• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo
মুজিবনগরে ট্রলি উল্টে চালক নিহত
মেহেরপুরের মুজিবনগরে ট্রলি উল্টে লিটন আলী (৩৮) নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় পাওয়ার ট্রিলারে থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।  নিহত লিটন আলী মুজিবনগরের বাবরপাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর-মহানমহনপুর সড়ক দিয়ে নির্মাণ শ্রমিক নিয়ে কাজে যাচ্ছিল একটি পাওয়ার ট্রিলার ট্রলি। ঘটনাস্থলে গিয়ে সামনে থেকে  আসা একটি মাটি বহনকারী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই পাওয়ার ট্রিলার ট্রলি চালক লিটন আলীর মৃত্যু হয়।  আহত হয় ট্রলির যাত্রী নির্মান শ্রমিক সুমন (২০), ইদ্রিস (৪৫), দেলোয়ার (২৬), নজরুল (৬৫) ও আহসান (২০) ।  স্থানীয়রা তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উজ্জল কুমার দত্ত। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০ এপ্রিল ২০২৪, ২২:৫০

ট্রলি থেকে পড়ে কিশোরের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রলি থেকে পড়ে শুভ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  সোমবার (২৫ মার্চ) তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউপির দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত কিশোর বাংলাবান্ধা ইউনিয়নের পাঠানপাড়া এলাকার পাথর শ্রমিক আব্দুস সাত্তারের ছেলে।  স্থানীয়রা জানান, শুভসহ তার বন্ধুরা দুপুরে মহানদা নদীতে যাওয়ার পথে একটি খালি ট্রলিতে উঠে। এক পর্যায়ে ট্রলি থেকে মাটিতে পড়ে যায় সে। সেখান থেকে শাহাজান নামের এক স্থানীয় যুবক তাকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতাল নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  উদ্ধারকারী শাহজাহান বলেন, ট্রলি থেকে মাটিতে পড়ে সে অজ্ঞান হয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই আমি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তেঁতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন ট্রলি থেকে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২৬ মার্চ ২০২৪, ১২:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়