• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ছাতকে ১৪৪ ধারা জারি 
সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ১৪৪ ধারা জারি থাকবে। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে এক আদেশে ১৪৪ ধারা জারি করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না।  আদেশে বলা হয়, ছাতক উপজেলাধীন জাউয়া বাজার ইজারাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে। তাই আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জাউয়া বাজার এলাকা ও তার আশেপাশের এলাকায় ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি থাকবে।  এতে আরও বলা হয়, ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় ওই এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনও অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোনও ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা তার অধিকসংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।  
২০ এপ্রিল ২০২৪, ০৩:২০

সংঘর্ষের আশঙ্কায় সায়েন্সল্যাবে সতর্ক অবস্থানে পুলিশ
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রোববার (২৮ জানুয়ারি) সকাল থেকে সেখানে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, প্রায় ৬০ থেকে ৭০ জন পুলিশ সদস্য ঢাকা কলেজের নায়েমের গলির সামনে, ঢাকা সিটি কলেজের মূল ফটকের সামনে এবং সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় নিউমার্কেট ও ধানমন্ডি থানার পাশাপাশি রয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ সদস্যরাও। তারা পুরো এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো ধরনের সংঘর্ষ কিংবা এ জাতীয় পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাস ও লেগুনা ভাঙচুর করা হয়।
২৮ জানুয়ারি ২০২৪, ১৩:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়