• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
রাজধানীর বকশিবাজার মোড়ে ঠিকানা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খাম্বার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের পেছনের দিকে সিটে বসা তোফাজ্জল হোসেন নামে পুলিশের বিশেষ শাখার (এসবির) এক রিপোর্টার গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।   শুক্রবার (২৯ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তোফাজ্জল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুশফিকুর জানান, তার কাছে থাকা আইডি কার্ড দেখে জানা যায়-তিনি পুলিশের এসবির রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম আব্দুল বাতেন। তিনি কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে বলতে পারছি না। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চকবাজার থানার বকশিবাজার এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খাম্বার সঙ্গে ধাক্কা লাগলে বাসের ভেতরে থাকা এসবির ওই সদস্য গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি।  
২৯ মার্চ ২০২৪, ১৯:৩৩

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতার
ফেনীতে বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. মোশাররফ হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।   মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাজারী রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ ফেনী পৌরসভার চাড়িপুর হাজী নজির আহাম্মদ কন্ট্রাক্টর বাড়ির মৃত সফিকুর রহমানের ছোট ছেলে। তিনি পৌর বিএনপির ১৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাজারী রোডের মাথায় চট্টগ্রামগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোশাররফ হোসেন সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
২৭ মার্চ ২০২৪, ১৭:৪৮

লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
লন্ডনে বেপরোয়া এক গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি নাট্যনির্মাতা জি এম ফুরুখ। স্থানীয় সময় শনিবার রাত ১২টার দিকে ইলফোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আরেক লন্ডন প্রবাসী জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। লন্ডন পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় গুরুতর আহত হন ফুরুক। এরপর পুলিশের কয়েকজন সদস্য তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার চার ঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, রোববার (বাংলাদেশ সময়) জি এম ফুরুখের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে স্বাধীন খসরু লিখেছেন, প্রতিনিয়ত যত না জন্ম সংবাদ পাই তার থেকে অনেক বেশি পাই মৃত্যু সংবাদ! প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জি এম ফুরুখ সড়ক দুর্ঘটনায় আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেওয়া হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করার পরও বাঁচানো যায়নি। তিনি জানান, অন্য একটি গাড়ি চাপা দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান জি এম ফুরুখ।   প্রসঙ্গত, প্রবাসী ফুরুখের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। দীর্ঘদিন ধরেই তিনি লন্ডনে বসবাস করছিলেন। সেখানে বেশ কিছু স্থানীয় নাটকও নির্মাণ করেছেন। তবে তার নির্মাণে সিলেটি আঞ্চলিক ভাষার কয়েকটি নাটক ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যও ছিলেন তিনি।  
১৮ মার্চ ২০২৪, ১২:৩৮

সড়ক দুর্ঘটনায় মাদরাসাশিক্ষার্থী নিহত 
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (১৪) নামে এক মাদরাসাশিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (১৭ মার্চ) উপজেলার সোনাহার ইউনিয়নের দেবীগঞ্জ-সোনাহার সড়কে এই ঘটনা ঘটে। রবিউল ইসলাম সোনাহার পাঠান পাড়া এলাকার বাবলু ইসলামের ছেলে। তিনি সোনাহার দাখিল মাদরাসার সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাভাইয়ের মোটরসাইকেল চালানোর জন্য দেবীগঞ্জ-সোনাহর সড়কে আসে রবিউল ইসলাম। চেয়ারম্যান পাড়া এলাকায় দ্রুত গতিতে মোড় ঘুরাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় রবিউল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রবিউলের মৃত্যু হয়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে।
১৭ মার্চ ২০২৪, ২১:৪৪

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
মালয়েশিয়ায় গাড়িচাপায় রাজন মাহমুদ মৃধা (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মালয়েশিয়ার চ্যারাস শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চর লাউলানি গ্রামের জাহাঙ্গীর মৃধার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, পরিবারের ভাগ্য ফেরাতে ২০২৩ সালে মালয়েশিয়ায় যান রাজন। তিনি মালয়েশিয়ার চ্যারাস শহরে সড়কে শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে কাজ শেষে সড়কের পাশে প্রয়োজনীয় জিনিস গুছাচ্ছিলেন রাজন। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে অন্য শ্রমিকরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  নিহত রাজনের বাবা জাহাঙ্গীর মৃধা বলেন, আমার আগে আমার ছেলের মৃত্যু হলো। এটা খুবই কষ্টের। সরকার যেন ছেলে রাজনের মরদেহ দ্রুত দেশে পৌঁছে দেয়। ইউপি সদস্য আনসার মাঝি বলেন, নিহত রাজন মাহমুদের স্বজনরা পরিষদে এসেছিলেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব কাগজপত্র প্রস্তুত করে তাদেরকে দেওয়া হয়েছে। আশা করি দ্রুত রাজনের মরদেহ দেশে আনা হবে। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য গণমাধ্যমকে বলেন, প্রবাসে কেউ মারা গেলে উপজেলা প্রশাসন নিহত পরিবারের পাশে থাকার চেষ্টা করে। রাজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৮

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাকেল দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতদের একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন মোটরসাইকেল আরোহী কামাল হোসেন (৪৩)। আরেকজনের নাম জানা যায়নি। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে মোটরসাইকেলে শিশুসহ দুজন ঢাকা থেকে মাওয়া যাচ্ছিল। পথে দুপুর দেড়টার দিকে শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের হাসাড়ায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে পুলিশের ধারণা, নিহতরা সম্পর্কে বাবা ও মেয়ে হতে পারেন।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৮

পাটগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার ও পাটগ্রাম চৈতার বাজার এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান (৩০) ও সহিদার রহমান (৫০) নামে দুজন নিহত হয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে পাটগ্রাম ইউনিয়নের চৈতের বাজার ও সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। ঘুন্টি বাজারে নিহত আমিনুর রহমান বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারী গ্রামের রহিম উদ্দিনের ছেলে এবং সহিদার রহমান পাটগ্রাম ইউনিয়নের টেপুরগাড়ি গ্রামের ধওলা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে পাটগ্রামে যাওয়ার পথে ঘুন্টি বাজারে একটি পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিনুর রহমান নিহত হন। এ সময় ওই মোটরসাইকেলের চালক করিদুল ইসলাম ও মতিজুল গুরুতর আহত হন। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও সহযোগী চালক পলাতক রয়েছেন।   খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  অপরদিকে নিহত সহিদার রহমান উপজেলার চৈতের বাজার এলাকায় রাস্তায় হাঁটার সময় চলন্ত বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মারা যান।  এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, মৃত সহিদার রহমানের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে বুড়িমারী ঘুন্টি বাজার এলাকার সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৪

সড়ক দুর্ঘটনায় আহত নারী পুলিশ কর্মকর্তার মৃত্যু
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০দিন পর চিকিৎসাধীন অবস্থায় সিআইডির উপপরিদর্শক (এসআই) বিচিত্রা রানী বিশ্বাস (৪৬) মারা গেছেন।  শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মারা যান। ফরিদপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি ফরিদপুরের নগরকান্দার মহিলা রোডে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সিআইডির পুলিশ কর্মকর্তা বিচিত্রা রানী আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান বিচিত্রা।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৭

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
মৌলভীবাজারে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জনি হায়দার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পৌর শহরের ওয়াপদা সড়কের বনবীথি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত জনি হায়দার (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেল চালিয়ে জনি শহরের কোর্ট এলাকায় আসার পথে ওয়াপদা সড়কের বনবীথি এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়