• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
ঝিনাইদহের কালীগঞ্জে সদর উদ্দিন মিয়ার স্মরণে দোয়া মাহফিল 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি সদর উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উদ্দিন আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক শিপলু জামানের বাবা।  শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় সমিতির নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  মিলাদ ও দোয়া মাহফিলে সমিতির সাধারণ সম্পাদক এম এ রউফের উপস্থাপনায় ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল অধিকারীর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইন্তা, সদর উদ্দিনের ছোট ভাই সাংবাদিক সোহেল আহমেদ, ছেলে শিপলু জামানসহ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।  আনারুল আজিম আনোয়ার বলেন, সদর উদ্দিন ছিলেন এই সংগঠনের একজন পরিশ্রমী সভাপতি যাকে হয়তো আমরা আর কখনো খুঁজে পাবো না। তবে আমরা চেষ্টা করব এই সমিতিকে তার মতো করে সামনের দিকে এগিয়ে নেওয়ার।  অনুষ্ঠানটির দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদেকুর রহমান।
২৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৬

ঝিনাইদহের কারাগারে কয়েদির মৃত্যু
ঝিনাইদহ জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলায় দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান। মিলন লস্কর ঝিনাইদহ জেলা শহরের পরবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে। জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার খবরটি নিশ্চিত করে বলেন, কারাগারের চিত্রা ৩নং ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন। ফজরের নামাজ আদায় শেষে সকাল ৬টা ৪০ মিনিটের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।   তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। সেই থেকে কারাগারের চিত্রা ৩নং ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৩

যেভাবে দেশ সেরা ঝিনাইদহের দুই সংসদ সদস্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে বছরে আয়কারী ও ১৫ বছরে আয় বৃদ্ধিতে গোটা দেশের মধ্যে সেরা ১০ জনের তালিকায় ঝিনাইদহের দুই সংসদ সদস্যদের নাম উঠে এসেছে। বছরে আয়কারী হিসেবে ঝিনাইদহ-২ আসনের এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও ১৫ বছরে সর্বোচ্চ আয় বৃদ্ধি পেয়ে সংসদ সদস্য আব্দুল হাই খুলনা বিভাগে শীর্ষে রয়েছেন। হলফনামায় প্রদত্ত তথ্য অনুযায়ী মহুলের বার্ষিক আয় হচ্ছে ১৯ কোটি ৬০ লাখ ৯২ হাজার ৫৪১ টাকা। বছরে এত বেশি আয় আর কোনো সংসদ সদস্যের নেই।  অন্যদিকে ১৫ বছরে সর্বোচ্চ আয় বৃদ্ধি পেয়েছে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদ্য আব্দুল হাইয়ের। ১৫ বছরে এত বেশি আয় বাড়েনি কারো। তার ২০০৮ সালে বার্ষিক আয় ছিল এক লাখ ৭২ হাজার টাকা। ১৫ বছর পর ২০২৪ সালে তার আয় বৃদ্ধি পেয়ে হয়েছে এক কোটি ১ লাখ ৯০ হাজার টাকা। দেখা যায় আয় বৃদ্ধির শতকরা হার ৫৮২৪%। সদ্য শেষ হওয়া নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন’ করে সুজন। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত ২৯৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০০ জনের পেশা ব্যবসা। শতকরা হিসাবে সংসদ সদস্যদের ৬৬ দশমিক ৮৯ শতাংশ ব্যবসায়ী। একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ছিলেন ১৮৫ জন বা মোট সংসদ সদস্যের ৬১ দশমিক ৬৬ শতাংশ। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ১ কোটি টাকার বেশি সম্পদ আছে ২৬৯ জনের। শতকরা হিসাবে ৮৯ দশমিক ৯৭ শতাংশ সংসদ সদস্যের সম্পদ কোটি টাকার ওপরে। একাদশ জাতীয় সংসদে ১ কোটি টাকার বেশি সম্পদশালী সংসদ সদস্য ছিলেন ২৪৭ জন বা ৮২ দশমিক ৩৩ শতাংশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, একাদশ সংসদের তুলনায় এবার উচ্চশিক্ষিত সংসদ সদস্যের সংখ্যাও বেড়েছে। এবারের সংসদ সদস্যদের ৮২ দশমিক ৬০ শতাংশ স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একাদশে এই হার ছিল ৮১ শতাংশ। অনলাইন সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সব তথ্যের মূল ভিত্তি হলো প্রার্থীদের দেওয়া হলফনামা। কিন্তু নির্বাচন কমিশন হলফনামার তথ্য যাচাই-বাছাই করে না। হলফনামায় অনেক ক্ষেত্রে তথ্য গোপন এবং বিভ্রান্তিমূলক তথ্য আছে। যে উদ্দেশ্যে আদালত প্রার্থীদের হলফ নামায় তথ্য দিতে বাধ্যতামূলক করেছিলেন, তার উদ্দেশ্য পূরণ হচ্ছে না।
২৪ জানুয়ারি ২০২৪, ০০:২২

প্রাকৃতিক বিপর্যয় রোধে কাজ করছে ঝিনাইদহের সামাজিক বনায়ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ এলাকার খালের পাড়ে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন বাগান। এখানে রোপণ করা হয়েছে চিকরাশি, জারুল, অর্জুন, খয়ের, সোনালু, বাবলা, শিমুল, শিশু, মেহগনি, নিম, বহেরা, হরিতকিসহ প্রায় ১৮টি বিভিন্ন প্রজাতির গাছ। সবুজায়নের ফলে প্রাকৃতিক পরিবেশ সুন্দর ও উন্নত হয়েছে সেই সঙ্গে অক্সিজেন সরবরাহের উৎস হিসেবে কাজ করছে এই বাগানটি। আরও পড়ুন : রাজধানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে   জানা যায়, যশোর সামাজিক বন বিভাগ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে জিকে প্রধান সেচখালের ডাউটিয়া ব্রিজ হতে লাঙ্গলবাঁধ বাজার পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে অন্তত ১০ হাজার গাছের চারা রোপণ করেছে। গাছগুলো দেখভাল করেন ওই এলাকার ৫৭ জন উপকারভোগী। যার মধ্যে পুরুষ ৫২ জন ও মহিলা ৫ জন। সংশ্লিষ্টরা জানায়, আগামী ১০ বছর পর গাছগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থের ৫৫ শতাংশ লভ্যাংশ উপকারভোগী সদস্যের মাঝে সমভাবে প্রদান করা হবে। এ ছাড়া ভূমি মালিক ও স্থানীয় ইউনিয়ন পরিষদকেও সামাজিক বনায়নের নীতিমালার আলোকে লভ্যাংশ প্রদান করা হবে। উপকারভোগী সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে রোপিত গাছের পাহারার কাজে সহযোগিতা করছেন। স্থানীয় বাসিন্দা সুজন মিয়া বলেন, এই খাল পাড়ে আগে কোন গাছ ছিলো না। সামাজিক বন বিভাগ এখানে গাছ রোপণ করেছে। এতে যেমন এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি এই এলাকার খাল পাড়ের ভূমি ধস থেকেও রক্ষা পাবে। স্থানীয় আরেক বাসিন্দা আলী হোসেন বলেন, জিকে সেচ খালের পাড়ে অন্তত ১৮ জাতের গাছ রোপণ করা হয়েছে। গাছ স্থানীয় লোকজন পরিচর্যা ও পাহারা দিচ্ছে। এভাবে যদি গাছ বাড়তে থাকে তাহলে বন বিভাগের এ ধরনের বনায়ন কর্মসূচির কারণে পতিত এ জায়গায় অচিরেই বৃক্ষ সম্পদে পরিণত হবে। আরও পড়ুন : মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, ছাত্রলীগ কর্মী নিহত   ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, লাঙ্গলবাঁধ এলাকার খালের পাড়ে সৃজিত বাগানটি এলাকায় দৃষ্টিনন্দন অবস্থার সৃষ্টি করেছে। বিভিন্ন প্রজাতির পাখ-পাখালির কলরবে বাগানটি পরিপূর্ণ। বাগানটি ভূমিক্ষয়, বাঁধ সংরক্ষণ ও প্রাকৃতিক বিপর্যয় রোধে সহায়তা করছে। স্থানীয় কৃষক ও পথিকগণ গাছের ছায়ায় বিশ্রাম নিয়ে থাকেন। বাগানটি আর্থ সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন সাধন করছে। শৈলকুপা উপজেলায় বন বিভাগের এ ধরনের বনায়ন কর্মসূচি চলমান থাকবে।
২১ জানুয়ারি ২০২৪, ১১:১৪

ঝিনাইদহের তিনটিতে নৌকা, একটিতে স্বতন্ত্র বিজয়ী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। ফলাফলে ঝিনাইদহের ৩টি আসনে নৌকা, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।  রোববার (৭ জানুয়ারি) রাতে ঝিনাইদহ জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। আরও পড়ুন : জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত   ঝিনাইদহ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. আব্দুল হাই ৯৫ হাজার ৬৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৭২৮ ভোট। ঝিনাইদহ-২ আসনে প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. নাসের শাহরিয়ার জাহেদী ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।  আরও পড়ুন : কর্মীসংখ্যা থেকেও কম ভোট পেয়েছেন বিএনএম মহাসচিব   ঝিনাইদহ-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে মো. সালাহ উদ্দিন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মো. শফিকুল আজম খাঁন চঞ্চল পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। ঝিনাইদহ-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম (আনার) ৯৫ হাজার ৯০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মো. আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ৯৪ ভোট।
০৮ জানুয়ারি ২০২৪, ১৭:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়