• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিট স্পনসর ‘কোকা কোলা’
বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিট স্পনসর হয়েছে কোকা কোলা। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বেভারেজ পার্টনার হিসেবে চুক্তি করেছে কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানিটি। সোমবার (১৮ মার্চ) মিরপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই পক্ষের চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে জানায় বিসিবি। কোকা কোলার সঙ্গে সাড়ে তিন বছরের জন্য কিট স্পনসরের চুক্তি করেছে বিসিবি। এ ছাড়াও আগামী ২ বছর পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দলসহ সব ফরম্যাট ও ক্যাটাগরিতেই বেভারেজ পার্টনার হিসেবে থাকবে তারা। কোকা কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু উন নাহার বলেন, খেলার আছে মানুষকে ঐক্যবদ্ধ করার অসীম শক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এই পার্টনারশিপ, ক্রিকেটের প্রতি মানুষের আবেগের সঙ্গে আমাদের ব্র্যান্ডকে ঐক্যবদ্ধ করার চমৎকার সুযোগ করে দেয়।  তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো জাতীয় নারী ক্রিকেট দলের স্পনসর হয়ে, সব স্তরের ক্রিকেট সমর্থন করা এবং এর মাধ্যমে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরা। পাশাপাশি আমরা আরও বেশি সংখ্যক নারীকে ক্রিকেট খেলায় আসার প্রতি উৎসাহিত করতে চাই।  প্রতিষ্ঠানটি কিট স্পনসর হিসেবে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করবে।  আর বেভারেজ পার্টনার হিসেবে বিসিবির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত।   বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, কোকা কোলা বাংলাদেশকে আমাদের কিট স্পনসর ও অফিশিয়াল বেভারেজ পার্টনার হিসেবে পেয়ে আমরা গর্বিত। নারী ক্রিকেটকে উন্নত করা এবং সব স্তরে প্রতিভার লালন করাই আমাদের লক্ষ্য। এই পার্টনারশিপ সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।  এর আগে গত মাসে মূল স্পনসর হিসেবে টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে সাড়ে তিন বছরের জন্য চুক্তি করেছিল বিসিবি। চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুলাই পর্যন্ত। চুক্তি অনুসারে, এ সময়ে বিসিবিকে ৫০ কোটি টাকা প্রদান করবে রবি।
১৮ মার্চ ২০২৪, ২০:০৮

দেশেই তৈরি হচ্ছে ডেঙ্গু পরীক্ষার কিট
এবার দেশেই তৈরি হচ্ছে ডেঙ্গু টেস্ট কিট। এই কিট দিয়ে ১০ মিনিটেই ডেঙ্গু শনাক্ত করা যাবে। আর পরীক্ষার খরচও নেমে আসবে অর্ধেকে। শুধু তাইউ নয়, এই কিট শতভাগ সঠিক তথ্য দিতে সক্ষম বলে দাবি গবেষকদের।  বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্-বিআরআইসিএম এরই মধ্যে অ্যান্টিজেন কিটটি তৈরির অনুমোদন পেয়েছে। বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মালা খান জানিয়েছেন, প্রায় আড়াই বছর গবেষণার পর সফলতা ধরা দিয়েছে তাদের হাতে। এরই মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করা হয়েছে। তৃতীয় পক্ষের মাধ্যমে ১০০ জনের ওপর এই পরীক্ষা চালানো হয়েছে। যেখানে শতভাগ সফলতাও এসেছে বলে দাবি তার। তিনি বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী গবেষনা ও পরীক্ষার প্রতিষ্ঠিত নিয়ম মেনেই প্রতিটি ধাপ এগিয়ে নেওয়া হয়েছে। সব তথ্য পর্যালোচনা করে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল-বিএমআরসি’র অনুমোদন মিলেছে। সর্বশেষ গত ১৬ জানুয়ারি ঔষধ প্রশাসন অধিদপ্তর-ডিজিডিএ উৎপাদনের অনুমোদন দেয়। এখন বিআরআইসিএম ডেঙ্গু পরীক্ষার কিট তৈরি শুরু করেছে। প্রতিষ্ঠানটির গবেষকরা জানান, ৪ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে এই কিট; যা বাজারে পাওয়া অন্য কিটগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে। গবেষক দলের সদস্য মাহমুদুল হাসান বলেন, অ্যান্টিজেন এই কিটে সিরাম, প্লাজমা ও রক্তের মাধ্যমে ফলাফল জানা যাবে। পাশাপাশি ডেঙ্গুর ধরন ‘ডেন-৪’ও এই কিটে শনাক্ত করা যাবে। মালা খান জানান, ডেঙ্গু শনাক্তকরণে বর্তমানে দেশে যেসব কিট ব্যবহার করা হচ্ছে তা শতভাগ আমদানি করা। যার জন্য ১৪০ থেকে ১৯৫ টাকা পর্যন্ত খরচ হয়। কিন্তু, দেশে তৈরি এই কিটে খরচ হবে ১০০ থেকে ১২০ টাকা। আর ১০ মিনিটেই ফলাফল পাওয়ার কারণে বেশি বেশি পরীক্ষা করা যাবে। প্রতিদিন এক লাখ কিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি বিদেশ নির্ভরতা কমাবে। পাশাপাশি সংরক্ষণ করা সহজ হওয়ার কারণে দেশের বাইরে রপ্তানিও করা যাবে। তবে দেশের বাইরে রপ্তানি করতে গেলে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রক সংস্থাগুলোর ছাড়পত্রের প্রয়োজন হয়। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, করোনা হলেও পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ‘ক্রস রিএক্টিভিটি’ বলা হয়। দেশে তৈরি এই কিটে যা হবে না বলেই দাবি গবেষকদের। তারা বলছেন, করোনা, জিকা ও চিকনগুনিয়া ভাইরাসের প্রভাব থাকলেও ডেঙ্গুর ফলাফল শতভাগ সঠিক দেবে নতুন এই কিট। অর্থাৎ এখানে ‘ক্রস রিঅ্যাক্টিভিটি’ নেই। পাশাপশি এই অ্যান্টিজেন পরীক্ষায় ফলস নেগেটিভ বা ফলস পজেটিভ আসারও সুযোগ নেই বলে দাবি গবেষকদের। ডেঙ্গু পরীক্ষার জন্য বাংলাদেশে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে কিট আমদানি করা হয়। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এর দামের ওঠা-নামা করে। আবার অনেক সময় পাওয়া যায় না, গেল বছর এমন সমস্যার কারণে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু সনাক্তের পরীক্ষা বন্ধ ছিলো। নিজেরা এমন কিট তৈরি করতে পারলে সেই সমস্যার দূর হবে।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০০

ভ্যানে চড়ে মিরপুরে প্রবেশ করল ক্রিকেটারদের কিট ব্যাগ
গত আসরে বিপিএলের নানা অনিয়ম চোখে পড়াই সমালোচনার শিকার হতে হয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিলকে। তাই এবারের আসর শুরু অনেক আগে থেকেই টুর্নামেন্টকে জাঁকজমক করার চেষ্টা করছে আয়োজকরা। তবে বিপিএল বলে কথা অনিয়ম থাকবে না, তাই কখনও হয়। এবার দেখা গেল ভ্যানে করে ক্রিকেটারদের কিট ব্যাগ স্টেডিয়ামে প্রবেশ করানো হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিরপুরে অনুশীলন করেছে দুর্দান্ত ঢাকা। এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন উদ্বোধনী দিনের দুই ম্যাচে চার দলের বেশ কয়েকজন ক্রিকেটার। এ সময় দেখা যায় দুটি ভ্যান ক্রিকেটারদের বেশ কয়েকটি কিট ব্যাগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করছেন। তবে নির্দিষ্ট করে বোঝা যায়নি আসলে কোন দলের ক্রিকেটারদের এই ব্যাগগুলো। তবে দুইটি ব্যাগে খুলনা টাইগার্সের লোগো দেখে মনে হচ্ছিল ভ্যান দুটি খুলনা টাইগার্সের হতে পারে। এর আগে আমরা দেখেছি যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে দলগুলো নিজেদের টিম বাসকে ক্রিকেটারদের ছবি এবং দলের লোগোর ছবি দিয়ে রাঙিয়ে তুলতেন। তবে এবারের আসরে সেই ঐতিহ্যও হারিয়েছে দলগুলো। বিসিবি যেখানে নিজেদের লভ্যাংশ ভাগ করতে চাই না, সেখানে দল গুলোই বা কেন বাড়তি খরচ করবে। তাই সাদামাটা ভাবে আয়োজন করে যতটা টাকা বাঁচানো যায়, এই পথেই হাঁটছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। আসরের সব থেকে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালতো বলেই দিয়েছেন, চলতি আসর শেষে দল রাখবেন না তিনি। আগামীকাল আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মোকাবিলা করবে দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট ও চট্টগ্রাম।
১৮ জানুয়ারি ২০২৪, ২১:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়