• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
‘অ্যাক্টরস হোম’র জায়গা বুঝে পেল অভিনয় শিল্পী সংঘ
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বেশ কয়েকদিন আগে জানিয়েছিলেন ঢাকার বুকে এক টুকরো জমি পাচ্ছে অভিনয় শিল্পীরা। সরকারের কাছ থেকে পাওয়া সাড়ে তিন কাঠা জমিতে গড়ে তোলা হবে তাদের স্বপ্নের ভবন ‘অ্যাক্টরস হোম’। সেখানে থাকবে অভিনয় শিল্পীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, আড্ডার জায়গা, চর্চার জায়গা। অবশেষে শুক্রবার (৩ মে)  বরাদ্দকৃত জায়গাটি বুঝে পেয়েছে সংগঠনটি। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন নাসিম নিজেই।  আহসান হাবিব নাসিম ফেসবুকে লিখেছেন, আজ শুক্রবার, ০৩ মে, ২০২৪, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, জেলা প্রশাসন ঢাকা’র কাছ থেকে তাদের জায়গা বুঝে নিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।  এরপর এ নেতা লেখেন, আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মো: সাবিরুল ইসলাম এবং ঢাকা জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান, এসি ল্যান্ড তেজগাও জনাব শরিফ মো. হেলাল উদ্দিন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি। এ প্রসঙ্গে নাসিম বলেন, এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের। কেননা দীর্ঘদিন বিষয়টি নিয়ে চেষ্টা চলছিল। অবশেষে জায়গা বুঝে পাওয়াটা অভিনয় শিল্পী সংঘের একটি সফলতা বলে মনে করছি। শিল্পীদের প্রশিক্ষণ, মিটিং, একসঙ্গে সময় কাটানোসহ বিভিন্ন কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে এটি। ওই জায়গা থেকে আজ আমাদের আনন্দের দিন। এদিকে জমি গ্রহণের খবর দেওয়ার সঙ্গে দুটি স্থিরচিত্র প্রকাশ করেছেন নাসিম। সেখানে তার সঙ্গে দেখা গেছে সংঠনটির সাধারণ সম্পাদক রওনক হাসানকে। আরও ছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদসহ বেশ কয়েকজন। বোঝা যাচ্ছে জমি গ্রহণ করার মুহূর্ত ছিল এটি। রাজধানীর আফতাব নগরে দেওয়া হয়েছে জায়গাটি। 
০৩ মে ২০২৪, ১৬:২২

সুলতান মেলার সমাপনী, পদক পেলেন চিত্রশিল্পী নাসিম 
নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সুলতান মঞ্চ চত্বরে বরেণ্য চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভীকে সুলতান পদক প্রদান করেন-অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি।  এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন, শিল্পকলা একাডেমির উপপরিচালক খন্দকার রেজাউল হাশেমসহ অনেকে।  এর আগে গত ১৫ এপ্রিল বিকেলে সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।  জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১৫ দিনব্যাপী সুলতান মেলায় বিভিন্ন পণ্যের শতাধিক স্টল ছিল। এ ছাড়া দেশ-বিদেশের চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রতিদিন গ্রামীণ খেলাধুলাসহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন সুলতান।  চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান ১৯৮২ সালে পেয়েছেন একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সম্মাননাসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। 
২৯ এপ্রিল ২০২৪, ১৯:১২

‘সোলসে’ নেই নাসিম আলী খান!
প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন করছে শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘সোলস’। ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি কনসার্ট করেছে। এবার দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ব্যান্ডটি। আগামী ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন ব্যান্ডের সদস্যরা। যুক্তরাষ্ট্র সফরে বিভিন্ন স্ট্যাটে ২০টি শোতে পারফর্ম করবে ‘সোলস’। তবে এই সফরে থাকছেন না অন্যতম সদস্য নাসিম আলী খান।  জানা গেছে, ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রের এই সফর থেকে ‘অবসর’ নিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সোলস প্রধান পার্থ বড়ুয়া বলেন, সোলসের ৫০ বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠান পারফর্ম করতে যাচ্ছি। তবে এবারের সফরে ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে নাসিম ভাই যেতে পারছেন না। তাই আপাতত সোলসের কোনও কার্যক্রমে তিনি নেই। তবে কি ব্যান্ড থেকে অবসরে গেলেন জ্যেষ্ঠ এই সদস্য! গুঞ্জন উঠেছে শহরে। কারণ সোলস-এর সাম্প্রতিক ছবিতেও মিলছে না নাসিম আলী খানের ছবি!   অবশ্য ব্যান্ড ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে নাসিম আলী খান বলেন, আমি কিন্তু ব্যান্ড ছাড়িনি। আসলে শারীরিক ও পারিবারিক কিছু সমস্যার কারণে যুক্তরাষ্ট্র সফরে থাকতে পারছি না। এছাড়া অন্য কোনও কারণ নেই। তবে সোলস থেকে নাসিম আলীর এই ছুটি কতো সময়ের জন্য, সেটি কিন্তু জানা যায়নি। প্রসঙ্গত,  সোলস এর জন্ম ১৯৭২ সালে হলেও নাসিম আলী খান এতে যুক্ত হন ১৯৮০ সালে। সেই থেকে তিনি দলটির অন্যতম সদস্য ও ভোকাল হিসেবে যুক্ত ছিলেন নিরলস। সোলস-এর বর্তমান সদস্যরা হলেন পার্থ বড়ুয়া, আহাসানুর রহমান আশিক, মীর শাহরিয়ার হোসেন মাসুম ও মারুফ হাসান তালুকদার রিয়েল। দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন নকীব খান, পিলু খান, আইয়ুব বাচ্চু, তপন চৌধুরী, তাজুল ইমাম, সাজেদুল আলম, মমতাজুল হক লুলু, সুব্রত বড়ুয়া রনি, আহমেদ নেওয়াজ, শাহেদুল আলম, পান্থ কানাই, ইফতিখার উদ্দিন সোহেল, নাইমুল হাসান তানিম, জাকির হাসান রানা প্রমুখ। উইকিপিডয়াতেও সর্বশেষ দলত্যাগী সদস্যের তালিকায় নাম যুক্ত হয়েছে নাসিম আলী খানের। 
০১ এপ্রিল ২০২৪, ১৫:৩৭

এবার ছোট পর্দা মাতাবেন ইলিয়াস কাঞ্চন
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। রুপালি পর্দায় এখন আর আগের মতো নিয়মিত না হলেও এবার ছোট পর্দা মাতাবেন ইলিয়াস কাঞ্চন।    শনিবার (৩ ফেব্রুয়ারি) ‘রূপান্তর’ নামের একটি নাটকে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে। দীর্ঘদিন পর টিভি নাটকে অভিনয় করেছেন এই চিত্রনায়ক।    সুজাত শিমুলের রচনা এবং শুভ্র আহমেদের নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান।   নাটকের গল্পে দেখা যাবে, কামরান আহমেদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলের বউ ও নাতনিকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর কামরানের ভীষণ আক্ষেপ। কারণ কারও মধ্যেই কোনো শৃঙ্খলা নেই। তিনি সব সময় ভাবতেন, পরিবারের সবাই যদি শৃঙ্খলায় থাকত! কিন্তু এখন সেটা কী করে সম্ভব? সবাই তো অনেক বড় হয়ে গেছে!     একদিন সকালে ঘুম থেকে জেগে উঠে নিজেকে একজন শাসকের বেশে দেখতে পান কামরান। হাতে লাঠি নিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করেন। সৈন্যদের মতো সিঙ্গেল লাইনে দাঁড় করান সবাইকে। এর পরই ঘটে নানান নাটকীয় ঘটনা।  প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন ছাড়া এতে আরও অভিনয় করেছেন— মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নূপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার। বিটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত নাটক ‘রূপান্তর’।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়