• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo
৪১তম বিসিএস / ৮৬৬ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন
সাধারণ শিক্ষা ক্যাডারে ৪১তম বিসিএসের ৮৬৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করা হয়েছে। জাতীয় বেতন স্কেল (নবম গ্রেড) ২০১৫ অনুসারে শর্ত স্বাপেক্ষ তাদের নিয়োগ প্রদান করা হয়। পদায়ন পাওয়া এসব শিক্ষা ক্যাডার কর্মকর্তা দুই বছরের আগে বদলির আবেদন করতে পারবেন না। আগামী ২৮ এপ্রিলের মধ্যে পদায়ন কৃত কর্মস্থলে তাদের যোগদান করতে বলা হয়েছে। রোববার (২১ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে ৪১তম বিসিএস পরীক্ষার ফলাফল ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে মোট ৮৬৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ প্রদান করা হয়। প্রার্থীকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করা হয়েছে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।  ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ৬ আগস্ট চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।
২২ এপ্রিল ২০২৪, ১৪:১২

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: আলোচিত দুই হাজার কর্মচারীকে পদায়ন
পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষা ভবনের বিসিএস কর্মকর্তার চাকরি হারানোর ঘটনার সেই আলোচিত নিয়োগ শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে। ফলে চুড়ান্ত নিয়োগ প্রাপ্তদেরকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে পদায়ন করা হয়েছে।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে তাদের নিয়োগ দিয়ে আলাদা আদেশ জারি করা হয়। মাউশি জানিয়েছে, ২০২০ সালে ২২ অক্টোবর পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গত ১৪ নভেম্বর নিয়োগের জন্য সুপারিশ করে বিভাগীয় নির্বাচন কমিটি। সে সুপারিশের আলোকে এ ২ হাজারের বেশি প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছে অধিদপ্তর। এর মধ্যে দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা-উপজেলা শিক্ষা অফিসের পাঁচ কর্মচারী পদে ২ হাজার ২৫৯ জন প্রার্থী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। জাতীয় বেতন স্কেল অনুযায়ী, ২০তম গ্রেডে বেতনের অফিস সহায়ক পদে ১ হাজার ৭০৪ জন, নিরাপত্তা প্রহরী পদে ২৪৭ জন, পরিচ্ছন্নতা কর্মী পদে ১৬৩ জন, মালী পদে ৯৯ জন ও ১৯তম গ্রেডে বুকসর্টার পদে ৪৬ জন প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ দুই সহস্রাধিক প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে বিভিন্ন সরকারি স্কুল-কলেজ ও শিক্ষা অফিসে পদায়ন দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২০২২ সালের ২৪ জুলাই রাতে মাউশির চন্দ্র শেখর হালদার ওরফে মিল্টন নামে এক কর্মকর্তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 
১৮ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬

পদায়ন হওয়ায় নারায়ণগঞ্জে বিএনপি নেতার পদত্যাগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছামির আলী পদত্যাগ করেছেন। শুক্রবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। এ বিষয়ে ছামির আলী বলেন, আমি জানতে পারলাম কিছুদিন আগে নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আমার অজান্তে আমার নাম দেওয়া হয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং কমিটি থেকে পদত্যাগ করি। তিনি বলেন, বর্তমানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই এবং অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক নেই। উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।         
০৬ জানুয়ারি ২০২৪, ০০:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়