• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
থানচিতে গোলাগুলির মধ্যে আটকা শ্যামল মাওলাসহ শুটিং ইউনিট
বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংকে হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে। তার ঠিক পাশেই একটি হোটেলে অবস্থান করছে ‘নাদান’ সিনেমার শুটিং ইউনিট। গত ১ এপ্রিল বান্দরবানের থানচিতে যান অভিনেতা শ্যামল মাওলা, তার স্ত্রী মাহা, সিনেমাটির পরিচালক ফরহাদ চৌধুরী, অভিনেতা এরফান মৃধা শিবলু ও চিত্রনায়ক সাইফ খানসহ বেশ কয়েকজন। টানা দুই দিন কাজ করার পর আজ (৩ এপ্রিল) দুপুরে তারা বিপাকে পড়েছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন শুটিং ইউনিটের বেশ কয়েকজন। জানিয়েছেন, তাদের হোটেলে ৪০-৫০ রাউন্ড গুলি এসে লেগেছে। তারা বেশ তটস্থ হয়ে পড়েছেন। সাইফ খান বলেন, হুট করেই আজ সকাল থেকে পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে। আমরা হোটেলে অবরুদ্ধ আছি। আশা করছি, ঘণ্টা খানেকের মধ্যে এই স্থান ত্যাগ করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন।  তিনি জানান, পুলিশ তাদের জানিয়েছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন এ গোলাগুলি চালাচ্ছে। এদিকে বান্দরবানে যাওয়ার পর থেকেই শ্যামল মাওলার ফোন বন্ধ।  প্রসঙ্গত, বুধবার (৩ মার্চ)  দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীরা থানচির সোনালী ব্যাংকে ঢুকে পড়ে। তবে ব্যাংক থেকে টাকা লুট হয়েছে কি না, বা কত টাকা লুট হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। এর আগে মঙ্গলবার ( ২ মার্চ) রাত নয়টার দিকে ৭০ থেকে ৮০ জনের একটি সশস্ত্র দল রুমাতে সোনালী ব্যাংকে হামলা চালায়। সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ১৪টি অস্ত্র লুট করে এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।
০৩ এপ্রিল ২০২৪, ১৮:৫৭

জালে আটকা লক্ষ্মীপ্যাঁচা, উদ্ধারের পর অবমুক্ত
পটুয়াখালীর কলাপাড়ায় জালে আটকা পড়া একটি লক্ষ্মীপ্যাঁচা উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে।  সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমীরাবাদ গ্রাম থেকে আবুল বাশার (৫৫) নামের এক ব্যক্তি এ প্যাঁচাটি উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে লক্ষ্মীপ্যাঁচাটি ওই এলাকায় অবমুক্ত করা হয়। আবুল বাশার জানান, সন্ধ্যার সময় এ লক্ষ্মীপ্যাঁচাটি আমার এক প্রতিবেশীর জালে আটকা পড়ে। খবর পেয়ে রাতে আমি প্যাঁচাটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। পরে প্রাথমিক চিকিৎসা শেষে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যদের উপস্থিতিতে প্যাঁচাটি অবমুক্ত করি। এখন আগের মতো আর লক্ষ্মীপ্যাঁচা সচরাচর দেখা মেলে না। আর এ প্রজাতির প্যাঁচা এর আগে আমি আর এই এলাকায় লক্ষ্য করিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি। তিনি জানান, লক্ষ্মীপ্যাঁচা উদ্ধারের খবর শুনেছি। এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা এ প্যাঁচাটি উদ্ধার করে অবমুক্ত করতে সাহায্য করেছে। আমরা বন বিভাগ সব সময় তাদেরকে সহযোগিতা করি।
১৯ মার্চ ২০২৪, ০৯:৫৫

প্রাইভেটকারের ভেতরে আটকা পড়লেন চালক, ১ ঘণ্টা পর উদ্ধার
রাজধানীর বিজয় সরণি এলাকায় একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে বালুবাহী ট্রাক। এতে দুমড়ে মুছড়ে যায় প্রাইভেটকারটি। এ সময় ভেতরে আটকা পড়েন চালক সোহেল রানা।  মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিজয় সরণি সিগনালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় সরণির সিগনাল পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের ওপর বালুবাহী ট্রাক উল্টে পড়ে। এতে প্রাইভেটকারের ভেতরে আটকা পড়েন চালক। ভেতরে তিনি একাই ছিলেন। এরপর গাড়ির দরজা কেটে প্রায় ১ ঘণ্টা পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পুলিশ জানিয়েছে, সোহেল রানাকে উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে।
১৩ মার্চ ২০২৪, ০৫:০০

৯৯৯-এ ফোন, সুয়ারেজ লাইনে আটকা দুই শিশু উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে চট্টগ্রামে ওয়াসার সুয়ারেজ লাইন থেকে দুই কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। চট্টগ্রামের কোতোয়ালি থানার শুঁটকি পট্টি এলাকায় ছিঁচকে চোর সন্দেহে দুই কিশোরকে ধাওয়া দিলে তারা ভয়ে ওয়াসার সুয়ারেজ লাইনের মধ্যে ঢুকে পড়ে। দৌড়ে লাইনের ভেতরে অনেক দূরে পর্যন্ত চলে যায় তারা। এরপর বের হওয়ার পথ খুঁজে না পেয়ে সেখানে আটকা পড়ে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) খোকন নামে একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান। পরে কনস্টেবল মাইনুল তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানাধীন নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। একই সঙ্গে কোতোয়ালি থানায় বিষয়টি জানানো হয়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন। সংবাদ পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ফুটপাতের স্ল্যাব খুলে ১২ ও ১৪ বছর বয়সী দুই কিশোরকে উদ্ধার করে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২০

হারের বৃত্তে আটকা পড়েছে সিলেট, বরিশালের দ্বিতীয় জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে হারের বৃত্ত থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না গতবারের রানার্স আপরা। টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। যা আগের নয় আসরে কখনও এমন হয়নি বাংলাদেশের এই সফলতম অধিনায়কের সঙ্গে। পঞ্চম ম্যাচে বরিশালের কাছে ৪৯ রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার (৩০ জানুয়ারি) টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে নেমে সিলেটকে ১৮৭ রানের লক্ষ্য দেয় তামিম-রিয়াদরা। জবাব দিতে নেমে ১৫ বলে হাতে থাকতেই ১৩৭ রানে অলআউট হয় সিলেট স্ট্রাইকার্স। এতে ৪৯ রানের বড় জয় পায় বরিশাল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি সিলেটের ওপেনার নাজমুল হাসান শান্ত। ৭ বলে ৯ রান করে মিরাজে বলে কট আউট হন এই বাঁহাতি ব্যাটার। তিন নম্বরে ব্যাট করতে এসেও সুবিধা করতে পারেননি মাশরাফী। ৩ বলে ২ রান করে আউট হন এই টাইগার পেসার। ২৩ বলে ২৫ রান করে বিদায় নেন আরেক ওপেনার শামসুর রহমান শুভ। তবে বেনি হাওয়েলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জাকির হাসান। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে সিলেট। কিন্তু ফিফটি পূরণের জন্য চার রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন জাকির। ৩৪ বলে ৪৬ রান করে ইমারনকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। পরের ওভারে মিরাজকে বাউন্ডারি মারতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন বেনি হাওয়েল। ১৯ বলে ২৪ রান করে এই ডান হাতি ব্যাটার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। ৪ বলে ২ রান করে আউট হন আরিফুল হকও। আকিভ জাভেদকে উড়িয়ে মারতে গিয়ে ৪ বলে ১ রান করে আউট হন রাইয়ান বার্ল। ২ বলে ১ রান করে রান আউট হন নাইম হাসান। শেষ দিকে ৪ বলে ১২ রা করে রেজাউর রহমান রাজা এবং রিচার্ড এনগারাভা শূন্য রানের আউট হলে ১৫ বলে হাতে থাকতেই ১৩৭ রানের অলআউট হয় সিলেট স্ট্রাইকার্স। ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন মোহাম্মদ ইমরান। মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও আকিভ জাভেদ নেন এক উইকেট।
৩০ জানুয়ারি ২০২৪, ২২:১০

কুয়াশায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ, আটকা ৬ ফেরি
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশাও বাড়তে থাকে। যে কারণে তিনটি নৌরুটে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৬টি ফেরি। আরও পড়ুন : পাটুরিয়া-দৌলতদিয়া রুটে মাঝ নদীতে ডুবে গেছে ফেরি ‘রজনীগন্ধা’   দুর্ঘটনা এড়াতে এ তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ।  তিনি জানান, রাত থেকেই এ তিন নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাত ২টার দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।  এতে মাঝ পদ্মায় ছোট-বড় ৬টি ফেরি আটকা পড়েছে।
১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়