• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে রুখে দিলো আর্সেনাল
ঘরে ফেরার ম্যাচে গোল পেয়েছিলেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তবে তার ছন্দে ফেরার দিনেও আর্সেনালের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এই দুই দলের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) এমিরেটস স্টেডিয়ামে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের ১২তম মিনিটে বেন হোয়াইটের দারুণ পাসে ঠান্ডা মাথার নিখুঁত বাঁকানো শটে দলকে এগিয়ে দেন বুকায়ো সাকা। তবে বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেননি মিকেল আর্তেতার দল। উল্টো পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধে লিন্দ্রো টোসার্ডের গোলে সমতায় ফিরলেও কোনো দলই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। ম্যাচের ১৮তম মিনিটে আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াইসের ভুলে সমতায় ফেরে বায়ার্ন। বক্সে অনেকটা এগিয়ে মাঝমাঠেই বল ফেরত পাঠান ব্রাজিলিয়ান এই তারকা। মুহূর্তেই গ্যানাব্রিকে খুঁজে নেন গোরেটস্কা। এরপর দারুণ এক স্লাইডে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর স্বাগতিকদের রক্ষণের ভুলেই এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। সফল স্পট কিকে এমিরেটস স্টেডিয়াম মাতান কেইন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে এটি তার ৩৯তম গোল। বিরতি থেকে ফেরার পরও একই তালে খেলতে থাকে দুই দল। আর্সেনাল বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ-পাল্টা আক্রমণে স্বাগতিকদের ব্যস্ত রাখে বায়ার্ন। তবে কোনো দলই প্রত্যাশিত সুযোগ তৈরি করতে পারছিল না। এরপর ম্যাচের ৭৬তম মিনিটে দলকে সমতায় ফেরান ট্রোসার্ড। বক্সের ভেতরে অরক্ষিত ট্রোসার্ডকে খুঁজে নেন গ্যাব্রিয়েল জেসসু। এরপর বুলেট গতির শটে জাল খুঁজে নেন তিনি। পরে আর কোনো গোল না হওয়ায় সমতায় নিয়েই মাঠে ছাড়ে দুই দল।
১০ এপ্রিল ২০২৪, ১৪:২৯

ফের শীর্ষে আর্সেনাল
জমে উঠেছে আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ত্রিমুখী শিরোপা নির্ধারণী লড়াই। আজ আর্সেনাল তো কাল আবার লিভারপুর ছিনিয়ে নিচ্ছে টেবিলের রাজত্ব। শেষের দিকের ম্যাচগুলোতে এভাবেই জমজমাট তিন দলের শিরোপা লড়াই। এবার এই লড়াইয়ে আরেকবার লিভারপুলকে টপকে এক নম্বরে ওঠেছে গানাররা। শনিবার (৬ এপ্রিল) ব্রাইটনের বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। ওই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মাইকেল আর্তেতার দল; ব্রাইটনকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। এদিন মাঠে বল দখলে বেশ পিছিয়ে ছিল আর্সেনাল। তবে আক্রমণে ক্ষুরধার গানাররা। তাদের নেওয়া ২০টি শটের মধ্যে সাতটিই ছিল লক্ষ্যে। তুমুল আক্রমণের একপর্যায়ে ম্যাচের ৩৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্তেতার দল। স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন বুকায়ো সাকা। বিরতি থেকে ফিরে আরও দুটি গোলের দেখা পেয়েছে আর্সেনাল। ম্যাচের ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাই হ্যাভার্টজ। এরপর ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে ব্রাইটন থেকে ধারে আর্সেনালে যাওয়া লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ব্যবধান বাড়ে দলটির। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠে ছাড়ে তারা।   এই জয়ে ৩১ ম্যাচে ৭১ পয়েন্টে টেবিলের শীর্ষে আর্সেনাল। অন্যদিকে সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি। আর তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্টে তালিকার দুইয়ে লিভারপুল।
০৭ এপ্রিল ২০২৪, ১৩:১২

টাইব্রেকার ভাগ্যে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পোর্তোর বিপক্ষে আর্সেনালকে কঠিন পরীক্ষাই দিতে হলো। ম্যাচের নির্ধারিত সময়ে ১-০ গোলে জেতে তারা। কিন্তু প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানেও ফল না আসলে টাইব্রেকার ভাগ্যে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। ২০১০ সালের পর প্রথমবার এই টুর্নামেন্টের কোয়ার্টারে উঠলো গানাররা। মঙ্গলবার (১২ মার্চ) রাতে এমিরেটসে রোমাঞ্চকর লড়াই শেষে টাইব্রেকারে ৪-২ গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। এদিন নিজেদের মাঠে শুরুর দিকেই এগিয়ে যায় প্রথম লেগে হারা আর্সেনাল। ম্যাচের ৪১তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে এগিয়ে যায় গানাররা। এরপর আর কোনো গোল না হলেও শেষ পর্যন্ত লিড ধরে রেখেছিল আর্তেতার শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ১-১ সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। এরপর সেখানেও গোল করতে পারেনি কেউই। এতে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে গানারদের বাঁচিয়েছেন গোলরক্ষক ডেভিড রায়া। পোর্তোর দুটি স্পটকিক ফিরিয়েছেন ধারে আর্সেনালের হয়ে খেলা এই গোলকিপার।  তার দারুণ দুটি সেভ ও আর্সেনালের হয়ে মার্টিন ওডেগার্ড, কাই হ্যাভার্টজ, বুকায়ো সাকা এবং ডেক্লান রাইসের সফল স্পটকিকে ৪-২ গোলের জয় পায় আর্তেতার শিষ্যরা।
১৩ মার্চ ২০২৪, ১১:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়