• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
তীব্র গরমে পানি ও স্যালাইন বিতরণ ওয়েলবিং ফাউন্ডেশনের
তীব্র তাপপ্রবাহে প্রায় দুই হাজার রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে ওয়েলবিং ফাউন্ডেশন। সময় হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁও, শ্যামলী, ধানমন্ডিসহ বিভিন্ন পয়েন্টে এ বিতরণ কার্যক্রম চালানো হয়। এতে উপস্থিত ছিলেন, ওয়েলবিং ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. রাজিকুল হাসান, সমন্বয়ক রাকিব হাসান অভি, গোলাম মাহবুদ এবং জেসিআই ঢাকা ডিপ্লোমেটসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের লোকাল প্রেসিডেন্ট আরাফাত কবির, সদস্য সামিয়া রহমান। পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, ‘এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। ওয়েলবিং ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. রাজিকুল হাসান বলেন, আমাদের সংগঠনটি এসডিজি-৩ বিষয়ক মেডিকেল প্রফেশনালদের ইয়ুথ প্ল্যাটফর্ম। তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে জনসাধারণের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেটের বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।
২৭ এপ্রিল ২০২৪, ১৬:৩০

চাঁদ দেখা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে মঙ্গলবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।  ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানায়, সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। এ অবস্থায় মঙ্গলবার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে বুধবার ৩০ রোজা পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।  
০৮ এপ্রিল ২০২৪, ১৩:৪৫

সেনবাগে মানব সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীর সেনবাগে সমাজের সুবিধা বঞ্চিত অসহায়দের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট খান পাড়া কাবাব হাউজে এ উপলক্ষে মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম ভূঞা রিগানের সভাপতিত্ব অুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিথি সেনবাগ নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।  এ সময় বিশেষ অতিথি সেনবাগ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, মোহাম্মপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইসমাই হোসেন খোকন, মানব সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মুরশিদুর রহমান জনি, সেবারহাট নতুন স্কুল মার্কেট পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মোস্তফা সহেল, মানব সেবা ফাউন্ডেশন উপদেষ্টা আবদুর রহিম মেম্বার। পরে অতিথিবৃন্দ সমাজের সুবিধা বঞ্চিত অসহায় লোকের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন।   
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়