• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।  শুক্রবার (১৭ মে) দুপুরে শ্রীবরদী-শেরপুর সড়কের ভারেরা তিন রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুড়িকাহনিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হৃদয় (১৯) ও তারা মিয়ার ছেলে ফয়সাল মিয়া (১৭)। আহত মাসুম মিয়ার ছেলে তৌহিদ মিয়া (১৮)। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, দুপুরে হৃদয়, ফয়সাল ও তৌহিদ বাড়ি থেকে পার্শ্ববর্তী জামালপুলের বকশিগঞ্জের একটি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন তারা। ভারেরা তিন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক আসা অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহী তিনজন। স্থানীয়রা উদ্ধার করে দুজনকে শ্রীবরদী ও একজনকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক হৃদয় ও ফয়সালকে মৃত ঘোষণা করেন। শ্রীবরদী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অমিও জ্যোতি বলেন, দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আরেকজনকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কুড়িকাহনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিবার সূত্রে জানা যায়, নিহত হৃদয় এবার এসএসসি পাস করেছে আর ফয়সাল দশম শ্রেণির ছাত্র। আহত তৌহিদ মাদরাসা থেকে হাফেজি শেষ করেছে।
১৭ মে ২০২৪, ১৮:৩৩

অটোরিকশায় মোটরসাইকেল থেকে ‘গুলি’, অতঃপর... 
বগুড়ায় শাজাহানপুর উপজেলার দুর্বৃত্তদের গুলিতে জুলেখা খাতুন (৪০) নামে এক নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (১৬ মে) বেলা ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।  ঘটনার সময় ওই নারীর সঙ্গে থাকা ছেলের দাবি, তার মা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, ওই নারী গুলি বা অন্য কীসের আঘাতে আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  আহত জুলেখা শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী-সন্তানসহ বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় ভাড়া বাসায় বাস করেন।  জুলেখা খাতুনের ছেলে জাকির হোসেন জানান, তারা গোহাইল থেকে সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া শহরে আসছিলেন। অটোরিকশায় চালকসহ তারা তিনজন ছিলেন। দুপুর তিনটার দিকে বিপরীতমুখী চারটি মোটরসাইকেলে আটজন যুবক অটোরিকশাটিকে অতিক্রম করার সময় আকস্মিকভাবে একটি গুলি করে। গুলিটি তার মায়ের ঠোঁটের নিচে বিদ্ধ হয়। এতে তার দুইটি দাঁত ভেঙে যায়। পরে তিনি তার মাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম গণমাধ্যমকে বলেন, হাসপাতালে ওই নারীর চিকিৎসা চলছে। গুলি বা অন্য কোনো কিছুর আঘাতে ওই নারী আহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এক্স-রে করার পর চিকিৎসকের বরাত দিয়ে বিস্তারিত বলা যাবে।   
১৭ মে ২০২৪, ০৯:৩৭

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় আরমান খান (১৬) নামের এক স্কুলছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  রোববার (১২ মে) সন্ধ্যায় উপজেলার কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান খান গোবিনগর গ্রামের হান্নান খানের ছেলে। তিনি কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। পরিবার ও স্থানীয়রা জানান, আরমান এর আগেও একবার মোটরসাইকেল কিনে না দেওয়ায় বিষ পান করেছিলেন। সে সময় তার বাবা তাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। সেই মোটরসাইকেলটি পুরাতন হাওয়াই আবারও একটি মোটরসাইকেল কিনে দিতে পরিবারকে চাপ প্রয়োগ করে আসছিলেন আরমান। কিন্তু তার দাবি পরিবার মেনে না নেওয়ায় কয়েক দিন ধরে বাড়িতে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। পরে আজ সন্ধ্যায় নিজ ঘরে সাউন্ডবক্স চালিয়ে নিজের বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আরমান। এ বিষয়ে কালিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কমিশনার প্রদীপ কুমার বর্মন বলেন, ‘আরমান সবসময় ফিটফাট থাকতো। সে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ভিডিও তৈরি করে আপলোড করতো। অনেকেই তাকে টিকটকার আরমান নামে চিনতো। তার পিতা হান্নান খান পেশায় একজন অটোচালক। তার পক্ষে সব আবদার সবসময় মেনে নেওয়া আসলেই সম্ভব ছিল না।’ কালিয়া থানার সহকারী পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহের সুরতহাল রিপোর্ট করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।’
১২ মে ২০২৪, ২৩:৩৭

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের 
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় আবদুর রশিদ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (১২ মে) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত আবদুর রশিদ চুয়াডাঙ্গা শহরের বুজরুকগড়গড়ি এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি একটি ওয়ার্কশপের শ্রমিক ছিলেন। স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে কেদারগঞ্জ বাজারে ওয়ার্কাশপে যাচ্ছিলেন আবদুর রশিদ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে পেছনের চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মরদেহের ময়নাতদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন  রয়েছে।
১২ মে ২০২৪, ১৫:১৫

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১
সিরাজগঞ্জের কাজিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুনছুর আলী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা রিয়াদ নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছে।  বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার পাইকরতলী এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত মুনছুর আলী কাজিপুর উপজেলার পাচগাছী এলাকার মো. কালাম মিয়ার ছেলে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে মুনছুর ও তার বন্ধু দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সোনামুখী বাজার থেকে মেঘাইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাইকরতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোড়ে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুনছুরকে মৃত ঘোষণা করে।  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
০৯ মে ২০২৪, ২০:৩২

সকালে মোটরসাইকেল কিনে বিকেলে দুর্ঘটনায় নিহত তরুণ
গাজীপুরের কালিয়াকৈরে সকালে অন্যের কাছ থেকে মোটরসাইকেল কিনে বিকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ে নাহিদ হাসান (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) বিকেলে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে একই এলাকার এক ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেল কিনে আনেন উপজেলার জাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মইজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান (২৩)। বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ীয়া বাজারে যাচ্ছিলেন তিনি। এরপর কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে। আর ঘটনাস্থলেই নিহত হন নাহিদ হাসান। ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, নাহিদের লাশ উদ্ধার করে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে গেছেন।
০৭ মে ২০২৪, ২২:২৩

সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সাভারে অজ্ঞাত গাড়ির চাপায় নাহিদ মাহমুদ (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ। সোমবার (৬ মে) ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া পরিবহনটি শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত নাদিম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জামির্তা এলাকার মোহসীন আলীর ছেলে। তিনি মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে নাহিদ মাহমুদ যাচ্ছিলেন। তিনি মহাসড়কের পুলিশ টাউনের সামনে গেলে অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে। একইসঙ্গে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৭ মে ২০২৪, ০৮:৪৮

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইসতিয়াক ইসলাম সাফিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইমাম হাসান (১৯) নামে তার এক বন্ধু। শনিবার (৪ মে) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাফিনকে মৃত ঘোষণা করেন। সাফিনের মামা পাভেল আহমেদ জানান, সাফিন ও ইমামের বাসা গাজীপুরের টঙ্গী থানার চেরাগআলী বড় দেওড়া এলাকায়। উত্তরা কমার্স কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাফিন। তার বাবার নাম আব্দুর রশিদ। তিনি আরও জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মধ্যরাতে ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরছিল তারা। তখন বৃষ্টি হচ্ছিল। পথে বিমানবন্দর গোলচত্বর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাফিন। তখন রাস্তায় ছিটকে পড়ে দুজনই। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সাফিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত ইমাম চিকিৎসাধীন।
০৫ মে ২০২৪, ১৩:০৪

তীব্র রোদে মোটরসাইকেল চালাতে বিশেষজ্ঞদের সতর্কতা
দেশজুড়ে তীব্র তাপদাহেও থেমে নেই জীবনের ব্যস্ততা। প্রতিদিনই কাজের প্রয়োজনে বের হচ্ছেন হাজারো মানুষ। কেউ পায়ে হেটে, কেউ বাসে বা রিকশায়, গাড়িতে চড়ে গন্তব্যে পৌছাচ্ছেন। এরমধ্যে যাতায়াতের বাহন হিসেবে বেশি ব্যবহার হচ্ছে মোটরসাইকেল। এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছানো যায় বলে ব্যস্ত এই শহরে এখন মোটরসাইকেলের জনপ্রিয়তাই বেশি। তবে এই গরমে দীর্ঘসময় মোটরসাইকেল চালালে অস্বস্তি বাড়ে। সেই সঙ্গে মোটরসাইকেলেরও নানা সমস্যা যুক্ত হয়। তাই গরমে মোটরসাইকেল চালাতে কিছু বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে মোটরসাইকেল চালানোর সময় অসতর্ক হলেই হতে পারে বড় ক্ষতি। বিশেষ করে এই গরমে মোটরসাইকেলের কয়েকটি পার্টস যেমন, টায়ার ও ফুয়েল ট্যাংকের দিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া কড়া রোদে মোটরসাইকেল পার্ক করে রাখাও বিপদজ্জনক। হালকা রঙের কাপড় দিয়ে এটি ঢেকে রাখতে হবে। হাইড্রেটেড থাকুন- মোটরসাইকেল হোক বা সাইকেলে গিয়ারের চাপে গরম লাগবেই। তাই পানি সঙ্গেই রাখুন। ত্বকে সানস্ক্রিন লাগিয়ে মোটরসাইকেল চালান। এই সময় হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তাই দীর্ঘসময় মোটরসাইকেল নিয়ে রোদে দাড়িয়ে থাকবেন না। বাইকের কুল্যান্ট- কুল্যান্ট হলো এক ধরণের তরল। যা মোটরসাইকেলের ইঞ্জিনের মধ্যে তাপের ভারসাম্য বজায় রাখে। এটি কুলিং সিস্টেম হিসেবে কাজ করে। অ্যান্টিফ্রিজ ও পানির মিশ্রণে তৈরি এই তরল গরমে মোটরসাইকেলকে সুরক্ষিত রাখে। তাই গরমে মোটরসাইকেলের কুল্যান্টের অবস্থা ঠিক আছে কিনা তা দেখে নিন। প্রয়োজনে সার্ভিসিং করে নিন। ইলেকট্রিক পার্টস- প্রচণ্ড গরমে মোটরসাইকেলের একাধিক ইলেকট্রিক পার্টসে ক্ষতি হতে পারে। তাই চালানোর সময় অতিরিক্ত ফিউজ সঙ্গে রাখুন। ব্যাটারি ঠিক আছে কিনা দেখে নিন। গরমে ব্যাটারির ওপরও চাপ পড়তে পারে। টায়ার- তীব্র গরমে টায়ার প্রেশার একটু কম রাখুন। চাকায় বাতাসের বেগ বেশি থাকলে গরমের সময় তা ফেটে যেতে পারে। যারা হাই স্পিডে মোটরসাইকেল চালান তাদের চাকা অত্যাধিক হিট হয়। তাই সাবধানে থাকুন। ফুয়েল ট্যাংক- তীব্র গরমে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক পূর্ণ করা উচিত নয়। কারণ তাপ সৃষ্টি হলে পেট্রোল কিংবা ডিজেল দ্রুত ছড়িয়ে পড়ে। ফুয়েল ট্যাংক ভরা থাকলে জ্বালানি উপচে পড়তে পারে। যা থেকে বড় দুর্ঘটনাও ঘটে। এই সময় ফুয়েল ট্যাংক চার ভাগের তিন ভাগ পূর্ণ করুন। চেইন লুব্রিকেট- গরমের সময় বাইকের চেইন নিয়মিত পরিষ্কার ও লুব্রিকেট করুন। এতে মোটরসাইকেল আরও মসৃণভাবে চালানো যাবে। লুব্রিকেটিং করার আগে সব মোটরপার্টস অবশ্যই পরিষ্কার করুন। পোশাক- মোটরসাইকেল চালানোর সময় হালকা পোশাক পরুন। কালার চেঞ্জিং গ্লাস ব্যবহার করুন। এটি চোখে আরাম দেবে। হালকা রঙের সুতি জামা পরতে পারেন। ফুলহাতার জামা পরবেন। এতে ত্বক রোদের তাপে পুড়ে যাবে না। হেলমেট- মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করুন। আপনি নিজে পরবেন এবং আপনার সঙ্গে কেউ থাকলে তাকেও হেলমেট পরাবেন। এতে রোদের তাপ মাথায় পরবে না। বেশি ভারী হেলমেট ব্যবহার না করাই ভালো।
৩০ এপ্রিল ২০২৪, ১৩:৪১

মোটরসাইকেল শোডাউন দিয়ে ‘ডেডবডি’র প্রচারণা, বিশুদ্ধ পানি বিতরণ
ভৌতিক ঘটনার অবলম্বনে প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল নির্মাণ করেছেন সিনেমা ‘ডেডবডি’। রোজার ঈদে সিনেমাটি মুক্তির কথা ছিল দেশের সিনেপ্লেক্সগুলোতে। তবে শেষ মুহূর্তে পিছিয়ে যায়। আগামী ৩ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তি সামনে রেখে সোমবার (২৯ এপ্রিল) মোটরসাইকেল পদযাত্রা ও সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করে সিনেমাটির কলাকুশলীরা। প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল ও পিকআপভ্যান ও মাইক্রো নিয়ে সিনেমাটিন শিল্পীরা পদযাত্রা করেন। এফডিসি থেকে পদযাত্রা বেরিয়ে ঢাকা বিশ্বিবদ্যালয়, নিউমার্কেট, ধানমন্ডি, শ্যামেলী সিনেমা হল হয়ে এ পদযাত্রা শেষ হয় মিরপুর সনি স্কয়ারে। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ইকবাল, অভিনেতা ওমর সানী, সংগীত পরিচালক এফ এ প্রীতম প্রমুখ। এ সময় ইকবাল বলেন, আমি ভুলসময় সিনেমাটি মুক্তি দিতে চাইনি, যার কারণে শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসি। কারণ, এবারের ঈদে ১১টি সিনেমা মুক্তি পেয়েছে। একসঙ্গে এতগুলো সিনেমা তো হুমকি। আমাদের তো পর্যাপ্ত সিনেমা হল নেই। এবারের ঈদে মুক্তি পাওয়া অনেক সিনেমা ওয়েব সিরিজ হয়েছে। সিনেমা ভিন্ন বিষয়। সেগুলো দর্শক কিন্তু ফিরিয়ে দিয়েছে। ৩রা মে আরেকটি ঈদ হতে যাচ্ছে। সবাইকে সিনেমা হলে এসে ডেডবডি দেখার আমন্ত্রণ রইল। ওমর সানী বলেন, প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছি। তবে এমন চরিত্রে এবারই প্রথম কাজ করেছি। যারা বাংলা সিনেমা ভালোবাসেন তাদের হলে এসে সিনেমাটি দেখার অনুরোধ করব। সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী। ‘ডেডবডি’তে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার এনিসহ অনেকেই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ট্রেলার। আর ট্রেলার মুক্তির পর রীতিমতো এর প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
২৯ এপ্রিল ২০২৪, ১৯:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়