• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo
বান্দরবানের লামায় রাইফেলসহ যুবক গ্রেপ্তার
বান্দরবানের লামায় রাইফেলসহ জুয়েল ত্রিপুরা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল ত্রিপুরা গজালিয়া ইউনিয়নের লুলাইং পাড়া এলাকার অনজাহা ত্রিপুরার ছেলে। পুলিশ জানায়, রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় একটি রাইফেলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ। তিনি বলেন, চাঁদাবাজির ঘটনায় অস্ত্রসহ এক যুবককে আটক করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
২৭ এপ্রিল ২০২৪, ০৯:১৮

ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলার জয় উদযাপন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইয়াকুব (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।  শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত ইয়াকুব ওই এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।  এরমধ্যে গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। তিনি বলেন, বিকেলে নরসিংসার গ্রামের দক্ষিণ-পশ্চিমপাড়া ও উত্তরপাড়ার মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দক্ষিণ-পশ্চিমপাড়া জয়লাভ করে। জয়লাভের পর তারা মাঠে আতশবাজি ফুটিয়ে জয় উদযাপন করছিল। এতে উত্তরপাড়ার কয়েকজন ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে থাকা দক্ষিণ-পশ্চিমপাড়ার খেলোয়াড় ও সমর্থকদের ওপর হামলা করে। এতে কয়েকজন আহত হলে তাদেরকে জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে ইয়াকুব নামে এক যুবক নিহত হন এবং একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।  তিনি আরও বলেন, ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 
২৬ এপ্রিল ২০২৪, ২১:৪৪

পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রনি বর্মণ (২৩) নামে এক প্রতিবন্ধী যুবক পরিত্যক্ত নলকূপের পাইপের ভেতরে আটকা পড়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের পূর্ব নেমাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। রনি বর্মণ একই এলাকার চৈতন্য বর্মণের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যুবককে উদ্ধারে কাজ করছেন।  স্থানীয়রা জানান, বিএমডিএর গভীর নলকূপটির পানির স্তর নিচে নেমে যাওয়ায় নতুন করে আরেকটি গভীর নলকূপ কিছুদিন আগে বসানো হয়। ফলে আগেরটি পরিত্যক্ত হয়ে পড়েছিল। প্রতিদিনের মতো খেলতে এসে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের পাইপে আটকা পড়েন রনি। খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তাদের সঙ্গে যোগ দেয় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট। দুপুর তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা রনি নামে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে পাইপের ভেতরে বাইরে থেকে বাতাস দেওয়ার চেষ্টা করছেন। নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনতাজুল হক বলেন, গভীর নলকূপের পাইপে এক যুবক আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার কাজ করছেন। এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান জানান, রনি বর্মণ নামের প্রতিবন্ধী ওই যুবক ওই এলাকায় ঘুরাঘুরি করতেন। আজ পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের কাছে গেলে তিনি পড়ে যান। এ সময় মাঠের কয়েকজন কৃষক ওই নলকূপের কাছে পানি খাওয়ার জন্য এসেছিল, তারা ছেলেটির কান্নার আওয়াজ শুনে সবাইকে জানান। খবর পেয়ে সকাল থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন। তবে এখনও ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি।
২৬ এপ্রিল ২০২৪, ১৭:০৯

সাপের কামড়ে প্রাণ গেল যুবকের 
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সাপের কামড়ে ইমামুল বেপারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৬ এপ্রিল) সকালে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  ইমামুল বেপারী সখিপুর থানার সখিপুর ইউনিয়নের আনু সরকারের কান্দি গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে। চার ভাই তিন বোনের মধ্যে ইমামুল ছোট। তিনি একজন প্রবাসী ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, ইমামুল বেপারী গ্রামের এক পারিবারিক অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরেন। বাড়িতে তীব্র গরম থাকায়, রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের সড়কে বাতাসে গিয়ে বসেন তিনি। তখন তাকে বিষধর সাপে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ডান পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান। পরে পা রশি দিয়ে বেঁধে দিয়ে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। সদর হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় ইমামুলকে বাসায় নিয়ে যায় স্বজনরা। পরে শুক্রবার সকালে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।  আনু সরকারের কান্দি গ্রামের বাসিন্দা ও ইমামুলের বন্ধু খোকন মিয়া বলেন, ইমামুল রাতে বাড়ির সামনের সড়কে বসে ছিল এ সময় বিষধর সাপে কামড় দেয় তাকে। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে সাপের আতঙ্ক দেখা দিয়েছে।   সখিপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, প্রচণ্ড গরমে সাপ ও পোকামাকড়ের উৎপাতে এলাকাবাসী আতঙ্কে আছেন। ধারণা করা হচ্ছে, বিষধর সাপের কামড়ে ইমামুলের মৃত্যু হয়েছে। শরীয়তপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, সম্ভবত অ্যান্টিভেনম ইনজেকশন শেষ হয়ে গেছে। যিনি এর দায়িত্বে ছিলেন তাকে আমি উপজেলার হাসপাতাল থেকে অ্যান্টিভেনম আনতে বলেছিলাম। তবুও বিষয়টি আমি দেখছি।
২৬ এপ্রিল ২০২৪, ১৩:৫২

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী বিওপি (৬১ বিজিবি) থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (২০) উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অপির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সাত-আটজনের একটি গরু পাচারকারীর দল ঝালংগী বিওপি (৬১ বিজিবি) থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে পকেট পাড়া নামক স্থানে যায়। হঠাৎ ১৬৯ ডুরাডাবড়ী বিএসএফ ক্যাম্পের টহলদল সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় আবুল কালাম।   সঙ্গে থাকা অন্যরা উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে এনে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।   পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৬ এপ্রিল ২০২৪, ১৫:২৬

সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ আহত হন। এ ঘটনায় পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা এলাকার গোডাউন মোড়ে এ ঘটনা ঘটে। জানা যায়, সংসদ সদস্য আতাউল হক দোলন ও তার সফর সঙ্গীরা পৌরসভা এলাকার গোডাউন মোড় জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সোহাগের বাড়িতে নৈশভোজের উদ্দেশ্যে রওনা হন। এ সময় এমপি দোলন তার গাড়িতে ছিলেন না। তিনি ঘটনার ১০ মিনিট আগে মোটরসাইকেলে জরুরি কাজে শ্যামনগরে আসেন। গাড়িতে তার ড্রাইভার রহমত আলী, ব্যক্তিগত সহকারী শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ ও আব্দুল্লাহ আল হাবীব ছিলেন। পথে গোডাউন মোড়ের কাছে পৌঁছালে এক যুবক এমপির গাড়িতে ইট নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং ইটের আঘাতে উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ আহত হন। এমপি আতাউল হক দোলন গণমাধ্যমকে জানান, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এতে আমার সফর সঙ্গী উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে কারা হামলার সঙ্গে জড়িত সে প্রসঙ্গে তিনি কিছু জানাতে পারেননি। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর কালিগঞ্জ উপজেলার হোগলা এলাকার আব্দুল হান্নানের ছেলে বাবু কাপালীকে (২৫) আটক করা হয়েছে।  
২০ এপ্রিল ২০২৪, ০৮:২৯

স্ত্রীকে ২০০ টুকরা করার পর সুবিধা জানতে গুগলের দ্বারস্থ যুবক
নিকোলাস মেটসন। যুক্তরাষ্ট্রের নেবরাস্কার অধিবাসী ২৮ বছর বয়সী এক যুবক। এক বছর আগে স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত হন তিনি। সম্প্রতি আদালতে সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন লিংকন শহরের এই বাসিন্দা। তার বয়ানে উঠে এসেছে স্ত্রী হত্যাকাণ্ডের লোমহর্ষক এক বর্ণনা।  লিংকন ক্রাউন কোর্টে দেওয়া ওই বয়ানে জানা যায়, গত বছরের মার্চে স্ত্রী হলি ব্রামলিকে ২০০ টুকরা করে হত্যা করেন মেটসন। এরপর টুকরোগুলো বস্তাবন্দি করে রান্নাঘরে রেখে গুগলে সার্চ করেন বেশ কয়েকটি প্রশ্নের উত্তর। এর মধ্যে একটি প্রশ্ন ছিল- ‘আমার স্ত্রী মারা গেলে আমি কী সুবিধা পাব?’ আরেকটি প্রশ্ন ছিল- ‘মৃত্যুর পর কেউ কি ভূত হয়ে তাড়া করতে পারে?’  পরে ব্রামলির মরদেহের টুকরাগুলো ফেলে দেওয়া হয় উইথাম নদীতে। আর এ কাজে অর্থের বিনিময়ে জোসুয়া হ্যানকক নামে নিজের এক বন্ধুকে কাজে লাগান মেটসন।   এর কয়েক দিন পরেই হলি ব্রামলির মরদেহের টুকরাগুলো পাওয়া যায় উইথাম নদীতে। এরপর মেটসন-ব্রামলি দম্পতির বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের সন্দেহ হয় বাড়ির অবস্থা দেখে। ফ্ল্যাটটিতে অ্যামোনিয়া এবং ব্লিচের তীব্র গন্ধ পেয়েছিলেন পুলিশ সদস্যরা। এ ছাড়া তারা বাথটাবে রক্তে ভেজা চাদর এবং মেঝেতে কালো দাগও খুঁজে পান। পরে মৃতের সঙ্গে মিলে যায় সেই রক্তের নমুনা। জানা যায়, ২০২১ সালে হলি ব্রামলির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিকোলাস মেটসন। যখন হত্যাকাণ্ডটি সংঘটিত হয়, তখন ছাড়াছাড়ির পর্যায়ে ছিলেন এ দম্পতি।    
০৮ এপ্রিল ২০২৪, ১২:১৫

প্রেমের টানে ঝালকাঠিতে ভারতীয় যুবক, পালালেন প্রেমিকা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্কের জেরে ঝালকাঠিতে প্রেমিকার বাড়ি এসেছেন ইমরান (৩৪) নামে এক ভারতীয় যুবক। কিন্তু তার আসার খবর শুনে বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিকা।  শনিবার (৬ এপ্রিল) বিকেলে কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দী এলাকার ইমাদুল হাওলাদারে বাড়িতে আসেন ইমরান নামে ওই যুবক। তিনি ভারতের উত্তর প্রদেশ কানপুর এলাকার ছেলে। তাকে একনজর দেখতে বিকেল থেকেই ওই বাড়িতে ভিড় জমান স্থানীয় লোকজন। খোঁজ নিয়ে জানা গেছে, ইমরানের সঙ্গে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ইমাদুল হাওলাদারের মেয়ে ফারজানার। দুই বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে ইমরান বিভিন্ন সময় ফারজানার কাছে টাকা পাঠাতেন এবং কুরিয়ারের মাধ্যমে পোশাক পাঠাতেন। এবার প্রেমিকাকে দেখতে ভারত থেকে ছুটে আসেন ইমরান। কিন্তু ইমরানের আসার খবর শুনে বাড়ি থেকে পালিয়ে গেছেন ফারজানা। এদিকে যুবকটির সঙ্গে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেয় ফারজানার পরিবারও। কোনো উপায় না পেয়ে পরে ফিরে যান তিনি। যাওয়ার আগে ইমরান বলেন, ফারাজানার ছোট খালা এবং আমি সৌদিতে এক মালিকের অধীনে চাকরি করেছি। সেই সুবাদে ফারাজানার সঙ্গে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক শুরু হয়। আমাদের প্রেমের সম্পর্ক ফারাজানার পরিবারের সবাই জানত। তারা আমার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারপর পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বাংলাদেশে আসি। এখানে আসার পর এখন তারা সব কিছু অস্বীকার করছে। আমার সঙ্গে প্রতারণা করেছে। এখন বাধ্য হয়ে আবার দেশে ফিরে যাচ্ছি। ইমরানকে চিনলেও মেয়ের প্রেম ও প্রতারণার বিষয়টি অস্বীকার করেন ফারজানার বাবা ইমদাদুল। তিনি বলেন, আমার শ্যালিকা সৌদি আরবে থাকেন। সেখান থেকে ইমরানের সঙ্গে আমাদের পরিচয় হয়। এরপর আমাদের একটা ভিসা দেওয়ার কথা বলেছিল। আমি তার হিন্দি ভাষা বুঝতে না পারার কারণে আমার মেয়ের সঙ্গে তার কথা হতো। আমার মেয়ের সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এটা মিথ্যা কথা। ফারাজানার খালা বলেন, যখন সৌদিতে থাকতাম তখন আমরা একই মালিকের অধীনে কাজ করতাম। একদিন আমার মোবাইল নষ্ট হয়ে গেলে আমি ইমরানের কাছে মোবাইল সারাতে দিয়েছিলাম। কারণ আমি মোবাইলের তেমন কিছু বুঝি না। এরপর সে কীভাবে আমার মোবাইল থেকে আমার ভাগ্নির ছবি নিয়ে যায়। আমি সৌদি থেকে বাংলাদেশ আসার সময় আমি একটা নম্বর দিয়ে এসেছিলাম। তারপর ইমরান ওই নম্বরে একমাস কল দিয়েছিল। এ ব্যাপারে কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বলেন, আমি ঘটনাটি শুনেছি। আমার যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে তাদের সহযোগিতা করা হবে।
০৭ এপ্রিল ২০২৪, ০২:২২

লঞ্চে আসার পথে মলম পার্টির খপ্পরে যুবক 
ঢাকা থেকে চাঁদপুরে লঞ্চে আসার পথে মলম পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে সবকিছু হারালো আবু বকর নামে এক যুবক। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে শহরের বড়স্টেশন মোলহেড থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে পুলিশ। যুবক আবু বক্কর শরীয়তপুর জেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন জয়নাল মোল্লার ছেলে। বর্তমানে হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় পথচারীরা দেখে অচেতন অবস্থায় পড়ে আছে যুবক আবু বক্কর। স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই আজাদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অচেতন হওয়া যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রথমে যুবকের পরিচয় জানা না গেলেও পরে অনলাইন মাধ্যমে দেখে তারা আবু বক্করকে নিশ্চিত করে। আবু বক্করের ভাই হজরত আলী জানায়, ঢাকা থেকে বোগদাদিয়া লঞ্চযোগে চাঁদপুরে আসার পথে মলম পার্টির খবর পড়ে সে অচেতন হয়। পরে তার সঙ্গে থাকা মোবাইল মানিব্যাগ ও জামা কাপড়ের ব্যাগ নিয়ে পালিয়ে যায় মলম পার্টির সদস্যরা। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান পরিবারের স্বজনরা। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। অচেতন হওয়া যুবককে তাৎক্ষণিক উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদেরকে আটকের চেষ্টা চলছে।
০৪ এপ্রিল ২০২৪, ১৯:০৯

সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়ে নিখোঁজ বাংলাদেশি যুবক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছে সাইফুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক। সাইফুল ইসলাম রাধানগর ইউনিয়নের হাসান আলীর ছেলে।  সাইফুল ইসলামের পরিবার জানিয়েছে, গত সোমবার রাতে ভারতে গরু আনতে সাইফুল ইসলামসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। বাড়ি ফিরে না আসায়, সাইফুলের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নন। তবে আশঙ্কা করছেন বিএসএফের গুলিতে সাইফুলের মৃত্যু হয়ে থাকতে পারে।  সাইফুল ইসলামের বড় ভাই রবিউল ইসলাম জানান, গত সোমবার এশার নামাজের পর সাইফুল ইসলামসহ কয়েকজন ভারতে গরু আনতে গিয়েছিল। এরপর থেকে তার ভাইয়ের কোন খোঁজ পাচ্ছেন না। যাদের সঙ্গে গরু আনতে গিয়েছিল, তারাও ফোন ধরছে না। তাই নিশ্চিত করে বলতে পারছেন না ভারতে কী হয়েছে তার ভাইয়ের ভাগ্যে। রবিউল ইসলাম আরও জানান, সাইফুল কৃষি কাজ করতেন। তার দুই ছেলে মেয়ে রয়েছে। কিভাবে যে ভারতে গরু আনতে গেল কিছুই বুঝতে পারছি না। যদি ধরা পড়ে তাহলেও যেন তাদের পরিবারকে জানানো হয় সেই অনুরোধ করেন তিনি। আর তার ভাই যদি গুলিতে মারা গিয়ে থাকেন তাহলে যেন লাশটা আনার ব্যবস্থা করে দেয় সরকার সেই অনুরোধও করেন তিনি।   এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা করা হলেও তাকে পাওয়া যায়নি।
০৩ এপ্রিল ২০২৪, ১২:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়