ১৪:২২

দুর্ঘটনার পর বাসে আগুন, লাফিয়ে রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী
দুর্ঘটনায় বাসে আগুন ধরে যাওয়ায় লাফিয়ে রক্ষা পেলেন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ৭০ শিক্ষার্থী।  বুধবার (৩ জানুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে কলেজে ৭০ শিক্ষার্থী নিয়ে কলেজে যাত্রা করে সুগন্ধা বাস। বুড়িচং উপজেলার দেবপুর বাজারে এসে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দুর্ঘটনার পর তিন মিনিটের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন দেবপুর বাজারের এক ব্যবসায়ী। ভিডিওতে দেখা গেছে, বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছেন ছাত্রীরা। বাসের ইঞ্জিনে আগুনের ধোঁয়া। বাসের সামনের গ্লাস ভাঙা। এ সময় উপস্থিত জনতা বলছেন, ড্রাইভার আটকে আছে, তাকে বের করো। তোমরা লাফাইও না। বাসে আগুন লাগবে না। স্থানীয় সূত্রে জানা গেছে, বাস ব্রেক ফেল করে একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। সুগন্ধা বাস মালিক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন, চালক আটকে গেছে। তার পা কেটে গেছে। আর ছাত্র-ছাত্রীদের তেমন কোনও ক্ষতি হয়নি। কেউ আহত হয়নি। কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, বাসটি আমি দেখেছি। বাসের ক্ষতি হয়েছে। কোনও শিক্ষার্থী হতাহতের খবর পাইনি।
০৩ জানুয়ারি ২০২৪, ২০:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়