• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo
আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের বাবা আর নেই
আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক শিপলু জামানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী সদর উদ্দিন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।  চিকিৎসকরা জানিয়েছেন, হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ডায়বেটিসসহ বিভিন্ন রোগে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।  বিশিষ্ট ব্যবসায়ী সদর উদ্দিন মিয়া ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি ও কালিগঞ্জ মোটর মালিক সমিতির যুগ্মসাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ছাড়াও তিনি ঝিনাইদহ বাস মিনিবাস মালিক গ্রুপের সাবেক সড়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি করতেন সদর উদ্দিন মিয়া।  বাদ জুম্মা শহীদ নূর আলী কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আর রাত আটটায় কালিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ছয়লা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হবে। স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। ছোট ছেলে সুমন জামান লন্ডন প্রবাসী। তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।  আরটিভি পরিবারসহ বিভিন্ন সংগঠন ব্যবসায়ী সদর উদ্দিন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। 
১২ এপ্রিল ২০২৪, ১৫:৩৩

ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার 
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২২ মার্চ) বিকেলে শহরের ফুড সাফারি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আজিম উল আহসান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ড. এম হারুন-অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সদর থানার ওসি শাহিন উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। ইফতার মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্বে করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান। পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান।  এ সময় সিনিয়র সাংবাদিক ইত্তেফাকের বিমল কুমার সাহা, এটিএন নিউজের নিজাম জোয়ারদার বাবলু, চ্যানেল আইয়ের শেখ সেলিম, কালবেলার ব্যুরো চীফ মাহমুদ হাসান টিপু, মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন ও কোষাধ্যক্ষ লোটাস রহমান সোহাগসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
২৩ মার্চ ২০২৪, ১৫:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়