• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo
ছবির ছোট্ট মেয়েটি একসময়ের জনপ্রিয় অভিনেত্রী
তারকাদের নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। বিশেষ করে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে বেশ আগ্রহ তাদের। প্রিয় তারকার ছোটবেলার লাইফস্টাইল কেমন ছিল, কোথায় পড়ালেখা করেছেন, প্রেম-বিয়েসংক্রান্ত এবং পর্দার বাইরে তাদের জীবন কেমন― সবই যেন আগ্রহের তালিকায় বাসা বাঁধে ভক্তদের মনে।  এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট বেলার ছবি শেয়ার করেছেন একসময়ের জনপ্রিয় এক অভিনেত্রী। মুহূর্তেই সেই ছবিটি নজর কাড়ে নেটিজেনদের। জানেন কে এই জনপ্রিয় অভিনেত্রী।   সোমবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে ছোট বেলার দুটি ছবিটি শেয়ার করেন শোবিজের একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। জানা গেছে, এদিন ছিল আন্তর্জাতিক নৃত্য দিবস। ১৯৮২ সালে প্রথম আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করে আন্তর্জাতিক নৃত্য পরিষদ। ১৯৮২ সালে নৃত্য দিবসটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে।  মূলত এরপর থেকেই বিশ্বজুড়ে প্রতি বছরের ২৯ এপ্রিল নানা উৎসব-আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি। এবার সেই নৃত্য দিবসে নিজের ছোটবেলার নৃত্য সাজের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শ্রাবন্তী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা।’ দুটি ছবির মধ্যে প্রথমটি ছোটবেলার, আর দ্বিতীয়টি ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী সময়ের।  দেশের এক গণমাধ্যমে ছোটবেলার ছবিটি সম্পর্কে শ্রাবন্তী বলেন, বাংলাদেশ টেলিভিশনের রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের সময় ছবিটি তোলা হয়েছে। প্রসঙ্গত, একসময় নাট্যাঙ্গনে ভীষণ জনপ্রিয় ছিলেন শ্রাবন্তী। বড়পর্দায়ও খ্যাতির কমতি ছিল না তার। ‘রং নাম্বার’ সিনেমার মাধ্যমে বেশ সাড়া জাগিয়েছিলেন তিনি। বিয়ের পর হঠাৎ করেই আড়ালে চলে যান তিনি। সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অভিনেত্রী।  
৩০ এপ্রিল ২০২৪, ১২:২৩

খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব
‘ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে’ স্লোগানকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক অরুণোদয় নৃত্য উৎসব-২০২৪’। নৃত্য সংগঠন অরুণোদয়’র একক আয়োজনে আগামী ৩ ও ৪ মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। এতে ফ্রান্স, লন্ডন, ভারতসহ দেশের মোট ৭২জন শিল্পী অংশ নেবে।  আয়োজক সূত্রে জানা গেছে, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় এই আয়োজনে শিল্পীরা তাদের নিজ নিজ অঞ্চলের লোক নৃত্য ও শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করবেন। এ সময় তাদের নৃত্য গুরুরাও উপস্থিত থাকবেন।  পরে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, বিভিন্ন দলের নৃত্য গুরু ও শিল্পীদেরকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।  এ বিষয়ে নৃত্য সংগঠন অরুণোদয়’র প্রতিষ্ঠাতা পরিচালক সুরভী ক্রুশ বলেন, এই আয়োজনের উদ্দেশ্য মহৎ। বিভিন্ন দেশের লোক নৃত্য ও শাস্ত্রীয় নৃত্যকে সবার সামনে তুলে ধরা। পাশাপাশি নিজের দেশের সমৃদ্ধ নৃত্যকেও বহির্বিশ্বের সামনে উপস্থাপন করা। আশাকরি, সবাই এই উৎসবে শামিল হবেন।  উৎসবের সময়সূচি জানিয়ে তিনি আরও বলেন, আগামী ৩ ও ৪ মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। 
২৫ এপ্রিল ২০২৪, ১৮:১৭

মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
সিরাজগঞ্জের তাড়া‌শ উপজেলার বারুহাস বৈশাখী মেলায় জাদু খেলার নাম ক‌রে অশ্লীল নৃত্য পরিবেশনকালে ৫ জন‌কে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।  বুধবার (২৪ এপ্রিল) রাতে তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার গভীর রা‌তে মেলা থেকে তাদেরকে আটক করা হয়।  আটককৃতরা হলেন পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালী গ্রামের মো. সালামের ছেলে সাব্বির হোসেন (২৩), তার স্ত্রী মৌসুমী খাতুন (১৯), বগুড়া জেলার গাবতলী উপজেলার দূর্গাহাটা গ্রামের আবদুল লতিফের ছেলে মো. মিনারুল (২৪), শেরপুর উপজেলার হাটগাড়ী গ্রামের করিম হাসানের স্ত্রী মোছা. লাবলী আক্তার (২৩) ও শিবগঞ্জ উপজেলার জামুরহাট দক্ষিণবেলাই গ্রামের মো. সোলেমানের মেয়ে মোছা. শিমু আকতার (১৯)।  স্থানীয়দের সূত্রে জানা যায়, গত সোমবার থেকে বৃহস্প‌তিবার পর্যন্ত প্রতি বছরের ন্যায় এবারেও বাংলা নববর্ষ উপল‌ক্ষে বাৎস‌রিক গ্রামীণ বৈশাখী মেলাটি শুরু হয়। আর মেলার শুরু থেকে সেখানে জাদু খেলার না‌মে অশ্লীল নৃত্যর আয়োজন করা হয়। স্থানীয়রা শুরু থেকে বারবার প্রতিবাদ করলেও অশ্লীল নৃত্য বন্ধ হয়নি। এতে সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। প‌রে তাড়াশ থানা পু‌লিশ গি‌য়ে ওই পাঁচজন‌কে আটক ক‌রে নিয়ে আসেন।  তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম গণমাধ্যমকে ব‌লেন, আটককৃত ওই পাঁচ‌জনের বিরুদ্ধে মামলা দায়েরের পরে আদালতের মাধ্য‌মে জেলহাজতে প্রেরণ করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি এ কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। 
২৫ এপ্রিল ২০২৪, ১০:০৩

ধনবাড়ীতে মেলাকে কেন্দ্র করে চলছে অশ্লীল নৃত্য
টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে শুরু হয়েছে জাঁকজমকপূর্ণভাবে গ্রামীণ মেলা। আর এ মেলার নামে প্রকাশ্যে চলছে অশ্লীল নৃত্য আর বিকট শব্দের গান। এসব অশ্লীল নৃত্য দেখে বিপথগামী হচ্ছে শিক্ষার্থী, যুবক ও উঠতি বয়সের ছেলেরা। অশালীন কর্মকাণ্ড দ্রুত বন্ধের দাবি জানিয়েছে সচেতন মহল। অভিযোগ উঠেছে, বিভিন্ন দপ্তর মেনেজ করেই এ কর্মকাণ্ড চালানো হচ্ছে।  অভিযোগে জানা যায়, মেলায় জাদু খেলার নামে প্যান্ডেলের ভেতরে চলে অশ্লীল নৃত্য। নৃত্যের জন্য আনা হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সী নারী। বিকেল থেকে শুরু হওয়া নৃত্য চলে পুরো রাতজুড়ে। একশ টাকার টিকিটে লাইন ধরে ঢোকানো হয় দর্শনার্থীদের। দর্শনার্থীর তালিকার বড় একটি জায়গায় রয়েছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী যুবকেরা। মেলায় দোকান নিয়ে আসা রহিম মিয়া, আব্বাস উদ্দিন, সিদ্দিক হোসেন ও শরাফত আলী বলেন, ধনবাড়ীর মেলার ঐতিহ্য হারিয়ে গেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আগে দোকানীরা আসতো সামগ্রী নিয়ে। এখন আসে না। মেলায় দোকান বসালেই ৩ থেকে ৬ হাজার টাকা, জায়গা যেমন ঝুড়ির দোকানে বেশী জায়গা নিলে ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত চাঁদা নেয় কমিটির লোকেরা। এই টাকা তো সরকারের ঘরে জমা হয় না। মেলার নামে চলছে এখন অশ্লীল নৃত্য। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ মেলাটি ধনবাড়ীর ঐতিহ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এগুলো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গেছে, ধনবাড়ীর নবাব নওয়াব আলী চৌধুরী ব্রিটিশ সরকারের নিকট বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ১ম উত্থাপন করে ছিলেন। বাংলার প্রতি অঘাত ভালোবাসার নিদর্শন স্বরূপ ১৯২১ সালে বাংলা নববর্ষে ১ বৈশাখে ধনবাড়ীর বৈশাখী মেলার সূচনা করেন। মেলাকে প্রসারিত করতে ১ বৈশাখে বিভিন্ন হস্ত, কুটিরশিল্প ও পালাগানের উৎসব চালু করেন। সেই থেকেই অনুষ্ঠিত হচ্ছে গ্রামীণ মেলা।
১৬ এপ্রিল ২০২৪, ২২:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়